এস্টিমেটিং এন্ড কস্টিং বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। এক ঘনমিটার গাঁথুনীর কাজে কয়টি ইট প্রয়োজন?

(ক) ৩২০ টি

(খ) ৪০০ টি

(গ) ৪১০ টি

(ঘ) ৫০০ টি

উত্তরঃ (গ) ৪১০ টি


২। এক সিএফটি গাঁথুনীর কাজে কয়টি ইট প্রয়োজন?

(ক) ৬ টি

(খ) ৯ টি

(গ) ১২টি

(ঘ) ১৪ টি

উত্তরঃ (গ) ১২টি


৩। এক বর্গমিটার সোলিং এর কাজে কয়টি ইট প্রয়োজন?

(ক) ২১ টি

(খ) ৩১টি

(গ) ৪২ টি

(ঘ) ৫২ টি

উত্তরঃ (খ) ৩১ টি


৪। এক বর্গমিটার হেরিংবন্ড এর কাজে কয়টি ইট প্রয়োজন?

(ক) ২১টি

(খ) ৩১ টি

(গ) ৪২ টি

(ঘ) ৫২ টি

উত্তরঃ (ঘ) ৫২ টি


৫। এক বর্গমিটার সোলিং এর কাজে বালি প্রয়োজন?

(ক) ০.০১৫ m3

(খ) ০.০৩ m3

(গ) ০.৪৫ m3

(ঘ) ০.৫ m3

উত্তরঃ (ক) ০.০১৫ m3


৬। এক বর্গমিটার হেরিংবন্ড এর কাজে বালি প্রয়োজন?

(ক) ০.০১৫ m3

(খ) ০.০৩ m3

(গ) 0.84 m³

(ঘ) ০.৫ m3

উত্তরঃ (খ) ০.০৩ m3


৭। এজিং এর কাজের প্রতি মিটারে কয়টি ইট লাগে?

(ক) ৪ টি

(খ) ৬ টি

(গ) ৮ টি

(ঘ) ১০ টি

উত্তরঃ (গ) ৮ টি


৮। প্রতি বর্গমিটার নিট সিমেন্ট ফিনিশিং এ কত ব্যাগ সিমেন্ট লাগে?

(ক) ০.৭-১ ব্যাগ

(খ) ১.৭-২ ব্যাগ

(গ) ২.৭-৩ ব্যাগ

(ঘ) ৩.৭-৪ ব্যাগ

উত্তরঃ (গ) ২.৭-৩ ব্যাগ


৯। DPC তে প্রতি ব্যাগ সিমেন্টে পাডলোর পরিমাণ কত?

(ক) ৫%

(খ) ১০%

(গ) ১৫%

(ঘ) ২০%

উত্তরঃ (ক) ৫%


১০। প্রতি মিটার এজিং এর জন্য কয়টি ইট লাগে?

(ক) ৪ টি

(খ) ৬ টি

(গ) ৮ টি

(ঘ) ১০ টি

উত্তরঃ (গ) ৮ টি


১১। এক ঘনমিটার বড় সাইজের খোয়ার জন্য কয়টি ইট প্রয়োজন?

(ক) ৩০০ টি

(খ) ৩২০ টি

(গ) ৪০০ টি

(ঘ) ৪১০ টি

উত্তরঃ (ক) ৩০০ টি


১২। এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য কয়টি ইট প্রয়োজন?

(ক) ৩০০ টি

(খ) ৩২০ টি

(গ) ৪০০ টি

(ঘ) ৪১০ টি

উত্তরঃ (খ) ৩২০ টি


১৩। এক সিএফটি খোয়ার জন্য কয়টি ইট প্রয়োজন?

(ক) ৬ টি

(খ) ৯ টি

(গ) ১২ টি

(ঘ) ১৫ টি

উত্তরঃ (খ) ৯ টি


১৪। কংক্রিটের কাজের একক কি?

(ক) মিটার

(খ) বর্গমিটার

(গ) ঘনমিটার

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) ঘনমিটার


১৫। ১০" গাঁথুনীর কাজের কাজের একক কি?

(ক) মিটার

(খ) বর্গমিটার

(গ) ঘনমিটার

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) ঘনমিটার


১৬। ৫" গাঁথুনীর কাজের কাজের একক কি?

