Civil Engineering Viva & MCQ Tips

1. রডের গায়ে 500W বলতে কি বুঝ? এর মান psi তে কত? = 500 দ্বারা বুঝা যায় রডের সর্বোচ্চ Strength 500MPa এবং W দ্বারা বুঝা যায় রডটি Welded করা যাবে। এর মান psi তে 72500 psi
2. রড়ের গায়ে TMT লেখা থাকে এর মানে কি? = Thermal Mechanical Treatment.
3. ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ বিচ্যুতি কোথায় হয়? = মুক্ত প্রান্তে।
4. সাম্যাবস্থার শর্ত কয়টি? = ৩টি।
5. বীমের সর্বনিম্ন প্রস্থ কত ধরা হয়? = ১০ ইঞ্চি।
6. নিরপেক্ষ অক্ষে(Neutral Axis) শিয়ার পীড়নের(Shear Stress) মান কত? = সর্বোচ্চ।
7. R.C.Cকলামে সর্বনিম্ন রিইনফোর্সমেন্ট এর আকার কত? = ১৬ মিমি।
8. R.C.C-তে ব্যবহৃত প্রচলিত রডের সর্বোচ্চ পীড়ন কত? = 5000-6000kg/cm²
9. গাঁথুনীতে মসলার জয়েন্ট পর্যাপ্ত শক্তি সম্পন্ন হওয়ার জন্য ন্যূনতম কত দিন কিউরিং করা প্রয়ােজন?  =১০দিন।
10. কর্ণার রিইনফোর্সমেন্ট কত দূরত্বে ব্যবহৃত হয়? = L/5 দূরত্বে।
11.যখন বীম ও স্ল্যাব একত্রে ঢালাই করা হয় তখন কি বলে? =T-beam
12.R.C.C ফুটিং এর নিচে কভারিং রাখা হয়? = 7.5 সেমি.
13.বীম কত প্রকার? =5 প্রকার।
14. পানি এবং পারদের আপেক্ষিক গুরুত্ব কত? = পানি এবং পারদের আপেক্ষিক গুরুত্ব 1 এবং 13.6
15.চাপের তীব্রতা কিসের উপর নির্ভরশীল? = তরলের ওজন এবং গভীরতার উপর।
16. পিজোমিটারের সাহায্যে কী ধরনের চাপ মাপা যায়? = তরলের মধ্যম চাপ মাপা যায়।
17.সরল ম্যানােমিটারের সাহায্যে কী ধরনের চাপ মাপা যায়?  =প্রবাহীর উচ্চ চাপ পানির উচ্চতায় পরিমাপ করা হয়।
18. পিজোমিটার দিয়ে নেগেটিভ প্রেসার মাপা যায় না কেন?  =কারন, নেগেটিভ প্রেসার মাপার সময় টিউবের মধ্যে বাতাস প্রবেশ করে ফলে প্রেসার নির্ণয়ে অসুবিধা হয়।
19. রিনােন্ড নাম্বার RN-2000-2400 হলে তা কী ধরনের প্রবাহ হবে? = ল্যামিনার প্রবাহ হবে।
20.বার্নোলির সূত্রের তিনটি বাস্তব প্রয়ােগের নাম বলুন। = ভেনচুরি মিটার, অরিফিস মিটার, পিটট টিউব।
21.ভেনচুরি মিটারের সহগ সাধারণত কত থাকে? = সাধারণত 0.96 হতে 0.98 এর মধ্যে থাকে।
22.জেটের কোন স্থানে ভেনাকন্ট্রাক্টা সৃষ্টি হয়? =অরিফিসের ব্যাসার্ধের সমান অর্থাৎ d/2 দূরত্বে।
23. মাউথপিস কত প্রকার? =ইহা তিন প্রকার।
24. নচের এপেক্স কাকে বলে? = ভি-নচের প্রান্তকে এপেক্স বলে।
25. নচ এবং উইয়ার এর মধ্যে মূল পার্থক্য কি? = নচ আকারে ছােট এবং উইয়ার আকারে বড় হয়।
26. উইয়ারের ক্রেস্ট এবং ভেইন কাকে বলে? =উইয়ারের উপরিভাগে যার উপর দিয়ে জলরাশি প্রবাহিত হয়, তাকে ক্রেস্ট এবং প্রবাহিত তরলের ধারাকে ভেইন বলে।
27. ফ্লোট(Float) কি? = পানিতে ভাসমান বা অর্ধ ভাসমান বস্তুকে ফ্লোট বলে।
28. ফ্লোট(Float) কি কাজে ব্যবহৃত হয়? = পানিতে গতি মাপার জন্য ব্যবহৃত হয়।
29. কারেন্ট মিটার কি কাজে ব্যবহৃত হয়? = স্বয়ংক্রিয়ভাবে প্রবাহের গতিবেগ পরিমাপ করা হয়।
30. অগ্নি নির্বাপণের জন্য সরবরাহ লাইনে পানির চাপ কত থাকা প্রয়ােজন? = 1.4 কেজি/বর্গ সেমি।
31, পানি সরবরাহ প্রকল্প পরিকল্পনার সময় ডিজাইন পিরিয়ড কত বছর ধরা হয়? =25-40 বছর।
32. ঘর-গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য মাথাপিছু দৈনিক সর্বমােট কী পরিমাণ পানি বরাদ্দ রাখা হয়? = 135 লিটার ।
