স্ট্রাকচারাল মেকানিক্স বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। এক নিউটন সমান কত ?

(ক) 10^2 Dyne

(খ) 10^3 Dyne

(গ) 10^4 Dyne

(ঘ) 10^5 Dyne

উত্তরঃ (ঘ) 10^5 Dyne


২। ওয়ান ন্যানোমিটার সমান ?

(ক) 10^-3 মিটার

(খ) 10^-6 মিটার

(গ) 10^-9 মিটার

(ঘ) 10^-12 মিটার

উত্তরঃ (গ) 10^-9 মিটার


৩। ওয়ান মাইক্রোমিটার সমান ?

(ক) 10^-3 মিটার

(খ) 10^-6 মিটার

(গ) 10^-9 মিটার

(ঘ) 10^-12 মিটার

উত্তরঃ (খ) 10^-6 মিটার


৪। ওয়ান মিলিমিটার সমান?

(ক) 10^-3 মিটার

(খ) 10^-6 মিটার

(গ) 10^-9 মিটার

(ঘ) 10^-12 মিটার

উত্তরঃ (ক) 10^-3 মিটার


৫। ইঞ্জিনিয়ারিং বল বিদ্যা কয় প্রকার ?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৬। ক্ষমতার একক কোনটি?

(ক) জুল

(খ) ওয়াট

(গ) নিউটন

(ঘ) পেসস্কেল

উত্তরঃ (খ) ওয়াট


৭। পীড়ন কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৮। বিকৃতি প্রধানত কয় প্রকার ?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৯। ১ HP সমান কত ওয়াট ?

(ক) 646 ওয়াট

(খ) 746 ওয়াট

(গ) 846 ওয়াট

(ঘ) 946 ওয়াট

উত্তরঃ (খ) 746 ওয়াট


১০। যান্ত্রিক শক্তি কত প্রকার ?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১১। ঘর্ষণ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১২। চল ঘর্ষণ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১৩। ভরকেন্দ্র নির্ণয় পদ্ধতি কয়টি ?

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (ঘ) ৪ টি


১৪। চলন্ত বস্তুর ঘর্ষণ বাধাকে কি বলে ?

(ক) চল ঘর্ষণ

(খ) স্থির ঘর্ষণ

(গ) স্থিতি ঘর্ষণ

(ঘ) আবর্ত ঘর্ষণ

উত্তরঃ (ক) চল ঘর্ষণ


১৫। স্থির বস্তুর ঘর্ষণ বাধাকে কি বলে ?

(ক) চল ঘর্ষণ

(খ) স্থির ঘর্ষণ

(গ) স্থিতি ঘর্ষণ

(ঘ) আবর্ত ঘর্ষণ

উত্তরঃ (খ) স্থির ঘর্ষণ


১৬। অর্ধ গোলকের ভূমি থেকে ভরকেন্দ্র দূরত্ব ?

(ক) 0.424r

(খ) 0.576r

(গ) 0.330r

(ঘ) 0.674r

উত্তরঃ (ক) 0.424r


১৭। অর্ধ গোলকের পরিধি থেকে ভরকেন্দ্র দূরত্ব?

(ক) 0.424r

(খ) 0.576r

(গ) 0.330r

(ঘ) 0.674r

উত্তরঃ (খ) 0.576 r


১৮। ত্রিভুজের ভূমি থেকে ভরকেন্দ্র দূরত্ব?

(ক) 1/2h

(খ) 1/3h

(গ) 1/4h

(ঘ) 1/5h

উত্তরঃ (খ) 1/3 h


১৯। ত্রিভুজের সূক্ষ্মকোণ / শীর্ষবিন্দু থাকে থেকে ভরকেন্দ্র দূরত্ব?

(ক) 1/2h

(খ) 2/3 h

(গ) 2/4h 

(ঘ) 2/5h

উত্তরঃ (খ) 2/3 h


২০। আয়তক্ষেত্রের ভরকেন্দ্রের অবস্থান?

