জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। D10 বলতে কি বুঝায় ?

(ক) মৃত্তিকা কণা সূক্ষ্ম

(খ) মৃত্তিকা কণা স্থূল

(গ) মৃত্তিকা কণার কার্যকরী আকার 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) মৃত্তিকা কণার কার্যকরী আকার


২। কাদামাটির কণার আকার কোনটি?

(ক) 0.2mm - 0.5mm

(খ) 0.02mm - 0.05mm

(গ) 0.002 mm - 0.005 mm 

(ঘ) 0.0002mm - 0.0005mm

উত্তরঃ (গ) 0.002mm - 0.005mm


৩। বেলে মাটির কণার আকার কোনটি ?

(ক) 0.05mm - 2mm

(খ) 0.08mm -1mm

(গ) 0.2 mm - 2 mm

(ঘ) 0.0002 mm -3 mm

উত্তরঃ (ক) 0.05mm - 2mm


8। Co-efficient of Uniformitry এর মান কত ?

(ক) D10/D60

(খ) D13/ D60

(গ) D60/D10 

(ঘ) D30/D10

উত্তরঃ (গ) D60/D10


৫। Co-efficient of Uniformitry এর মান কত?

(ক) D10xD10/D60xD10

(খ) D30xD10/D60xD10

(গ) D30xD30/D60xD10

(ঘ) D60xD10/D30xD30

উত্তরঃ (গ) D30XD30/D60xD10


৬। সম্পূর্ণরূপে সম্পৃক্ত মৃত্তিকার জন্য Sr = ?

(ক) 0

(খ) 1

(গ) 2 

(ঘ) 3

উত্তরঃ (খ) 1


৭। সম্পূর্ণরূপে অসম্পৃক্ত মৃত্তিকার জন্য Sr = ?

(ক) 0

(খ) 1

(গ) 2

(ঘ) 3

উত্তরঃ (ক) 0


৮। ভয়েড রেশিও e= ?

(ক) Vv/Vs

(খ) Vv/V

(গ) V/Vs

(T) Vw/Vs

উত্তরঃ (ক) Vv/Vs


৯। পরসিটি n= ?

(ক) Vv/Vs 

(খ) Vv/V

(গ) V/Vs

(ঘ) Vw/Vs

উত্তরঃ (খ) Vv/V


১০। ID (ঘনত্ব সূচক Density) এর সর্বোচ্চ মান কত?

(ক) 0

(খ) 1 

(গ) 2

(ঘ) 3

উত্তরঃ (খ) 1


১১। মাটি প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ লোড নিরাপদে নিতে পারে?

(ক) ভার বহন ক্ষমতা

(খ) সর্বোচ্চ ভার বহন ক্ষমতা 

(গ) নিরাপদ ভার বহন ক্ষমতা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) ভার বহন ক্ষমতা


১২। মাটি প্রতি একক ক্ষেত্রফলে সর্বোচ্চ যে পরিমাণ লোড নিরাপদে নিতে পারে?

(ক) ভার বহন ক্ষমতা

(খ) সর্বোচ্চ ভার বহন ক্ষমতা

(গ) নিরাপদ ভার বহন ক্ষমতা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) সর্বোচ্চ ভার বহন ক্ষমতা


১৩। মাটি প্রতি একক ক্ষেত্রফলে নিরাপদে যে পরিমাণ লোড নিরাপদে নিতে পারে?

(ক) ভার বহন ক্ষমতা

(খ) সর্বোচ্চ ভার বহন ক্ষমতা

(গ) নিরাপদ ভার বহন ক্ষমতা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) নিরাপদ ভার বহন ক্ষমতা


১৪। বাংলাদেশের মাটির গড় ভারবহন ক্ষমতা?

(ক) 6.7-8.5ton/m2 

(খ) 8.7-9.5 ton/m2

(গ) 9.7-10.8 ton/m2

(ঘ) 10.7-12.5ton/m2

উত্তরঃ (গ) 9.7-10.8 ton/m2


১৫। নুড়ি পাথরের ভার বহন ক্ষমতা কত?

(ক) 10 ton/m2

(খ) 15 ton/m2

(গ) 25 ton/m2

(ঘ) 45 ton/m2

উত্তরঃ (ঘ) 45ton/m2


১৬। বেলে মাটির ভার বহন ক্ষমতা কত?

(ক) 10 ton/m2

(খ) 15 ton/m2

(গ) 25 ton/m2

(ঘ) 45 ton/m2

উত্তরঃ (ঘ) 45 ton/m2


১৭। চিকন মাটির ভার বহন ক্ষমতা কত?

