মডেল টেস্ট -১
১। বুক তার বাংলাদেশের হৃদয় - কার লেখা ?
ক, জীবনানন্দ দাশ
খ. জসিম উদ্দিন
গ. শামসুর রাহমান
ঘ. মাইকেল মধুসূদন দত্ত
উত্তর: গ
২।বাংলা সাহিত্যে প্রথম চেতনা প্রবাহ রীতির প্রয়োগ ঘটান কে ?
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. শওকত ওসমান
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর: ঘ
৩।১৭৭০ খ্রি. তথা ১১৭৬ বঙ্গাব্দ এর ছিয়াত্তরের মন্বন্তরে বাঙালি জীবনের বিপর্যয় এবং উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয় কোনটি?
ক. গণদেবতা
খ. গোরা
গ. পথের দাবী
ঘ. আনন্দমঠ
উত্তর: ঘ
৪। বাংলা সাহিত্যে চলিতরীতিতে রচিত প্রথম গদ্য রচনা কোনটি ?
ক. চার ইয়ারি কথা
খ. বীরবলের হালখাতা
গ. আহুতি
ঘ. নানা কথা
উত্তর: খ
৫। হিতকরী"পত্রিকার¬ সম্পাদক কে ছিলেন ?
ক. বঙ্কিমচন্দ্র
খ. আবুল ফজল
গ. সিকান্দর আবু জাফর
ঘ.মীর মশাররফ হোসেন
উত্তর: ঘ
৬। "চিহ্ন তব পড়ে আছে, তুমি হেথা নাই ..
আজি তার রথ চলিয়াছে রাত্রির আহবানে নক্ষত্রের গানে
প্রভাতের সিংহদ্বার পানে তাই স্মৃতিভারে আমি " পঙক্তিটি কার?
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাস
গ. রবীন্দ্র নাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
উত্তর: গ
৭। আমি কি ডরাই সখী ভিখারী রাঘবে-উক্তিটি কোন গ্রন্থের?
ক.মহাভারত
খ.চর্যাপদ
গ.মেঘনাদবধ
ঘ.শ্রীকৃষ্ণকীর্তন
উত্তর: গ
৮। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য?
ক. জঙ্গনামা
খ. নীতিকাব্য
গ. আত্মজীবনী
ঘ. প্রণয়কাব্য
উত্তর: খ
৯। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলীন পুরস্কার লাভ করেন?
ক. মন্দির
খ. বিলাসী
গ. মহেশ
ঘ. মামলার ফল
উত্তর: ক
১০। জীবনানন্দ দাশের কবিতাকে ‘চিত্ররূপময়’ কে বলেছেন?
ক. বুদ্ধদেব বসু
খ. অমিয় চক্রবর্তী
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর: গ
১১। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
ক. শাহ মুহম্মদ সগীর
খ. কায়কোবাদ
গ. মীর মশাররফ
ঘ. আলাওল
উত্তর: খ
১২। অগ্নিবীণা কাব্যে কতটি কবিতা রয়েছে ?
ক. ১২
খ.১১
গ. ১০.
ঘ. ৯
উ্ত্তর: ক
১৩। খেলারাম খেলে যা - কার গ্রন্থ?
ক . শহীদ কাদরী
খ. সৈয়দ শামসুল হক
গ. শওকত ওসমান
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তর: খ
১৪। অপণা মাংসেঁ হরিণা বৈরি - পঙক্তিটি কোন কাব্যের?
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. মঙ্গল কাব্যের
ঘ। বৈষ্ণব পদাবলী
উত্তর; ক
১৫। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম উপন্যাসের নাম কী?
ক. আগুনের পরশ মনি
খ. জননী
গ.বকুল পুরের স্বাধীনতা
ঘ. রাইফেল রোটি আওরাত
উত্তর: ঘ
১৬। "যে দেশে মানুষ বড় " গ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল
খ. শওকত ওসমান
গ. জসীম উদদীন
ঘ. সৈয়দ ওয়ালী ওল্লাহ
উত্তর: গ
১৭। "জন্ম যদি তব বঙ্গে" গল্পটি কার?