33. শিল্পে ব্যবহারের জন্য মাথাপিছু দৈনিক সর্বমােট কী পরিমাণ পানি বরাদ্দ রাখা হয়? = 50 লিটার।
34. জনসাধারণের ব্যবহারের জন্য মাথাপিছু দৈনিক সর্বমােট কী পরিমাণ পানি বরাদ্দ রাখা হয়? =10 লিটার।
35. ব্যবসা-বাণিজ্যে ব্যবহারের জন্য মাথাপিছু দৈনিক সর্বমােট কী পরিমাণ পানি বরাদ্দ রাখা হয়? = 20 লিটার।
36. ক্ষয়ক্ষতি অপচয়ের জন্য মাথাপিছু দৈনিক সর্বমােট কী পরিমাণ পানি বরাদ্দ রাখা হয়? =55 লিটার।
37. ভবিষ্যৎ জনসংখ্যা নিরুপণের পদ্ধতি কয়টি? = 7 টি।
38. কংক্রিট পাইপের স্থায়িত্বকাল কত বছর পর্যন্ত ধরা হয়? = 75 বছর।
39. পানি খরতার কারণ কী? = পানিতে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের বাই কার্বনেট, সালফেট, ক্লোরাইড এবং নাইট্রেট উপস্থিত থাকলে পানি খর হয়।
40.পানির খরতা কত প্রকার ও কী কী? = দুই প্রকার। যথাঃ- স্থায়ী খরতা, অস্থায়ী খরতা।
41. পানযােগ্য পানির pH এর মান কত? = 6.5-8.5 পর্যন্ত।
42. বিদ্ধ পানির pH এর মান কত? = 7
43. বাংলাদেশে পানীয় পানির আর্সেনিকের গ্রহনযােগ্য মাত্রা কত? = 0.05 পিপিএম।
44. পানিতে উপস্থিত কলায়েড র আকার সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? = 10-4 থেকে 10-7  সেমি.।
45. পানির আবিলত্ব নির্ণয়ের যর নাম বলুন। =জ্যাকসন টাৰিডিটিমিটার, বেলিস টাৰিডিটিমিটার, টাৰিডিটি বড়।
46. বাংলাদেশের পানিতে সীসার অনুমােদনযােগ্য মান কত? =সর্বোচ্চ 0.1 পিপিএম।
47. ব্যবহারযােগ্য পানির তাপমাত্রা কত হওয়া উচিত? = 4.5°C- 10°C হওয়া বাঞ্চনীয়। তবে 25°C এর বেশি হওয়া উচিত নয়। 35°C এর বেশি হলে পানি ব্যবহরের অযােগ্য হয়ে যায়।
48. পানি সম্পূর্ণ ঘােলা হয় কখন? =আবিলত্ব 100 পিপিএম হলে।
49. পানির খরতা কত হওয়া উচিত? =200-500 mg/L
50. ব্লিচিং পাউডারে শতকরা কত ভাগ ক্লোরিন থাকে? =25-35 ভাগ।
51. E.D.T.A.এর পূর্ণনাম কী? = Ethylene Di-Amine Tetra Acidic Acid
52. জিওলাইট কী? = ইহা দানাবিশিষ্ট অ অ্যালুমিনিয়াম সিলিকেট। এর সংকেত Na{Al(siO3).nH2O}।
53. ক্যালগন কোথায় ব্যবহৃত হয়। = পানির স্থায়ী খরতা দূরীকরণে।
54. সেপটিক ট্যাংকে সিউয়েজের অবরােধকাল কত ধরা হয়? = 12 ঘন্টা থেকে 3 দিন। 24 ঘন্টাই সন্তোষজনক।
55. সেপটিক ট্যাংকের এহের সর্বনিম্ন পরিমাপ কত? = 0.6 মিটার।
56. সেপটিক ট্যাংকে দৈর্ঘ্যকে প্রহু অপেক্ষা কতগুণ বেশি ধরে ডিজাইন করা হয়? =3 গুণ।
57. সােকপিটের অবস্থান সেপটিক ট্যাংক থেকে কত দূরে হওয়া উচিত? = কমপক্ষে 2.5 মিটার।
58. রিইনফোর্সড কংক্রিট সিউয়ারের ব্যাস কত? = 60 সেমি, অপেক্ষা বেশি।
59. সাধারণ কংক্রিট সিউয়ারের সর্বাধিক ব্যাস কত? = 60 সেমি.।
60. সােজা পাইপলাইনে কত মিটার দূরত্ব পর পর ম্যানহােল স্থাপন করতে হয়? = 60-90 মিটার।
61. সাধারণত সিউয়ার পাইপের কত অংশ পূর্ণ করে সিউয়েজ প্রবাহিত হয়? =2/3 অংশ।
62. বােনিং রড কি? = একটি খাড়া লম্বা রডের মাথায় আড়াআড়িভাবে অন্য একটি কাঠর টুকরাকে সংযুক্ত করে T আকৃতির বােনিং রড তৈরি করা হয়। এর দৈর্ঘ্যকে ইচ্ছেমত বাড়ানাে কমানাে যায়।
63. বােনিং রড কি কাজে ব্যবহৃত হয়? = বােনিং রডের সাহায্যে খাদের ঢাল এবং গভীরতা নির্ণয় কস্থা হয়।