(ক) মিটার

(খ) বর্গমিটার

(গ) ঘনমিটার

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বর্গমিটার


১৭। প্লাস্টার কাজের কাজের একক কি?

(ক) মিটার

(খ) বর্গমিটার

(গ) ঘনমিটার

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বর্গমিটার


১৮। পেইন্ট কাজের কাজের একক কি?

(ক) মিটার

(খ) বর্গমিটার 

(গ) ঘনমিটার

(ঘ) কোনোটিই নয়

 উত্তরঃ (খ) বর্গমিটার


১৯। মাটি কাটার কাজের একক কি?

 (ক) মিটার

 (খ) বর্গমিটার

 (গ) ঘনমিটার

 (ঘ) কোনোটিই নয়

 উত্তরঃ (গ) ঘনমিটার


২০। কম্প্রেশন জোনে হুক সহ ল্যাপিং এর পরিমাণ কত?

 (ক) ২৮D

 (খ) 80 D

 (গ) 88 D

 (ঘ) ৬০D

 উত্তরঃ (গ) 88 D


২১। কম্প্রেশন জোনে হুক ছাড়া ল্যাপিং এর পরিমাণ কত?

 (ক) ২৮ D

 (খ) 80 D

 (গ) 88 D

 (ঘ) ৬০D

 উত্তরঃ (ক) ২৮ D


২২। টেনশন জোনে হুক সহ ল্যাপিং এর পরিমাণ কত?

 (ক) ২৮D

 (খ)80 D

 (গ) 88 D 

(ঘ) ৬০D

 উত্তরঃ (ঘ) ৬০D


২৩। টেনশন জোনে হুক ছাড়া ল্যাপিং এর পরিমাণ কত?

 (ক) ২৮D

 (খ) 80 D 

(গ) 88 D

 (ঘ) ৬০D

 উত্তরঃ (খ) ৪০ D


২৪। মাটি কাটার কাজ নির্ণয়ের সূত্র কয়টি?

 (ক) ১ টি

 (খ) ২টি

 (গ) ৩ টি 

(ঘ) ৪ টি

উত্তরঃ (গ) ৩ টি


২৫। চালনা দূরত্ব কত মিটার?

 (ক) ২০ মিটার

 (খ) ৩০ মিটার 

(গ) ৪০ মিটার

 (ঘ) ৫০

 উত্তরঃ (খ) ৩০ মিটার


২৬। উত্তোলন গভীরতা কত মিটার?

 (ক) ২ মিটার

 (খ) ৩ মিটার 

(গ) ৪ মিটার 

(ঘ) ৫ মিটার

 উত্তরঃ (খ) ৩ মিটার


২৭। ভিতরের দেওয়াল এর জন্য প্লাস্টারের পুরুত্ব কত?

 (ক) ৬ মিলিমিটার 

 (খ) ১২ মিলিমিটার 

(গ) ১৮ মিলিমিটার

 (ঘ) ২৪ মিলিমিটার

 উত্তরঃ (গ) ১৮ মিলিমিটার


২৮। বাহিরের দেওয়াল এর জন্য প্লাস্টারের পুরুত্ব কত?

 (ক) ৬ মিলিমিটার 

(খ) ১২ মিলিমিটার

 (গ) ১৮ মিলিমিটার 

(ঘ) ২৪ মিলিমিটার

উত্তরঃ (খ) ১২ মিলিমিটার


২৯। RCC এর জন্য প্লাস্টারের পুরুত্ব কত?

 (ক) ৬ মিলিমিটার 

(খ) ১২ মিলিমিটার

(গ) ১৮ মিলিমিটার 

(ঘ) ২৪ মিলিমিটার

 উত্তরঃ (ক) ৬ মিলিমিটার


৩০। গাঁথুনীর কাজে শুকনা মসলার পরিমান?

 (ক) ৩০%

 (খ) ৩৫%

 (গ) 80%

 (ঘ) 84%

 উত্তরঃ (খ) ৩৫%


৩১। RCC কাজে শুকনা মসলার পরিমান কত গুন ধরা হয়?

 (ক) ১ গুন

 (খ) ১.৫ গুন

 (গ) ২ শুন

 (ঘ) ২.৫ গুন

 উত্তরঃ (খ) ১.৫ গুন


৩২। প্রতি ঘনমিটার পানি ওজন কত?