ক. সৈয়দ শামসুল হক
খ. শওকত ওসমান
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ঘ. শামসুর রাহমান
উত্তর: খ
১৮। বেগম রোকেয়া "আন্জুমানে খাওয়াতীনে ইসলাম " কবে প্রতিষ্ঠা করেন?
ক. ১৯১১
খ. ১৯১৬
গ. ১৯২০
ঘ. ১৯২৩
উত্তর: খ
১৯। ১৮৮৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
ক. বর্ণপরিচয়
খ. শকুন্তলা
গ. সীতীর বনবাস
ঘ. ভ্রান্তিবিলাস
উত্তর: ক
২০। "স্বাধীনতার স্বাদ" উপন্যাসটি কার লেখা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর: ঘ
২১। পানি' কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক. পর্তুগিজ
খ. ফারসি
গ. হিন্দি
ঘ. আরবি
উত্তর: গ
২২।নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?
ক.সবিতা
খ.সুধাকর
গ.অবনী
ঘ.কলানিধি
উত্তর: ক
২৩।তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙ্গল' - এটি কোন বাক্য ?
ক. সরল
খ. যৌগিক
গ. সংযুক্ত
ঘ. মিশ্র
উত্তর: ঘ
২৪। দুই এবং নব্বই = বিরানব্বই কোন ধরনের সমাস ?
ক. নিত্য
খ. প্রাদি
গ. দ্বিগু
ঘ. অব্যয়ীভাব
উত্তর: ক
২৫।কোনটি নিত্য স্ত্রীবাচক?
ক. হুজুরাইন
খ. ঠাকুরাইণ
গ. পাগলী
ঘ. ডাইনি
উত্তর: ঘ
২৬। 'সুহৃদ' কোন শব্দ ?
ক, সাধিত
খ. যোগরূঢ
গ. রূঢি
ঘ. যৌগিক
উত্তর: খ
২৭।'সঠিক সন্ধি বিচ্ছেদ নয় কোনটি?
ক. প্রাতঃ + রাশ = প্রাতঃরাশ
খ. প্রাতঃ + কাল = প্রাতঃকাল
গ. মনঃ + কষ্ট = মনঃকষ্ট
ঘ. অহঃ + অহ= অহরহ
উত্তর: ক
২৮। প্রেম' শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কী হবে?
ক. প্রে+ম
খ. প্রি+ এম
গ. প্রিয় + ইমন
ঘ. প্রেম + অ+ ব
উত্তর: গ
২৯।কোনটি শুদ্ধ?
ক. তাহার সৌন্দর্যতাবোধ আমাকে অভিভূত করল ।
খ. ইতিপুর্বেই তার বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে নালিশ করা হয়েছে
গ. তার সাংঘাতিক আনন্দ হল
ঘ. ছেলেটি অহর্নিশ তার মাকে জ্বালাতন করে।
উত্তর: ঘ
৩০। শুদ্ধ শব্দগুচ্ছ শনাক্ত করুন
ক. স্বচ্ছন্দ, স্বচ্ছল , শিরোনাম
খ. ধৈর্য্য, স্থৈযতা, পুরস্কার
গ, একত্রিত , অধীনস্থ, ভাষাভাষী
ঘ. জন্মবার্ষিক, পরিষ্কার , শিরশ্ছেদ , ইত:পূর্বে
উত্তর: ঘ
৩১।' ক্ষ্ম' এর বিশ্লিষ্ট রূপ কোনটি ?
ক. হ+ম
খ. ক+ষ+ণ
গ. ক+ষ+ ন
ঘ. ক+ ষ +ম
উত্তর: ঘ
৩২। ' দস্ত -ব- দস্ত 'কথাটির অর্থ কী ?