** বাংলাদেশে উৎপাদিত ১০টি বিভিন্ন ব্রান্ডের সিমেন্টের নাম বলুন।
ক. শাহ সিমেন্ট
খ. সেভেন রিংস সিমেন্ট
গ. প্রিমিয়ার সিমেন্ট
ঘ. টাইগার সিমেন্ট
উ. ক্রাউন সিমেন্ট
চ. ইনসি সিমেন্ট
চ. হােলসিম সিমেন্ট
ছ. বসুন্ধরা সিমেন্ট
জ. আনােয়ার সিমেন্ট
ঝ. আকিজ সিমেন্ট

** বিভিন্ন ইঞ্জিনিয়ারিং Materials এর test গুলাের নাম লিখ। [এই test গুলাের কোনটি কোন পদার্থের জন্য করা হয় এই রকম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ]

i. Aggregate Test :
a. Crushing Test [ACV =Aggregate Crushing Value]( ক্রাশিং টেস্ট) পাথর ব্লকের চাপশক্তি জানার জন্য।
b. Abrasion Test(এব্রাসন টেস্ট) কাঠিন্যতা মান জানার জন্য।
c. Impact Test [AIV = Aggregate Impact Value](ইম্প্যাক্ট টেস্ট) ঘাতসহতা মান জানার জন্য।
d. Soundness Test(সাউন্ডনেস টেস্ট) স্থায়ী চাপমান জানার জন্য।
e. Specific Gravity(আপেক্ষিক গুরুত্ব পরীক্ষা)
f. Water Absorption Test(পানি শােষন পরীক্ষা)
g. Attrition Test(এট্রিসন পরীক্ষা) কাঠিন্যতা মান জানার জন্য।
h. Los Angele's Abrasion Test(লস এঞ্জেলের এব্রাসন পরীক্ষা) কাঠিন্যতা ও ঘাতসহতা মান জানার জন্য।
i. আকৃতি পরীক্ষা
ক. চ্যাপ্টাত্ব সূচক(Flakiness index)
খ. দৈর্ঘ্য সূচক(Elongation Test)
গ. কোন সূচক(Angularity Test)

ii. Cement Test:
a. Fineness Test     
b. Soundness Test   
c. Consistency Test
d. Initial and Final Setting Time Test
e. Tensile and Compressive Strength Test
f. Test for chemical composition

iii. Bitumen Test:
a. Penetration Test
b. Ductility Test
c. Softening Point Test
d. Specific Gravity Test
c. Furol Viscosity Test
f. Kinematic Viscosity Test
g. Flash and Fire Point Test
h. Float Test.
i. Water Content Test
J. Spot Test

iv. Reinforcement Test :
Tensile Test, Twist Test, Compression Test, Hardness Test, Bending Test

**স্টারের ব্যবহার উপযােগিতা জানার জন্য কি কি পরীক্ষা করা হয় ? 
a. Specific Gravity Test
b. Equi-Viscous Temperature Text
c. Viscosity Test
d. Softening Point Test
e. Water Content Test
f. Test for amount of phenol by volume
g. Test for Naphthalenia percent by Weight
h. Float test
i. Test for insoluble matter in percent by Weight

**মাটির মাঠ পরীক্ষা:
a. Shaking Testor, Dilatacy Test
b. Dispersion Test
c. Toughness Test
d. Dry Strength Test

**মাটি খনন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম লিখ। 
a. Drag Line
b. Scraper
c. Power Shavel
d. Rooter
e. Clamshell
 f. Hoe

**মাটি দৃঢ়করন কাজে ব্যবহৃত যন্ত্রপাতির নাম লিখ। 
a. Smoothed Wheel Roller
b. Sheep foot Roller
c. Gred Roller
d. Vibratory Roller
e. Rubber Tire or Pneumatic Rollers
f. Temping Equipment