 (ক) ১০০০ লিটার

 (খ) ১৪৪০ লিটার

 (গ) ১৬০০ লিটার 

(ঘ) ১০২০ লিটার

 উত্তরঃ (ক) ১০০০ লিটার


৩৩। দৈনিক মাথাপিছু পানির পরিমাণ কত?

 (ক) ৫৫ লিটার

 (খ) ৮৫

 (গ) ১৩৫ লিটার 

(ঘ) ২৫৫ লিটার

 উত্তরঃ (গ) ১৩৫ লিটার


৩৪। কলামে কংক্রিটের কত পারসেন্ট রড ধরা হয়?

 (ক) ১-৩%

 (খ) ১-৪%

 (গ) ১-৫%

 (ঘ) ১-৬ %

 উত্তরঃ (গ) ১-৫%


৩৫। স্লাবে কংক্রিটের কত পারসেন্ট রড ধরা হয়?

 (ক) ১-১.৫ %

 (খ) ১-২%

 (গ) ১.৫-২ %

 (ঘ) ২-২.৫%

 উত্তরঃ (ক) ১-১.৫%


৩৬। বিমে কংক্রিটের কত পারসেন্ট রড ধরা হয়?

 (ক) ১-২%

 (খ) ১-৪ %

 (গ) ১-৫% 

 (ঘ) ১-৬%

 উত্তরঃ (ক) ১-২%


৩৭। ভিত্তিতে কংক্রিটের কত পারসেন্ট রড ধরা হয়?

 (ক)০.২-০.৪%

 (খ)০.৩-০.2%

 (গ) ০.৫-০.৮%

 (ঘ)০.৮-০.৯%

 উত্তরঃ (গ) ০.৫-০.৮%


৩৮। ল্যাপিং এর জন্য রডের দৈর্ঘ্য কত মিটার এর অধিক হতে হয়?

 (ক) ৫ মিটার

 (খ) ৬ মিটার

 (গ) ৭ মিটার

 (ঘ) ৮ মিটার

 উত্তরঃ (খ) ৬ মিটার


৩৯। ভিত্তিতে কংক্রিটের অনুপাত কত?

 (ক) ১:১.৫:৩

 (খ) ১:২:৩

 (গ) ১:২:৪

 (ঘ) ১:৩:৬

 উত্তরঃ (ঘ)১:৩:৬


৪০। কংক্রিটের সাধারন অনুপাত কত?

 (ক) ১:১.৫:৩

 (খ) ১:২:৩

 (গ) ১:২:৪

 (ঘ) ১:৩:৬

 উত্তরঃ (গ) ১:২:৪


৪১। রিটেইনিং ওয়াল কি কয় ভাগে ভাগ করা যায়?

 (ক) ২টি

 (খ) ৩ টি 

(গ) ৪টি

 (ঘ) ৫ টি

 উত্তরঃ (খ) ৩টি


৪২। Wing Wall কত প্রকার?

 (ক) ২ প্রকার

 (খ) ৩ প্রকার

 (গ) ৪ প্রকার

 (ঘ) ৫ প্রকার

 উত্তরঃ (ক) ২ প্রকার


৪৩। Water Closet কত প্রকার?

 (ক) ২ প্রকার

  (খ) ৩ প্রকার

 (গ) ৪ প্রকার

 (ঘ) ৫ প্রকার

 উত্তরঃ (ক) ২ প্রকার


৪৪। Trap কত প্রকার?

 (ক) ২ প্রকার

 (খ) ৩ প্রকার

 (গ) ৪ প্রকার

 (ঘ) ৫ প্রকার

 উত্তরঃ (খ) ৩ প্রকার


৪৫। ১০০ সিএফটি কাজে ১:২:৪ অনুপাতে কত ব্যাগ সিমেন্ট লাগে?

(ক) ১২ ব্যাগ

(খ) ১৪ ব্যাগ

(গ) ১৬ ব্যাগ

(ঘ) ১৮ ব্যাগ

উত্তরঃ (ঘ) ১৮ ব্যাগ


৪৬। এক হেক্টর সমান কত বর্গমিটার?