ক. বন্ধু বনাম বন্ধু
খ. খেতে খেতে
গ.হাতে হাতে
ঘ। আস্তে আস্তে
উত্তর: গ
৩৩ ।বাংলা বর্ণমালায় মহাপ্রাণ ধ্বনি কতটি ?
ক. ৫
খ. ২,৪
গ. ৮
ঘ, ১১
উত্তর: ঘ
৩৪। 'সর্বজন'এর বিশেষণ কী?
ক. সর্বজনীন
খ. সার্বজনীন
গ. সর্বৌজন
ঘ. কোনটিই নয় ।
উত্তর: ক
৩৫।Co-opt এর পরিভাষা
ক. সংযুক্ত
খ.যোজিত
গ. সংযোজিত
ঘ. সহযোজিত
উত্তর: ঘ
৩৬। চীন, নেপাল, ভারত এবং পাকিস্তানের মধ্যে বাপার স্টেট কোনটি?
ক. চীন
খ. পাকিস্তান
গ. নেপাল
ঘ. ভারত
উত্তর: গ
৩৭। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল এর সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
খ. গ্ল্যান্ড
গ. কোপেনহেগেন
ঘ. নিউইয়র্ক
উত্তর: ক
৩৮। আন্তর্জাতিক রাজনীতিতে স্থিতিশীলতা ও ভারসাম্য বজায় রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে--
ক. এক দেশের সাথের অন্য দেশের সামরিক সম্পর্ক
খ. শক্তিসাম্য
গ. আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক
ঘ. সবগুলো
উত্তর: গ
৩৯। যুদ্ধে জীবাণু ও অন্যান্য গ্যাস ব্যবহার নিষিদ্ধ করা হয় কোন চুক্তির মাধ্যমে?
ক. এনপিটি
খ. সিটিবিটি
গ. জেনেভা প্রটোকল
ঘ. কোনটিই নয়
উত্তর: গ
৪০। নিন্মের কোন বিষয়টি স্নায়ুযুদ্ধ বা Cold War এর অন্তর্ভুক্ত?
ক. গোয়েন্দা তৎপরতা
খ. সামরিক হুমকি
গ. কূটনৈতিক
ঘ. সবগুলো
উত্তর: ঘ
৪১। ধর্ম ও রাজনীতিকে কেন্দ্র করে ইউরোপে যুদ্ধ শুরু হয়েছিল কবে?
ক. 1648
খ. 1618
গ. 1718
ঘ. 1748
উত্তর: খ
৪২। মিশরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কী?
ক. লিখন পদ্ধতি
খ. আগুন প্রজ্জ্বলন
গ. ইতিহাস সংরক্ষণ
ঘ. আইন প্রনয়ণ
উত্তর: ক
৪৩। শিলামুদ্রার দেশ হিসেবে বিখ্যাত 'ইয়াপ' দ্বীপটি অবস্থিত--
ক. মেলোনেশিয়ায়
খ. পলিনেশিয়ায়
গ. মাইক্রোনেশিয়ায়
ঘ. বলকান অঞ্চলে
উত্তর: গ
৪৪। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
ক) নিউ ইয়র্ক , আমেরিকা
খ) লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে
গ) প্যারিস , ফ্রান্স
ঘ) বন , জার্মানি
উত্তর: খ
৪৫। দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে
ক. ১৯৪২সালের নভে.
খ. ১৯৪৩সালের ফেব্রু
গ. ১৯৪৫সালের মে
ঘ. ১৯৪৫ সালের সেপ্ট
উত্তরঃ গ
৪৬। ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১৬৪
খ. ১৯৩
গ. ১৯৫
ঘ. ১৯৪
উত্তর: ঘ
৪৭। চীনে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় কবে?
ক. ১৯৩৯
খ. ১৯৪৯
গ.১৯৬৬
ঘ. ১৯৮৯
উত্তর: খ
৪৮। "এ পৃথিবী আমার" এটি কোন সংস্থার মূলমন্ত্র?
ক. জাতিসংঘ
খ. জাতিপুঞ্জ
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. সার্ক
উত্তর: ক
৪৯। প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম ‘চিচেন ইৎজা’ কোথায় অবস্থিত?