68. কাচের মূল উপাদান কি?
Ans. কাচের মূল উপাদান হল সিলিকা(SiO2) বা বালি।
69. স্ক্যান্টলিং কী?
Ans. কাঠের নানা আকৃতির টুকরাংশকে স্ক্যান্টলিং বলা হয়।
70. প্যানেল ও লুভার্ড দরজার উভয় পার্শ্ব রং করতে এক পার্শ্বের ক্ষেত্রফলের কত গুণ ধরা হয়?
Ans. প্যানেল দরজার ক্ষেত্রে 2.25 গুণ, লুভার্ড দরজার ক্ষেত্রে 3 গুণ।
71.স্কটিয়া ব্লক কেন এবং কোথায় ব্যবহার করা হয়?
Ans. নােজিংকে শক্তিশালী করার জন্য এবং ট্রেডের প্রান্তের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এর নিচে মােল্ডিং ব্লক ধাতব পাত বা কাঠের ব্লক ব্যবহার করা হয়।
72.এগ্রিগেটের গ্রেডিং বলতে কি বুঝ?
Ans. এগ্রিগেটের কণাগুলাে আকার অনুযায়ী পৃথকীকরণই হল এগ্রিগেটের গ্রেডিংকরণ। যদি কণাগুলাের আকার একই রকম হয়, তাহলে এগিগ্রেটের মধ্যে ফাকা বেশি থাকে। অপরদিকে এগ্রিগ্রেটর কণাগুলাের আকার যদি বিভিন্ন রকম হয়, তাহলে এগ্রিগেটের মধ্যে ফাঁকা কম থাকে।
73.স্লাম্প টেস্টে ব্যবহৃত রডের ব্যাস কত? =5/8 ইঞ্চি বা  16 মিমি.
74.পয়েন্টিং এর কাজে রেকি এর গভীরতা কত? = 1cm-2cm
75.বর্তমানে ইলেকট্রিক খুঁটি ও রেলওয়ে স্লিপার নির্মাণে কোন কংক্রিট ব্যবহৃত হয়? = প্রিস্ট্রেসড কনক্রিট।
76.গ্রুপ ইনডেক্স এর মান যত বেশি হবে সেই মাটি সাবগ্রেডের জন্য তত অনুপযুক্ত হবে।
77.ঢালে পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? = ক্লিনােমিটার।
78.শক্ত মৃত্তিকার জন্য N এর মান কত? = 31-40
79.স্থায়ী খরতা দূরীভূত করার জন্য প্রয়ােজন কি? = Zeolite process
80.হকসহ Tension Zone Laping ধরা হয় = 60D।
81.প্রতি ক্রাংকের জন্য অতিরিক্ত দৈর্ঘ্য = 0.5D।
82.ব্যবহার অনুসারে ট্রাপ কত প্রকার? = ৩ প্রকার।
83.Water closet কয় ধরনের? =২ ধরনের।
84.প্রবল স্রোতের ক্ষয় থেকে মেঝে ও ভিত সংরক্ষনের জন্য পানি পথের অনুপ্রন্থে নির্মিত Wall কি বলে? = Curtain wall ।
85.রিটার্ন টাইপ Wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে? = ৯০°।
86.Splayed type wing wall অ্যাবাটমেন্টের সাথে কত ডিগ্রি কোণে থাকে? = ৪৫°।
87.রিটেইনিং ওয়ালকে কয় ভাগে ভাগ করা যায়? = ৩।
88.ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের উচ্চতা কত মিটার পর্যন্ত হয়? = ৬ মিটার।
89.মাটির অ্যাংগেল অব রিপােজ এর মান কত? = 33-42°।
90.D.P.C এর সাধারন অনুপাত = ১ঃ১.৫ঃ৩।
91.D. P.C তে সিমেন্ট ওজনের শতকরা কত পাডলাে ব্যবহার করা হয়? = ৫%।
92.লিন্টেল, প্লাব এ কংক্রিটের পরিমানের শতকরা কত হারে রড ধরা হয়? = ০.৭% থেকে ১%।
93.বীমে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সমেন্ট ধরা হয়? =১% থেকে ২%।
94.কলামে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রড ধরা হয়? =১% থেকে ৮%।
95.ভিত্তিতে ব্যবহৃত কংক্রিটের শতকরা কত রিইনফোর্সসেন্ট ধরা হয়? = 0.5 থেকে 0.8% ।
96.প্রতি হুকের দৈর্ঘ্য হয় =10 D।
97.ল্যাপ এর জন্য দৈর্ঘ্য (Compression) = 24D।
98.হুক সহ ল্যাপ Compression এর জন্য রডের দৈর্ঘ্য হয় = 44D।
99.ব্যবহৃত রিইনফোর্সমেন্টের দৈর্ঘ্য কত মিটারের অধিক হলে ল্যাপ ধরতে হয়? = ৬ মিটার।
100. প্রতি কুইন্টাল রিইনফোর্সমেন্টের জন্য নরম বাঁধন তার (Binfing wire) কত কেজি ধরা হয়?=১ কেজি।
101. R.C.C Beam Tension Zone Laping ধরা হয় (ছক বাদে) = 40D।
102. বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য রিটেইনিং ওয়ালের যে ফোকর রাখা হয় তা = Weep hole।
103. ক্যান্টিলিভার রিটেইনিং ওয়ালের বেইজ এর পুরুত্ব দেওয়া উচ্চতার কত অংশ? =১/১৫ থেকে ১/১০।
104. টো স্লাবের বর্ধিতাংশ বেইজ প্লাবের প্রস্থের =১/৪ থেকে ১/৩।
105. Pavement এর অংশ কয়টি? = 3 টি (Rigid) and 4টি (Flexible) ।
106. ট্রাস এ রিভেট এবং নাট বােল্ট এর জন্য মােট লােহার কাজের কত ভাগ ধরা হয়? = ৫%।
107. গাসেট প্লেটের ওজন ট্রাসের ওজনের শতকরা কত ভাগ শরা হয়? =১৮%।
108. অগভীর নলকূপের গভীরতা কত মিটার পর্যন্ত রাখা হয়? = ৬০ মিটার।
109. ভিত্তিতে সি.সি.র অনুপাত হয় =১ঃ৩ঃ৬।