(ক) ১০০ বর্গমিটার

(খ) ১০০০ বর্গমিটার

(গ) ১০০০০ বর্গমিটার

(ঘ) ১০০০০০ বর্গমিটার

উত্তরঃ (গ) ১০০০০ বর্গমিটার


৪৭। এক মিটার সমান কত ফুট?

(ক) ৩.২৮ ফুট

(খ) ১০.৭৬ ফুট

(গ) ২৮.৩৫ ফুট

(ঘ) ৩৫.২৮ ফুট

উত্তরঃ (ক) ৩.২৮ ফুট


৪৮। এক বর্গ মিটার সমান কত বর্গ ফুট?

(ক) ৩.২৮ বর্গ ফুট

(খ) ১০:৭৬ বর্গ ফুট

(গ) ২৮.৩৫ বর্গ ফুট

(ঘ) ৩৫.২৮ বর্গ ফুট

উত্তরঃ (খ) ১০.৭৬ বর্গ ফুট


৪৯। এক ঘনমিটার সমান কত ঘনফুট?

(ক) ৩.২৮ ঘনফুট

(খ) ১০.৭৬ ঘনফুট

(গ) ২৮.৩৫ ঘনফুট

(ঘ) ৩৫.২৮ ঘনফুট

উত্তরঃ (ঘ) ৩৫.২৮ ঘনফুট


৫০। এক ফিট সমান কত ইঞ্চি?

(ক) ১০ ইঞ্চি

(খ) ১২ ইঞ্চি

(গ) ১৪ ইঞ্চি

(ঘ) ১৬ ইঞ্চি

উত্তরঃ (খ) ১২ ইঞ্চি


৫১। প্রকল্পে যন্ত্রপাতির জন্য খরচ কত ধরা হয়?

(ক) ৩%

(খ) ৪.৫%

(গ) ১০%

(ঘ) ৬০%

উত্তর: (ক) ৩%


৫২। প্রকল্পে নির্মাণ সামগ্রী জন্য খরচ কত ধরা হয়?

(ক) ৩%

(খ) ৪.৫%

(গ) ১০%

(ঘ) ৬০%

উত্তরঃ (ঘ) ৬০%


৫৩। প্রকল্পে মজুরির জন্য খরচ কত ধরা হয়?

(ক) ৩%

(খ) ৪.৫%

(গ) ২০%

(ঘ) ৬০%

উত্তরঃ (গ) ২০%


৫৪। প্রকল্পে ঠিকাদারের লাভ এর জন্য খরচ কত ধরা হয়?

(ক) ৩%

(খ) ৪.৫%

(গ) ১০%

(ঘ) ২০%

উত্তরঃ (গ) ১০%


৫৫। প্রকল্পে আনুষঙ্গিক খরচ এর জন্য খরচ কত ধরা হয়?

(ক) ৩%

(খ) ৪.৫%

(গ) ১০%

(ঘ) ২০%

উত্তর: (খ) ৪.৫%


৫৬। এক ঘনমিটার কত ব্যাগ সিমেন্ট ?

(ক) ২০ ব্যাগ

(খ) ৩০ ব্যাগ

(গ) ৪০ ব্যাগ

(ঘ) ৫০ ব্যাগ

উত্তরঃ (খ) ৩০ ব্যাগ


৫৭। এক সিএফটি কত ব্যাগ সিমেন্ট ?

(ক) ০.৫ ব্যাগ

(খ) ০.৬ ব্যাগ

(গ) ০.৭ ব্যাগ

(ঘ) ০.৮ ব্যাগ

উত্তরঃ (ঘ) ০.৮ ব্যাগ


৫৮। এক ব্যাগ সিমেন্ট এর ওজন কত কেজি?

(ক) ৩০ কেজি

(খ) ৪০ কেজি

(গ) ৫০ কেজি

(ঘ) ৬০ কেজি

উত্তরঃ (গ) ৫০ কেজি


৫৯। এক ব্যাগ হোয়াইট সিমেন্ট এর ওজন কত কেজি?

(ক) ৩০ কেজি

(খ) ৪০ কেজি

(গ) ৫০ কেজি

(ঘ) ৬০ কেজি

উত্তরঃ (খ) ৪০ কেজি


৬০। দেয়ালের বাহিরে প্লাস্টার এর অনুপাত কত?

(ক) ১:২

(খ) ১:৩

(গ) ১:৪

(ঘ) ১.৬

উত্তরঃ (গ) ১:৪


৬১। ভেতরের দেয়ালের বাহিরে প্লাস্টার এর অনুপাত কত?