ক. পেরু
খ. চীন
গ. জর্ডান
ঘ. মেক্সিকো
উত্তর: ঘ
৫০। এক মেরু বিশ্ব ব্যবস্থা কবে থেকে চালু হয় ?
ক. ১৯৯০
খ. ১৯৪৫
গ. ১৯৯১
ঘ. ১৯৯৫
উত্তর : গ
51. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি(UNEP) কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭২
খ. ১৯৭১
গ. ১৯৬৮
ঘ. ১৯৭৭
উত্তর: ক
৫২। বিশ্বে প্রতিষ্ঠিত সামরিক জেটগুলোর প্রধান উদ্দ্যেশ্য কি ছিল?
ক. যুদ্ধ বিরতিতে সহায়তা করা
খ. বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা
গ. কমিউনিজম প্রতিহিতকরণ**
ঘ. অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা
উত্তর: গ
৫৩। "এশিয়া ও প্রশান্ত মহাসীগরীয় অঞ্চলের পল্লীর দারিদ্র্য মোচন" এটি কোন সংস্থার লক্ষ্য?
ক. CIRDAP
খ. IDA
গ. APEC
ঘ. ASEAN
উত্তর: ক
৫৪। যে ব্যাংক বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়--
ক. বিশ্বব্যাংক
খ. আইএফসি
গ. WTO
ঘ. আইএমএফ
ans; ঘ
৫৫। আফগান যুদ্ধ অবসানে তালেবান – মার্কিন ঐতিহাসিক আব্রাহাম চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
ক) ২৮ ফেব্রুয়ারি, ২০২০
খ) ২৯ ফেব্রুয়ারি, ২০২০
গ) ১ মার্চ, ২০২০
ঘ) ২মার্চ ২০২০
উত্তর: খ
56. Happiness consists --- self -con contenment . Which one of the following is the appropriate preposition for the gap
a. of
b. to
c. on
d. in
Answer: d
57.My uncle has three sons --- work in the same office
a. all of them
b. who all
c. they all
d. all of whom
Answer: d
58. Noun of the word 'Break' is ---?
a.Breaking
b.Breach
c.Breakful
d.Breakdown
Answer: b
59. Some days ----- since my father died.
a. are passed
b. passed
c. have passed
d. had passed
Answer: c
60. We askd him why he ---- telephoned earlier .
a. did not
b. has not
c. had not
d. would not
ans : c
61. The Teacher said the student, '' Don't waste time' . indirect form is
a. The teacher told the student do not waste time
b. The teacher prohibit the student not to waste time
c.The teacher forbade the student not to waste time
d. The teacher advised the student not to waste time
ans : d
62. The number of parts of a paragragh
a. 2
b. 3
c. 4
d. 5
ans : b
63.Very few Poets in Bangladesh are as good as Nazrul. make it comparative
a. Nazrul is better poet in Bangldesh.
b. Nazrul is the best poet in Bangladesh .