(ক) b/2, d/2

(খ) b/3, d/3

(গ) b/4, d/4

(ঘ) b/5, d/5

উত্তরঃ (ক) b/2, d/2


২১। বর্গের ভরকেন্দ্রের অবস্থান?

(ক) a/2

(খ) a/3

(গ) a/4 

(ঘ) a/5

উত্তরঃ (ক) a/2


২২। একটি আয়তক্ষেত্রের ভূমি b এবং প্রস্থ d হলে x-x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া কত?

(ক) bd^3/12

(খ) bd^3/36

(গ) bd^3/48

(ঘ) bd^3/64

উত্তরঃ (ক) bd^3/12


২৩। একটি আয়তক্ষেত্রের ভূমি b এবং প্রস্থ d হলে y-y অক্ষের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া কত?

(ক) db^3/12

(খ) db^3/36

(গ) db^3/48

(ঘ) db^3/64

উত্তরঃ (ক) db^3/12


২৪। একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি b এবং উচ্চতা h হলে x-x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া কত?

(ক) bh^3/12

(খ) bh^3/36

(গ) bh^3/48

(ঘ) bh^3/64

উত্তরঃ (খ) bh^3/36


২৫। একটি ত্রিভুজক্ষেত্রের ভূমি b এবং উচ্চতা h হলে y-y অক্ষের সাপেক্ষে মোমেন্ট অব ইনার্শিয়া কত?

(ক) hb^3/12

(খ) hb^3/36

(গ) hb^3/48

(ঘ) hb^3/64

উত্তরঃ (খ) hb^3/36


২৬। বৃত্তের মোমেন্ট অব ইনার্শিয়া কত?

(ক) πD^4/12

(খ) πD^4/36

(গ) πD^4/48

(ঘ) πD^4/64

উত্তরঃ (ঘ) πD^4/64


২৭। বর্গের মোমেন্ট অব ইনার্শিয়া কত?

(ক) a^4/12

(খ) a^4/36

(গ) a^4/48

(ঘ) a^4/64

উত্তরঃ (ক) a^4/12


২৮। একটি রাইট সার্কুলার সলিড কোন এর উচ্চতা h হলে ভূমি থেকে CG পর্যন্ত দূরত্ব কত?

(ক) h/2

(খ) h/3

(গ) h/4

(ঘ) h/8

উত্তরঃ (গ) h/4


২৯। মোমেন্ট অফ ইনার্শিয়ার একক কি?

(ক) m

(খ) m2

(গ) m3

(ঘ) m4

উত্তরঃ(ঘ) m4


৩০। বীমের নিরপেক্ষ অক্ষের অবস্থান চ্যুতিকে কি বলে?

(ক) ডিফ্লেকশন

(খ) শিয়ার

(গ) মোমেন্ট

(ঘ) বেন্ডিং

উত্তরঃ (ক) ডিফ্লেকশন


৩১। কাজ বলতে বোঝায়?

(ক) বল x সরণ

(খ) বল x বেগ

(গ) বল x ত্বরণ

(ঘ) বল x দ্রুতি

উত্তরঃ (ক) বল x সরণ


৩২। HP নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) mh/0.75t

(খ) mh/7.5t

(st) mh/75t

(ঘ) mh/750t

উত্তরঃ (গ) mh/75t


৩৩। কোন বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে কি বলে?

(ক) দ্রুতি

(খ) বেগ

(গ) ত্বরণ

(ঘ) ভরবেগ

উত্তরঃ (খ) বেগ


৩৪। অভিকর্ষজ ত্বরণের মান?

(ক) 0.981m/s2

(খ) 9.81 m/s 2

(গ) 98.1m/s2

(ঘ) 981 m/s 2

উত্তরঃ (খ) 9.81 m/s2


৩৫। কোন বস্তুর ওজন?