(ক) 10 ton/m2

(খ) 15 ton/m2

(গ) 25 ton/m2

(ঘ) 45 ton/m2

উত্তরঃ (ক) 10 ton/m2


১৮। চিকন মাটির ভার বহন ক্ষমতা কত?

(ক) 10 ton/m2

(খ) 15 ton/m2

(গ) 25 ton/m2

(ঘ) 45 ton/m2

উত্তরঃ (ক) 10 ton/m2


১৯। শক্ত কাদামাটির ভার বহন ক্ষমতা কত?

(ক) 10 ton/m2

(খ) 15 ton/m2

(গ) 25 ton/m2

(ঘ) 45 ton/m2

উত্তরঃ (ঘ) 45 ton/m2


২০। ব্ল্যাক কটন সয়েল এর ভার বহন ক্ষমতা কত?

(ক) 10 ton/m2

(খ) 15 ton/m2

(গ) 25 ton/m2

(ঘ) 45 ton/m2

উত্তরঃ (খ) 15 ton/m2


২১। মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি কয়টি?

(ক) ১ টি

(খ) ২টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (গ) ৩ টি


২২। কোন Soil এর permeability সবচেয়ে বেশী?

(ক) বেলে মাটি

(খ) কাদামাটি

(গ) পলিমাটি

(ঘ) ব্ল্যাক কটন সয়েল

উত্তরঃ (ক) বেলে মাটি


২৩। আর্দ্রতা নিরূপনের জন্য মাটি কত ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় শুকাতে হয়?

(ক) ৪০ সেলসিয়াস

(খ) ৫০ সেলসিয়াস 

(গ) ৬০ সেলসিয়াস

(ঘ) ৭০ সেলসিয়াস

উত্তরঃ (গ) ৬০ সেলসিয়াস


২8। Cohesive soil এর Specific gravity ?

(ক) 1.7

(খ) 2.7 

(গ) 3.7

(ঘ) 4.7

উত্তরঃ (খ) 2.7


২৫। টাফসেন পরীক্ষায় কত মি.মি ব্যাসের মৃত্তিকা তৈরি করা হয়?

(ক) 1mm

(খ) 2 mm

(গ) 3mm

(ঘ) 4mm

উত্তরঃ (গ) 3mm


২৬। স্বাভাবিক মৃত্তিকা মূলত কয়টি সামগ্রী নিয়ে গঠিত?

(ক) ১ টি

(খ) ২টি 

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (গ) ৩ টি


২৭। Silt এর maximum grain সাইজ কত?

(ক) 0.03mm

(খ) 0.04mm

(গ) 0.05mm

(ঘ) 0.06mm

উত্তরঃ (ঘ) 0.05mm


২৮। গ্রুপ ইনডেক্সের মান ঋণাত্মক হলে কি লিখতে হয়?

(ক) 0

(খ) -1

(গ) 1

(ঘ) -2

উত্তরঃ (ক) 0


২৯। প্রকটের প্রতি স্তরের মৃত্তিকা দৃঢ়করনের কতবার হাতুড়ি

ফেলতে হবে?

(ক) ২০ বার

(খ) ২৫ বার

(গ) ৩০ বার

(ঘ) ৩৫ বার

উত্তরঃ (গ) ৩০ বার


৩০। আদর্শ প্রকটর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়করনের কালে হাতুড়িকে কত উচু থেকে ফেলতে হয়?

(ক) 250 মিলিমিটার 

(খ) 305 মিলিমিটার

(গ) 325 মিলিমিটার

(ঘ) 350 মিলিমিটার

উত্তরঃ (খ) 305 মিলিমিটার


৩১। আদর্শ প্রকটর পরীক্ষায় হাতুড়ির ওজন কত?

(ক) 2.5 কেজি

(খ) 3.5 কেজি

(গ) 25 কেজি

(ঘ) 65 কেজি

উত্তরঃ (ক) 2.5 কেজি


৩২। Standard penetration test (SPT) এর tube কত ইঞ্চি লম্বা হয়?

(ক) ৬"

(খ) ১২"

(গ) ১৫"

(ঘ) ৩০"

উত্তরঃ (খ) ১২"


33। Permeability কোন টেস্ট থেকে বের করা হয়?