110. R. C. C এর সাধারন অনুপাত = ১ঃ২ঃ৪।
111. ১ঃ২ঃ৪ অনুপাত ১০০ ঘনফুট কংক্রিটের সিমেন্টের প্রয়ােজন =১৮ ব্যাগ।
112. সারা বছর যে পুকুরে পানি থাকে তাকে বলে = Perennial.
113. কোন ধরনের পুকুরে মাছ চাষের জন্য সবচেয়ে উপযােগী? = Rectangular.
114. সড়ক বাঁধের Side Slope সাধারনত দেওয়া হয় =২ঃ১।
115. কোন বাঁধের উপরিভাগ ৬ মি, উচ্চতা ২ মি. এবং ঢাল ১ঃ২ হলে বাঁধের বিস্তার কত? = ১৪ মিটার।
116. কোন কালভার্টের ডেকল্লাবের চালাই এর পরিমাণ ১২৫০ ঘনফুট। সিমেন্টের পরিমান ১০% হলে কত ব্যাগ সিমেন্ট লাগবে?  =১০০ ব্যাগ।
117. আর.সি.সি মেম্বারের প্লাস্টারের পুরুত্ব সাধারণত = ৬ মিমি।
118. বাইরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত =১৮-২০ মি.মি.।
119. ভিতরের দেয়ালের প্লাস্টারের পুরুত্ব সাধারণত =১২ মি.মি.।
120. ঢেউটিনের প্রমাণ প্রস্থ কত? = ৮০ সে.মি।
121. ঢেউটিনের ঢেউ সংখ্যা কত? =১০ টি।
122. Steel এর Unit weight = ৪৯০ পাউন্ড/ঘনফুট।
123. Sunshde এর নিচে বাইরের দিকে লম্বালম্বি সিমেন্টের দ্বারা একটি ব্যান্ড দেওয়া হয় যাতে বৃষ্টির পান গড়িয়ে ভিতরে না আসতে পারে তাকে বলে = Dip course
124. সেপটিক ট্যাঙ্কের দুই কক্ষের মাঝের ওয়ালকে বলা হয় = বাফেল ওয়াল।
125. ঘরের মেঝে স্যাতসেঁতে না হওয়ার জন্য Plinth Level-এ দেওয়ালের নিচে দেওয়া হয় = D.P.C
126. ৫ মি.মি. পুরু ১ বর্গমিটার কাচের ওজন =১৩.৪৫ কেজি।
127. দেয়ালে প্লাস্টারের অনুপাত হয় =১৪৬।
128. ছাদে প্লাস্টারের অনুপাত হয় =১ঃ৩ অথবা ১ঃ৪।
129. বীম, কলাম ইত্যাদি মেম্বারের উপর প্লাস্টারের অনুপাত কত? = ১ঃ৪।
130. ঘরের দেয়ালের নিচ দিকের অংশটির Neat cement dishing অথবা mosaic করা হয় যাকে বলে-Dado।
131. ছাদের সঙ্গে প্যারাপেটের সংযােগস্থলে Lime concrete দ্বারা যে Round off করা হয় তার নাম- Ghoondi।
132. সেপটিক ট্যাংকের প্রথম কক্ষকে বলা হয় = গ্রিক চেম্বার।
133. ACI Code অনুসারে Column এর Minimum Longitudinal reinforcement কত? =১%।
134. প্রতি ট্রাসে সাধারণত সু প্লেট থাকে = ৪ টি।
135. প্রভাবিত সংস্থার ব্যায় দালান খরচের =২.৫%।
136. Departmental charge দালান খরচের = ১০%-১৫%।
137. ঘরের ছাদে পানিরােধক হিসেবে ব্যবহৃত হয় = D.P.C।
138. প্যানেলড, ফ্রেমডও ব্রেসযুক্ত লেজড ও ব্যাটেন উভয় পৃষ্টের জন্য রং করনে এক পৃষ্ট্রের ক্ষেত্রফলের কত গুণ ধরা হয়? = ২.২৫ গুণ।
139. আংশিক প্যানেল ও আংশিক কাঁচ পাল্লার উভয় পৃষ্টে রংকরনের জন্য এক পৃষ্টে ক্ষেত্রফলের কত গুণ ধরা হয়? = ২ গুণ।
140. ফ্লাশ দরজা পাল্লার উভয় পৃষ্টের রংকরনের জন্য এক পৃষ্টের ক্ষেত্রফলের কতগুণ ধরা হয়? =২ গুণ।
141. ইটের গাঁথুনির কাজে কত বর্গমিটার ফাঁকা স্থান বাদ দেওয়া হয় না? = ০.১ বর্গমিটার।
142. প্লাস্টার কাজে কত বর্গমিটার পর্যন্ত ফাকা জায়গা বাদ দেওয়া হয় না? = ০.৫ বর্গমিটার।
143. দালানে চুনকামের কাজ প্লাস্টারের কাজের  =সমান।
144. R.C.C ঢালাই করা কার্নিশ দেয়ালের গাত্র থেকে কত সেমি, বাইরে থাকে? = ৩০ থেকে ৬০ সে.মি।
145. গণপূর্ত কাজের যাবতীয় লেনদেন কোষাগার, অর্থ ও হিসাব প্রণালি সম্পর্কিত বিধি ও নির্দেশসমূহ যে বইয়ে লেখা থাকে তাকে বলে = হিসাব সংহিতা।
146. সেপটিক ট্যাঙ্কের ইনলেট ও আউটলেট পাইপের ডায়া কত সে.মি? = ১০ সে.মি.।
147. ACI Code অনুসারে Columnএর Maximum Longitudinal reinforcementকত? =৮%।
148. কপিং ব্যবহার করা হয় = প্যারাপেটে।
149. স্যানিটারি ও পানি সরবরাহের সুযােজনা দালানের মােট খরচের = ৮%।
150. বৈদ্যুতিক সংযােজনার (ফ্যান বাদে) দালানের মােট খরচের = ৮%।
151. উপনিমিত্তিক ব্যায় দালান রচের = ৫%।
152. প্লানিং এবং সিডিউল এর সীমাবদ্ধতাকে দূরীকরণে ব্যবহৃত হয়? = CPM নেটওয়ার্ক।
153. পানি সরবরাহ নিয়ন্ত্রনের জন্য ব্যবহৃত হয়? = গেট ভালভ।
154. পানি সরবরাহের প্রধান পাইপকে রাস্তার কত নিচে স্থাপন করতে হয়? =90 cm।
155. হাউজ ড্রেনেজ ব্যবহৃত সয়েল পাইপের ব্যাস = 10 cm।
156. কোনটি ভাল অগ্নিরােধক? = ইট।