(ক) ১:২

(খ) ১:৩

(গ) ১:৪

(ঘ) ১:৬

উত্তরঃ (ঘ) ১:৬


৬২। RCC তে প্লাস্টার এর অনুপাত কত?

(ক) ১:২

(খ) ১:৩

(গ) ১:৪

(ঘ) ১:৬

উত্তরঃ (খ) ১:৩


৬৩। বর্গাকার কলামের চারে দিকে ঘুরানো রড কে কি বলা হয়?

(ক) স্পাইরাল

(খ) টাই

(গ) উপরের দুইটি

(ঘ) কোনটি নয়

উত্তরঃ (খ) টাই


৬৪। বৃত্তাকার কলামের চারে দিকে ঘুরানো রড কে কি বলা হয়?

(ক) স্পাইরাল

(খ) টাই

(গ) উপরের দুইটি

(ঘ) কোনটি নয়

উত্তরঃ (ক) স্পাইরাল


৬৫। সেপটিক ট্যাংকের প্রথম কক্ষকে বলা হয়?

(ক) ড্রেসিং চেম্বার

(খ) সেপটিক চেম্বার

(গ) গ্রিক চেম্বার

(ঘ) স্কিন চেম্বার

উত্তরঃ (গ) গ্রিক চেম্বার


৬৬। ডেডো কেন ব্যবহার করা হয়?

(ক) সৌন্দর্য বৃদ্ধির জন্য

(খ) পানি শোষণ করার জন্য

(গ) প্লাস্টার কে শক্তিশালী করার জন্য

(ঘ) মেঝে থেকে পানি শোষণ রোধের জন্য

উত্তরঃ (ঘ) মেঝে থেকে পানি শোষণ রোধের জন্য


৬৭। চুনকাম কাজের একক কি?

(ক) মিটার

(খ) বর্গমিটার

(গ) ঘনমিটার

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বর্গমিটার


৬৮। রেলিং এর গোরায় ফুটপাত সদৃশ ঢালাইকে কি বলে?

(ক) হুইলগার্ড

(খ) ব্যাটার গার্ড

(গ) অয়্যার গার্ড

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) হুইলগার্ড


৬৯। যে পুকুরে বছরের সারা সময় পানি থাকে তাকে কি বলে?

(ক) Seasonal

(খ) Sami-Seasonal

(গ) Perennial

(ঘ) Sami-Perennial

উত্তরঃ (গ) Perennial


৭০। ক্যান্টিলিভার রিটার্নিং ওয়াল এর উচ্চতা কত মিটার পর্যন্ত হয়?

(ক) ৪ মিটার

(খ) ৫ মিটার

(গ) ৬ মিটার

(ঘ) ৭ মিটার

উত্তরঃ (গ) ৬ মিটার


৭১। রিটেইনিং ওয়াল কে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ২

(খ) ৩

(গ) ৪

(ঘ) ৫

উত্তরঃ (খ) ৩


৭২। টাই এর দৈর্ঘ্য কত?

(ক) কভারিং বাদে চার দিকের যোগফল + ১.৫ ইঞ্চি

(খ) কভারিং বাদে চার দিকের যোগফল + ২ ইঞ্চি

(গ) কভারিং বাদে চার দিকের যোগফল + ২.৫ ইঞ্চি

(ঘ) কভারিং বাদে চার দিকের যোগফল + ৩ ইঞ্চি

উত্তরঃ (ঘ) কভারিং বাদে চার দিকের যোগফল ৩ ইঞ্চি


৭৩। রিটার্নিং ওয়াল এর খারা যাব কে কি বলা হয়?

(ক) Base

(খ) Stem

(গ) Hoe

(ঘ) Toe

উত্তরঃ (খ) Stem


৭৪। রিটার্নিং ওয়াল এর পাদদেশ এর স্লাব কে কি বলা হয়?

(ক) Base

(খ) Stem

(গ) Hoe

(ঘ) Toe

উত্তরঃ (ক) Base


৭৫। হুকের দৈর্ঘ্য কত ধরা হয়?

(ক) 10D

(খ) 20D

(গ) 30D

(ঘ) 40D

উত্তরঃ (ক) 10D


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url