(ক) mg

(খ) m+g

(গ)m/g

(ঘ) m-g

উত্তরঃ (ক) mg


৩৬। গড়িয়ে চলা কোন বস্তুর ঘর্ষণ বলকে কি বলে?

(ক) চল ঘর্ষণ

(খ) স্থির ঘর্ষণ

(গ) স্থিতি ঘর্ষণ

(ঘ) আবর্ত ঘর্ষণ

উত্তরঃ (ঘ) আবর্ত ঘর্ষণ


৩৭। গতি বৃদ্ধি পেলে ঘর্ষণ এর পরিমান?

(ক) কমে যায়

(খ) বৃদ্ধি পায়

(গ) একই থাকে

(ঘ) সবগুলো

উত্তরঃ (ক) কমে যায়


৩৮। গতি কমে গেলে ঘর্ষণ এর পরিমান?

(ক) কমে যায়

(খ) বৃদ্ধি পায়

(গ) একই থাকে

(ঘ) সবগুলো

উত্তরঃ (খ) বৃদ্ধি পায়


৩৯। ঘর্ষণ সহগ ॥ সমান কি? μ

(ক) FR

(খ) F/R

(গ) F+R

(ঘ) F-R

উত্তরঃ (খ) F/R


৪০। স্থির ঘর্ষণ বলের মান সর্বদা আনুভূমিকভাবে প্রয়োগকৃত বলে?

(ক) সমান

(খ) অর্ধেক

(গ) দ্বিগুণ

(ঘ) তিনগুণ

উত্তরঃ (ক) সমান


৪১। কোয়ার্টার বৃত্তে ভূমি থেকে ভরকেন্দ্র দূরত্ব?

(ক) 0.424 r

(খ) 0.576 r

(গ) 0.330 r

(ঘ) 0.674 r

উত্তরঃ (ক) 0.424 r


৪২। সাপোর্ট এর ডানপাশে লোড উপরের দিকে হলে শেয়ার ফোর্স কি হবে?

(ক) পজেটিভ

(খ) নেগেটিভ

(গ) নিউট্রাল

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) নেগেটিভ


৪৩। সাপোর্ট এর ডানপাশে লোড নিচের দিকে হলে শেয়ার ফোর্স কি হবে?

(ক) পজেটিভ

(খ) নেগেটিভ

(গ) নিউট্রাল

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) পজেটিভ


৪৪। নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে বিম নিচের দিকে বাঁকতে চাইলে বেন্ডিং মোমেন্ট কেমন হবে?

(ক) পজেটিভ

(খ) নেগেটিভ

(গ) নিউট্রাল

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) পজেটিভ


৪৫। নির্দিষ্ট বিন্দু সাপেক্ষে বিম উপরের দিকে বাঁকতে চাইলে বেন্ডিং মোমেন্ট কেমন হবে?

(ক) পজেটিভ

(খ) নেগেটিভ

(গ) নিউট্রাল

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) নেগেটিভ


৪৬। কাজ একটি?

(ক) স্কেলার রাশি

(খ) ভেক্টর রাশি

(গ) সবগুলি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) স্কেলার রাশি


৪৭। ত্বরণ একটি?

(ক) স্কেলার রাশি

(খ) ভেক্টর রাশি

(গ) সবগুলি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) ভেক্টর রাশি


৪৮। বেগ একটি?

(ক) স্কেলার রাশি

(খ) ভেক্টর রাশি

(গ) সবগুলি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) ভেক্টর রাশি


৪৯। শক্তি একটি?

(ক) স্কেলার রাশি

(খ) ভেক্টর রাশি

(গ) সবগুলি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) স্কেলার রাশি


৫০। কোন রাশির মান দিক উভয়ই থাকে?

(ক) স্কেলার রাশি

(খ) ভেক্টর রাশি

(গ) সবগুলি

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) ভেক্টর রাশি


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url