c. Nazrul is better than most other poets in Bangladesh
d. none of them
ans : c
64. The family doesn't feel ---- going outing this season.
a. in
b. on
c. like
d. of
ans : c
65. Which one is correct?
a. Asassination
b. Assassination
c. Assasination
b. Asasination
ans : b
66. Give her a telephone number to ring --- she gets lost .
a. Whether
b. Incase
c. Unless
d. Perhaps
ans : b
67. By the time I had reached the bottom of the mountain , I -- extremely tired .
a. feel
b. have been felt
c. am feeling
d. felt
ans : d
68. I opened the door as soon as I -- the bell.
a. have heard
b. was hearing
c. am heard
d. heard
ans : d
69. The truth is 'that they were very angry.' here 'that they were very angry.' is
a. noun clause
b. adjective clause
c. adverbial clause
d. none of them
ans : a
70. Harm : damage : :
a. sweet : sour
b. stout : weak
c. injure : Incapacitate
d. Hook : Crook
ans : c
71. He does not like my going here. here 'going ' is
a. participle
b. Gerund
c. adjective
d. none of them
ans : b
72. Vice-versa - means
a. Assistant
b. The vice officer
c. An evil deed
d. The terms being exchanged
ANSWER: d
73. The committee decided --- make --- exception --- him. Fill in the gaps ---- ?
a. to , the , with
b. to , an , for
c. an , no , to
d. one , no , to
Answer: a
74. "White colour job" means -
a. a job without any work
b. a job with much hardship
c. a thankless job
d. a job without manual labour
Answer: d
75. ' Cut and dry ' means -
a. secret
b. already decided
c. brief
d. humorous
Answer: b
76.“April is the cruelest month” is written by –
a) W.B. Yeats
b) Frost
c) T.S. Eliot
d) Auden
Ans: c
77.Where is expressed the view that 'There is a divinity that shapes our ends?
a. In King Lear
b. In Hamlet
c. In The Tempest
d. In Merry Wives of Windsor
Answer: b
78. Who excels in dramatic monologue?
(a) John Milton
(b) Robert Browning
(c) S.T. Coleridge
(d) William Wordsworth
Ans. B
79. A closing speech in a play, often delivered after the completion of the main action is called -
(a) a monologue
(b) an epilogue
(c) a prologue
(d) dialogue
Ans. b
80. The Writer of " Don Jauan'?
a. G. B Shaw
b. D. H Lawrence
c. Lord Byron
d. Leo Tolstoy
ans:c
81.Who is a victorian poet ?
a. Thomas Gray
b. Matthew Arnold
c. Loar Byron
d. none of them
Ans. b
82.Who wrote the novel Tess of the D Urbervilles ?
a. Charles Dickens
b. T S Eliot
c. Alexander Dumas
d. Thomas Hardy
ans: d
83.The Solitary Reaper is a --
a)heroic poem
b)romantic poem
c)classical poem
d)patriotic poem
Ans. b
84.Elizabethan tragedy is centerd on--
a)revenge
b)love
c)nature
d)war
Ans. a
85.Who is the English" Epic poet"?
a)John keats
b)John Milton
c)William Wordsworth
d)Shelley
Ans. b
86. Who said" Wives are young men's mistresses; companions for middle age; and old men's nurses.?
A.Edmund Spenser
B.Philip Sidney
C.R.K Narayan
D.Francis Bacon
ans: d
87. .Who wrote"Immaturity"_
A.Edmund Spenser
B.G.B. Shaw
C.Shakespeare
D.Francis Bacon
ans: b
88. Shakespeare was belongs to __
A.the Augustan age
B.the Victorian age
C.Elizabeth period
D.The Restoration age
ans: c
89. .Who wrote `’Top secret’’ ?
a,Henry Fielding
b.Jonathan swift
c,Daniel defoe
d,Alexander pope
ANS: a
90. Who wrote "Prometheus Unbond" ?
a. Coleridge
b. Keats
c. Byron
d. Shelly
ans:d
৯১। সুশাসন ভিত্তিক সুশীল সমাজের মূল আদর্শ কি?
ক.ন্যায়পরায়নতা
খ.নিষ্ঠা
গ.গণতান্ত্রিকতা
ঘ.ধার্মিকতা
উত্তর: গ
৯২। নিচের কারা সুশাসন নির্ভর সুশীল সমাজের অন্তর্ভূক্ত নয়?
ক.লেখক
খ.ডাক্তার
গ.সরকার
ঘ.কৃষক
উত্তর: গ
৯৩। সুশাসন নিচের কোন সংস্হা কর্তৃক উদ্ভাবিত?
ক.ইউনেস্কো
খ.ইউনিসেফ
গ.বিশ্ব ব্যাংক
ঘ.আই এম এফ
উত্তর: গ
৯৪। ’জনমত জনগনের নয় এবং মতও নয়’ সুশাসন নির্ভর সমাজ প্রতিষ্ঠায় উক্তিটি কার?