17. বর্গাকার দালান অপেক্ষা আয়তাকার দালানের দেয়ালের খরচ বেশী হয় = 15 - 20%।
158. একতলা অপেক্ষা দোতলায় খরচ কম হয় = 25%।
159. পৌরসভার আওতাধীন এলাকার কত মিটারের কম চওড়া রাস্তার পাড়ে কোন ইমারত নির্মাণ অনুমােদিত নয়? =2.5 m।
160. আদর্শ দালানের রান্নাঘরের প্রস্থ কমপক্ষে হওয়া উচিত = 5.5 m।
161. একটি উত্তম রুমের দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত হওয়া উচিত = 1.2 - 1.5।
162. জমাটবদ্ধ মাটির ক্ষেত্রে ডিওয়াটারিং পদ্ধতি হল = সাম্প নির্মান।
163. 4 নং(4.75 mm) চালুনিতে বাধাপ্রাপ্ত সব এগ্রিগেট = কোর্স এগ্রিগেট।
164. স্বল্প সময়ে পানির নিচে কংক্রিট স্থাপনে কোন পদ্ধতি বেশী উপযােগী? = ট্রিমি।
165. মিক্সার মেশিনে ঘূর্ণায়মান ড্রামে সমস্ত উপাদানঢালার পর ঘুরানাে হয় কত সময়? = 2 min।
166. কোনাকৃতি আকারের এগ্রিগেডের মধ্যে ভয়েড থাকে = ৪০%।
167. গােলাকার আকৃতির মধ্যে ভয়েড থাকে = ৩২%।
168. ২৮ দিনে কংক্রিট মিশ্রণের শক্তি ২৫০ kg/cmহলে মিশ্রণকে বলে = M250 
169. ৭ দিনে সাধারন সিমেন্টর চাপে পীড়ন হওয়া উচিত = 220 kg/cm2
170. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল ওয়্যার এর সর্বোচ্চ টান পীড়ন = 160 kg/cm
171. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত স্টিল বারের পীড়ন = 90 kg/cm
172. প্রি-টেনশনিং কাজে ব্যবহৃত ওয়্যারের ব্যাস = 1.5 - ৪ mm।
173. সিমেন্ট মসল্লা দ্বারা গাঁথুনির কাজ প্রতিদিন কত উচ্চতার বেশী করা উচিত নয়? = 1.5 m।
174. কংক্রিটে এগ্রিগেট থাকে মােট আয়তনের = 75%।
175. সাধারণত সর্বোচ্চ কত আকারের এগ্রিগেট ব্যবহৃত হয়? = 25 mm।
176. ইটের খােয়া পানিতে ভিজালে ২৪ ঘন্টা পর এর ওজন সর্বোচ্চ কত ভাগ বৃদ্ধি পেলে তা পরিহার করা উচিত? = 10%।
177. ভাল কংক্রিটের জন্য বালির কত অংশ সিলেট বালি ব্যবহার করা হয়? = 1/3
178. কংক্রিটে ব্যবহৃত পানিতে লবনের সর্বোচ্চ মাত্রা? = 4.5%।
179. কাঠামাের ফোটক (Efllorescence) সৃষ্টির জন্য দায়ী = লবন
180. ঠান্ডা আবহাওয়ায় সিমেন্টর বিক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য অ্যাডমিক্সচার হিসেবে ব্যবহৃত হয়- = CaCl2
181. এগ্রিগেটে দীর্ঘায়িত এবং ফ্লাকি কণাগুলাে শতকরা কত ভাগের বেশী হওয়া উচিত নয়?
= 10 →15।
182. কোন ধরনের এগ্রিগেট উচ্চ শক্তি প্রদান করে? = কোণাকৃতি।
183. বালির আয়তন স্ফীতিতে এর আয়তন বৃদ্ধি পায় = 25 - 40%।
184. R. C. c এর ক্ষেত্রে প্রতি ভরে কোনটির বেশী পুরুত্বে কংক্রিট স্থাপন করা উচিত নয়? = 15 ⇒ 30cm।
185. কংক্রিটে 5% ডয়েডের উপস্থিতিতে কংক্রিটের সামর্থ্য কত পর্যন্ত হ্রাস পেতে পারে? = 30%।
186. হাতে মিশ্রন পদ্ধতিতে সিমেন্ট বেশী লাগে = 10%।
187. 0°C তাপমাত্রায় কিউরিং করা হলে কংক্রিট ২৮ দিনে শাক্ত অর্জন করে = 50% ।
188. কোর্স এগ্রিগেটের আকার = 4.75 - 40mm
189. ফাটলের হাতে হাতে ভিত্তিকে রক্ষা করতে হলে মাটির অভ্যন্তরে ভিত্তিকে প্রবেশ করাতে হবে     = 90cm।
190. কাঠামাের উপর আগত লােড প্রধানত কত প্রকার? = 3।
191. ঢালু ছাদের উন্মুক্ত পার্শ্বে ন্যূনতম বায়ুচাপ ধরা হয় = 50 km/m2
192. মাটির প্রকৃতির উপর নির্ভর করে নিরাপদ সহগের মান ধরা হয় = 2 to 3।
193. মাটির ভার বহন ক্ষমতা নির্ণয় পদ্ধতি---প্রকার = 3।
194. সাধারণ ইমারত নির্মাণে মাটি পরীক্ষা করতে ব্যবহৃত হয় = অ্যাগার বােরিং।
195. মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধির নিমিত্তে মাটির ছিদ্র পথে কত চাপে সিমেন্ট গ্রাউটকে প্রবেশ করানাে হয়? =180 kg/cm2
196. সাধারণত ইমারতের উচ্চতা প্রস্থের কত গুণের চেয়ে কম হলে উইন্ড লােড বিবেচনা করা হয়না? = 2।
197. মাটির কণাকে জমাটবদ্ধ করতে ব্যবহৃত হয় = ক্যালসিয়াম ক্লোরাইড।
198, ভিত্তির খাদ কাটার আগে কাগজের উপর অঙ্কিত প্ল্যান এর স্কেল = 1:50।
199. পাথর বা শক্ত স্তরের অধিকৃত নমুনা সংগ্রহ করার পদ্ধতি  = কোর ড্রিলিং।
200. যে বৃহদাকার গর্তে মানুষ প্রবেশ করে মাটির স্তর পর্যবেক্ষন করতে পারে = ওপেন ট্রায়াল পিট।