(ক) কম্প্যাকশন

(খ) কনসলিডেশন

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) কনসলিডেশন


৩৪। Structure এর settlement নিরূপনের জন্য মাটির কোন ধর্ম সবচেয়ে বেশী ?

(ক) কম্প্যাকশন

(খ) কনসলিডেশন

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) কনসলিডেশন


৩৫। কোন ধরনের মৃত্তিকার জন্য স্পর্শকাতরতা পরীক্ষা করা হয়?

(ক) সূক্ষ্ম দানার মৃত্তিকা 

(খ) মোটা দানার মৃত্তিকা

(গ) মধ্যম দানার মৃত্তিকা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সূক্ষ্ম দানার মৃত্তিকা


৩৬। কোন মৃত্তিকার তারল্য সীমা ২০% হলে কোনশ্রেণীর মৃত্তিকা?

(ক) কাদা

(খ) বেলে

(গ) পলি

(ঘ) দোআঁশ

উত্তরঃ (খ) বেলে


৩৭। বেলে মাটিতে কখনো কি সৃষ্টি হয় না?

(ক) নম্যতা

(খ) ভেদ্যতা

(গ) কঠিন্যতা

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) নম্যতা


৩৮। ভেরিয়েবল হেড ভেদ্যতা পরীক্ষা কোন ধরনের মৃত্তিকার জন্য উপযোগী?

(ক) কাদা

(খ) বেলে

(গ) পলি

(ঘ) দোআঁশ

উত্তরঃ (ক) কাদা


৩৯। চালুনী বিশ্লেষন কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৪০। কণার আকার বড় হলে স্টোকের সূত্রে তলানী বেগ হবে?

(ক) কম

(খ) বেশি

(গ) সমান 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) কম


৪১। প্লেট লোড টেস্টে ব্যবহৃত বিয়ারিং প্লেটের আকার ?

(ক) 15x15cm2 

(খ) 20x20cm2

(গ) 25x25cm2

(ঘ) 30x30cm2

উত্তরঃ (গ) 25x25 cm2


৪২। সাধারন প্লেট লোড টেস্টে সেটিং লোড হিসেবে প্রানম্ভে কি পরিমান লোড দ্ৰেয়া হয়?

(ক) 0.5 টন

(খ) 0.6 টন 

(গ) 0.7 টন

(ঘ) 0.8 টন

উত্তরঃ (গ) 0.7 টন


৪৩। আদর্শ পেনিট্রেশন পরীক্ষায় সাধারণত কতটুকু গভীরতা পরপর নমুনা মৃত্তিকা সংগ্রহ করা হয়?

(ক) ২০ সে.মি.

(খ) ৩০ সে.মি.

(গ) ৫০ সে.মি.

(ঘ) ১০০ সে.মি.

উত্তরঃ (ঘ) ১০০ সে.মি.


৪৪। সচরাচর প্লেট লোড কত টনের অধিক ভার প্রয়োগ করা হয় না?

(ক) ২৫ টন

(খ) ৩০ টন

(গ) ৩৫ টন

(ঘ) ৪০ টন

উত্তরঃ (ক) ২৫ টন


৪৫। কংক্রিটের বাঁধরে জন্য কমপক্ষে কত মিটার পরপর বোর হোল করতে হয়?

(ক) ২০-৩০ মিটার 

(খ) ৩০-৪০ মিটার

(গ) ৪০-৫০ মিটার

(ঘ) ৫০-৬০ মিটার

উত্তরঃ (গ) ৪০-৫০ মিটার


৪৬। ১৫০ mm এর জন্য n এর মান কত এরঅধিক গ্রহনযোগ্য নয়?

(ক) ৫

(খ) ১০

(গ) ১৫

(ঘ) ২০

উত্তরঃ (ক) ৫


৪৭। ভূ-স্তর উদ্ঘাটনের ধাপ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৪৮। SPT এর থেকে Soil এর কোন property বের করা হয়?

(ক) Shear strength 

(খ) Shear stress

(খ) Ultimate Shear

(ঘ) Ultimate stress

উত্তরঃ (ক) Shear strength


৪৯। অতিরিক্ত স্পর্শকাতর মৃত্তিকার স্পর্শকাতরতার মান?

(ক) ৪-৮

(খ) ৪-১৬

(গ) ৮-১৬

(ঘ) ১৬-৩২

উত্তরঃ (খ) ৪-১৬


৫০। Cohesive soil কোনটি? 

(ক) Clay

(খ) Silt

(গ) Sand

(ঘ) Gravel

উত্তরঃ (ক) Clay


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url