ক.রুশো
খ.এরিস্টটল
গ.ম্যাকিয়াভেলী
ঘ.ফাইনার
উত্তর: ঘ
৯৫। নেতৃত্বর বৈধতা থাকলে কি প্রতিষ্ঠা সহজ হয়?
ক.নৈতিকতা ও মূল্যবোধ
খ.সমাজ
গ.সংগঠন
ঘ.কোনটি নয়
উত্তর: ক
৯৬। নৈতিকতা ও মূল্যবোধ স্হাপনের জন্য সমাজে কিরুপ নাগরিক থাকতে হবে?
ক.সৎ
খ.দক্ষ
গ.শিক্ষিত ও সচেতন
ঘ.উপরের সমগুলো
উত্তর: ঘ
৯৭। নৈতিকতা ও মূল্যবোধের জন্য জনমত পরিমাপের প্রকৃষ্টতম পদ্ধতি কোনটি?
ক.গবেষনা
খ.যোগাযোগ
গ.নির্বাচন
ঘ.আধুনিকায়ন
উত্তর: গ
৯৮। নিচের কোন দেশে নৈতিকতা ও মূল্যবোধ ব্যাস্হা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে?
ক.ভারত
খ.বাংলাদেশ
গ.কানাডা
ঘ.উ.কোরিয়া
উত্তর: গ
৯৯। ’জনগন নির্দিষ্ট কোন বিষয়ে যে অভিমত পোষণ করে তাই হলো জনগনের মত’ নৈতিকতা ও মূল্যবোধ ব্যাবস্হায় উক্তিটি কার?
ক.মস্কা
খ.রুশো
গ.কিম্বল ইয়ং
ঘ.টমাস হবস
উত্তর: গ
১০০। সুশাসনের আদর্শ উপাদান কয়টি?
ক.৪টি
খ.৫টি
গ.১০টি
ঘ.৮টি
উত্তর: খ
১০১। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত-
ক.আগার গাও ঢাকা
খ.রাজশাহী
গ.কুমিল্লা
ঘ.খুলনা
উত্তর: ক
১০২। বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস কবে?
ক.২১ জুন
খ.১৭ এপ্রিল
গ.২৪ মে
ঘ.১৩ অক্টোবর
উত্তর: ঘ
১০৩। জাপানে ভয়াবহ সুনামি হয় কত সালে?
ক.২০০০
খ.২০০১
গ.২০০৪
ঘ.২০১১
উত্তর: গ
১০৪। ট্রপোমন্ডলের ঊর্ধ্বসীমাকে কি বলে?
ক.ট্রমোস
খ.ট্রফেরাস
গ.ট্রপোপস
ঘ.ট্রপোমস
উত্তর: গ
১০৫। ভূ-কম্প পর্যবেক্ষণ কেন্দ্র কতটি?
ক.৩
খ.৪
গ.৬
ঘ.৮
উত্তর: খ
১০৬। কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
ক.সমুদ্রস্রোত
খ.বানের স্রোত
গ.নদীস্রোত
ঘ.জোয়ার-ভাটার স্রোত
উত্তর: ঘ
১০৭। বায়ু মন্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত শতাংশ?
ক.৭৮.১%
খ.৭৫.৮%
গ.৭৯.২%
ঘ.প্রায় ৮০%
উত্তর: ক
১০৮। বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
ক.৩৪ডিগ্রি -২৫ডিগ্রি ৩৮’ উত্তর অক্ষাংশে
খ.৮৮ডিগ্রি ০১’ ৯২ডিগ্রি৪১’ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে
গ.৮০ডিগ্রি৩১’ ৪০ডিগ্রি৯০’ দ্রাঘিমাংশে
ঘ.২২ডিগ্রি৩০’ ২০ডিগ্রি৩৪’ দক্ষিণ অক্ষাংশে
উত্তর: খ
১০৯। সমুদ্রপৃষ্ঠ ৪৫cm বৃদ্ধি পেলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে Climate refugee হবে?