201. পাঁচতলা দালানের তৃতীয়তলার কলাম ডিজাইনের জন্য লাইভ লােডের কমতির হার = 20%।
202. অগভীর ভিত্তির জন্য কোন পদ্ধতিতে মাটি তদন্ত করা হয়? = ওপেন টেস্ট।
203. শশারিং কত প্রকার? = 3।
204. দালানের বুনিয়াদ শক্ত করতে হলে যে পদ্ধতিতে শােরিং করা হয় = ফ্লাই শাের।
205. রেকিং শশারে ব্যবহৃত রেকাগুলােকে কত ডিগ্রি কোণে স্থাপন করা হয়? = 30° - 45°।
206. ডেড শােওে ব্যবহৃত ওয়াল প্লেটের চওড়া = 20 - 25cm।
207. স্প্রেড ফুটিং নয়  = র‍্যাফট ফুটিং।
208. প্রি-কাস্ট পাইলের দৈর্ঘ্য কত? = 4.5 - 30m।
209. কোন পাইল রিটেইনিং ওয়াল হিসেবে কাজ করে? = শিট পাইল।
210. যে পাইল পিলার হিসেবে লােড ট্রান্সফার করে = বিয়ারিং পাইল।
211. অগভীর ভিত্তি বা ফুটিংকে কত ভাগে ভাগ করা যায়? = 4।
212. স্থায়ী জলাবদ্ধ এলাকায় কাঠামাের ভিত্তি নির্মাণ করা হয় = টিম্বার গ্রিলেজ পদ্ধতি।
213. ভরাট মাটির যেখানে ভার বহন ক্ষমতা কম সেখানে----প্রদান করা হয়। = র‍্যাফট ভিত্তি।
214. ব্ল্যাক কটন সয়েল যে ভিত্তি প্রদান করা হয় = পায়ার ভিত্তি।
215. ভরাট মাটির ক্ষেত্রে উপযােগী পাইল কোনটি? = শিট পাইল।
216. নির্মাণ এলাকা শুষ্ক রাখার জন্য ব্যবহার করা হয় = কফার ড্যাম।
217. কাঠের পাইলের দৈর্ঘ্য প্রস্থেও কত গুণ ধরা হয়? = 20।
218. কাঠের পাইলের সর্বোচ্চ লােড ধারন ক্ষমতা? = 20 Ton।
219. সাধারণত প্রি-কাস্ট পাইলের ব্যাস = 35 - 65 cm।
220. সমুদ্র উপকূলীয় কাঠামাে নির্মাণে যে পাইল বেশী ব্যবহৃত হয় = ডিস্ক পাইল।
221. সাধারণত রাস্তার কাজে এবং ইঠের মেঝতে ব্যবহৃত হয় = জিগজ্যাগ বন্ড।
222. দেয়ালের সমান্তরালে ইটের স্থাপনাকে বলে = স্ট্রেচার।
223. মসলাসহ সর্বনিম্ন পুরুত্বের ইটের গাঁথুনি- = 12.7cm।
224. দেয়ালের আড়াআড়ি ইটের স্থাপনাকে বলা হয় = হেডার।
225. একটি ইটের পূর্ণ প্রস্থকে কোনাকুনিভাবে কাটলে পাওয়া যায় = মিটারেড ক্লোজার।
226. ভবিষ্যতে গাঁথুনির জন্য অলটারনেট কোর্সের ইটকে বর্ধিত রাখার পদ্ধতিকে বলে- = টুথিং।
227. ইটের গাঁথুনি শেষ হওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত? = 28।
228. টেরাজো ফ্লোরিং এ ব্যবহৃত মার্বেল পাথরের আকার = 3 - 6mm।
229. টেরাজো ফ্লোরিং এ মেঝেতে কত ভাগ জায়গাতে মার্বেল দানা দেখা যাওয়া উচিত? = 80%।
230. মােজাইকে ব্যবহৃত মার্বেলের আকার = 6 mm ।
231. সিড়িতে ট্রেডের প্রস্থ সাধারণত কত রাখা হয়? = 25 cm।
232. সিঁড়িতে রাইজের মাপ কত? = 12 - 19 cm।
233. সিড়িতে প্রতি ফ্লাইটে কতটির বেশী ধাপ থাকা উচিত নয়? = 15।
234, সিঁড়ির ঢাল = 30° - 40°।
235. ক্যাভিটি ওয়ালের অংশ = 3।
236. নিরেট দেয়ালের তুলনায় ফাপা দেয়ালের তাপ নিরােধক ক্ষমতা বেশী- = 25%।
237. ক্যাভিটি ওয়ালে টাই স্থাপনের অনুভূমিক দূরত্ব হল = 90 cm পরপর।
238. সাধারণত ক্যাভিটি ওয়ালের মধ্যে ফাঁকের পরিমাণ = 5 - 8 cm।
239. লিন্টেলের বিয়ারিং হবে = 10 - 15 cm।
240. R.C.C লিন্টেলে ব্যবহৃত কংক্রিট মিশ্রনের অনুপাত কত? = 1:2:4।
241. সিড়িতে হেড রুম ধরা হয় = 2.10 m।
242. বাসস্থানের জন্য সিড়ির প্রস্থ = 90 cm
243. পাবলিক বিল্ডিং এর জন্য সিঁড়ির প্রস্থ = 1.5 - 1.8 m।
244. সিমেন্ট প্লাস্টারের পুরুত্ব = 6.25mm।
245. নির্মাণ কাজ কত উচ্চতার বেশী হলে স্ক্যাফোল্ডিং নির্মাণ করা হয়? = 1.5 m।
246. দেয়াল, কলাম ও বিমের খাড়া পার্শ্ব এর ফর্মওয়ার্ক ভােলা = 1-2 দিন পর।
247. বিমের তলার ঠেকনা খােলা হয় = 7 দিন পর।
248. স্রাবের পার্শ্বের ঠেকনা খােলা হয় = 3 দিন পর।
249. ফর্মওয়ার্ক কত প্রকার? =3।
250. আন্ডার পাইনং এর পদ্ধতি = 2 টি।
251. হাসপাতাল, স্কুল, কলেজ, ব্যাংক ইত্যাদিতে সাধারণত ব্যবহৃত হয়- = গ্রেইজড বা সাস ডাের।
252. যখন স্প্যান 10m এর বেশী হয়, তখন কোন ধরনের ট্রাস ব্যবহার সুবিধাজনক? = স্টিল ট্রাস।
253. স্কুল, কলেজ, আবাসিক গৃহ যেখানে স্প্যান 6m এর অধিক নয় সেখানে ব্যবহৃত হয়- = কিং পােস্ট ট্রাস।
254. ছাদ প্রধানত কত প্রকার? = 3।
255. জানালার ওপেনিং মেঝে থেকে কত উপরে থাকে? = ৪0 - 100 cm।
256. রুমের মেঝের ক্ষেত্রফলের কত অংশ জানালার ফোকরের জন্য রাখা উচিত? = 20%।
257. রুমের আয়তনের প্রতি 30 - 40 m এর জন্য কত বর্গমিটার হিসেবে জানালার ক্ষেত্রফলের জন্য রাখা উচিত? = 1 m2 ।
258. দরজার উচ্চতা = (দরজার প্রস্থ + 1.2 m এবং সাধারণত 2 m) উভয়ই ধরা হয়।
259. দরজার প্রস্থ = 80 - 120 cm।
260. লাইম সুরকি প্লাস্টারে চুন, সুরকি ও বালির অনুপাত = 1:1:1।
261. রং করার উপযােগী কাঠ কত ভাগের কম আর্দ্রতাযুক্ত হওয়া উচিত? = 15%
262. শুক ডিস্টেম্পারের মধ্যে হােয়াইটিং- = 50 - 90%।
263. রং এর মূল উপাদান = ৫ টি।
264. চুনকামের জন্যে ব্যবহৃত চুন যে সময় পর্যন্ত ফুটানাে উচিত = 24 hours
265, ভার্নিশে সচরাচর যে দ্রাবক ব্যবহার করা হয় = স্পিরিট।
266. রং এর ঘনত্ব কমানাের জন্য ব্যবহার করা হয় = তার্পিন।
267. রং এর প্রধান বাহন হিসেবে ব্যবহৃত হয় = তিসির তৈল।
268. এস. আই (S. I.) এককে ওজনের একক কোনটি? =নিউটন
269. ঘূর্ণন প্রবণতার দিক অনুসারে বলের মােমেন্ট কত প্রকার =২।
270. যুগল বা জোড় সৃষ্টিকারী রল দুটির বীজগানিতিক যােগফল = শূন্য।
271. লিভার কত প্রকার = ২।
272. দুইটি বলের লব্ধি বলদ্বয়ের সমষ্টি সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ- = 0°।
273. দুইটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের বর্গের সমষ্টি সমান হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ =90°।
274. যদি দুটি বল P ও Q একই সরলরেখায় কাজ করে কিন্তু পরস্পর বিপরীতমুখী তখন বলদ্বয়ের লব্ধি R হবে - R = P - Q।
275. ল্যামির সূত্র প্রযােজ্য কেবলমাত্র = কোপ্লেনার বল।
276. দুটি বল P ও Q যদি সমকোণে কাজ করে তবে বলদ্বয়ের লব্ধি হবে- R = √(P2+Q2
277. একই তলে যে কোন বিন্দুতে যুগলের মােমন্টের মান = সমান।
278. ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু a ও b এবং উচ্চতা h, ভূমি b থেকে তার ভরকেন্দ্রের অবস্থান হবে- =h/3*(b+2a)/(b+a)
279. অক্ষের সাপেক্ষে অর্ধবৃত্তাকার মােমেন্ট অব ইনারশিয়া- = \(π r^{4}/8\)
280. ফাপা বৃত্তাকার ক্ষেত্রের পােলার মােমেন্ট অব ইনারশিয়া =π(D4-d4)32।
281. একটি আয়তক্ষেত্রের প্রস্থ ও গভীরতা যথাক্রমে b ও d হলে ক্ষেত্রটির ন্যূণতম রেডিয়াস এর জাইরেশন- = d/2√3 
282. a বাহুবিশিষ্ট কোন বর্গক্ষেত্রের সেকশন মডুলাস হবে = a3/6
283. d ব্যাস বিশিষ্ট বৃত্তাকার ক্ষেত্রের সেকশন মডুলাস হলাে = \(π r^{3}/32\)
284. জড়তার ভ্রামক কতক প্রকার? =২।
285. যান্ত্রিক শক্তি কত প্রকার? = ২ দুই।
286. শিয়ার ফোর্স ডায়াগ্রাম যে বিন্দুতে চিহ্ন পরিবর্তন করে তাকে বলে = বিপদজ্জনক বিন্দু।
287. বেন্ডিং মােমেন্ট ডায়াগ্রামের পরিবর্তনশীল বক্ররেখা বিমের উপর নির্দেশ করে। = ত্রিভূজাকার।
288. বেন্ডিং মােমেন্ট ডায়াগ্রামের চিহ্ন পরিবর্তন বিন্দুকে বলা হয় = ইনফ্লেকশন বিন্দু।
289. L দৈর্ঘ্যের একটি সাধারণ বিমের ওপর প্রতি মিটার W কেজি লােড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মােমেন্ট হবে = \(wL^{2}/8\) 
290. ঘূর্ণন দ্বারা কৃতকাজের পরিমানের সমান = 2πRT
291. কাজের ব্যবহারিক একক- = জুল।
292. T বীমের ব্লাবের অংশকে বলা হয় = ওয়েব।
293. T বীমের স্লাবের নিচের অংশকে বলা হয় = ফ্লেঞ্জ।
294. T বীমের চা পীড়ন প্রতিরােধ করে = ফ্লেঞ্জ।
295. T বীমের টান পীড়ন প্রতিরােধ করে = ওয়েব।
296. আর.বি স্রাবে ব্যবহৃত ইট নিজস্ব ওজনের = 50%।
297. আর.বি স্রাবের R. C. C এর তুলনায় খরচ কম = 40%।
298. বাসগৃহের জন্য ন্যূনতম সচল ভার =200 kg/m2।
299. ফ্লাট স্ল্যাবের ড্রপ প্যানেলের দৈর্ঘ্য = 0.33 L।
300. ক্যান্টিলিভার বিমের পুরুত্ব = L/12।

Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous May 3, 2023 at 3:13 PM

    civil ar prosno bangla exam system chai

    • Anonymous
      Anonymous May 16, 2023 at 4:32 PM

      নমুনা প্রশ্নের উত্তর চাই

Add Comment
comment url