ক.৩ কোটি
খ.৪ কোটি
গ.৪.৫ কোটি
ঘ.৩.৫ কোটি
উত্তর: ঘ
১১০। বায়ুমন্ডলের মোট শক্তির কত শতাংশ সূর্য হতে আসে?
ক.৯৪ শতাংশ
খ.৯৮ শতাংশ
গ.৯৯.৯৭ শতাংশ
ঘ.৯০ শতাংশ
উত্তর: গ
১১১। IP-V6 এড্রেস কত বিটের?
A. 128
B. 32
C. 12
D. 6
১১২। নিচের কোনটি input device?
A. OMR
B. COM
C. Plotter
D. Monitor
১১৩। কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য ব্যবহৃত হয়?
A. Wimax
B. Bluetooth
C. Broadband
D. None
১১৪। অনলাইন ভিত্তিক বৃহৎ বাজার Amazon কত সালে প্রতিষ্ঠিত হয়?
A. 1990
B. 1988
C. 1994
D. 1998 সালে
উত্তর: C
১১৫। পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য কোন বাটনটি ব্যবহার করা হয়?
ক. F4
খ. F5
গ. F6
ঘ. F7
উত্তর: খ
১১৬৷ একটিমাত্র ইনপুট এবং একটি আউটপুট থাকে যে লজিক গেইটের--
ক. অরগেট
খ. অ্যান্ডগেট
গ. নটগেট
ঘ. ন্যান্ডগেট
উত্তর: গ
১১৭৷ নিচের কোনটি একটি কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষা করে--
ক. sort
খ. backup
গ. anti-virus
ঘ. firewall
উত্তর: ঘ
১১৮৷ নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?
ক. পিসি ডস
খ. এন্ড্রয়েড
গ. সিম্বিয়ান
ঘ. ওরাকল
উত্তর: ঘ
১১৯৷ মডেমে টেলিফোন লাইন হতে প্রাপ্ত এনালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলে -
ক. মডুলেশন
খ. ডিমডুলেশন
গ. ডিজিটাইজ
ঘ. কোনটিই নয়
উত্তর: খ
১২০৷ ক্লাউড কম্পিউটিং এর অবকাঠামোগত সেবা হল --
ক. PaaS
খ. IaaS
গ. SaaS
ঘ. MaaS
উত্তর: খ
১২১৷ Microsoft SQL Server কোন ধরনের প্রোগ্রাম?
ক. ওয়ার্ড প্রসেসিং
খ. প্রোগ্রামিং
গ. ডেটাবেস
ঘ. কোনটিই নয়
উত্তর: গ
১২২। নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত 10Mbps - 2Gbps গতিতে ডেটা পরিবহন করা যায়?
ক. টুইস্টেড পেয়ার
খ. মাইক্রোওয়েব
গ. ফাইবার অপটিক
ঘ. কো-এক্সিয়াল
উত্তর: গ
১২৩। প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন কোন ভাষায়?
ক। প্যাকেজ
খ। উচ্চতর
গ। মেশিন
ঘ। এসেম্বলি
উত্তর: গ
১২৪ ।কোথায় আলফা নিউমেরিক কোড ব্যবহার হয়?
ক। ACSSI
খ। ASCCI
গ। ASCII
ঘ। ACSII
উত্তর: গ
১২৫। 'ফরেন কী' কোথায় ব্যবহৃত হয়?
ক। ডাটাবেজ
খ। প্রোগ্রাম
গ। এন্টি ভাইরাস
ঘ। এডিটিং
উত্তর: ক
১২৬। জলীয় বাষ্পকে যখন ঘনীভবন করা হয় , তখন কণাসমূহের ক্ষেত্রে কী ঘটবে ?
ক. আকার সংকুচিত
খ. চলাচল করতে থাকবে
গ. একই অবস্থানে কাঁপতে থাকবে
ঘ. পরিপার্শ্বে শক্তি নির্গত করবে
উত্তর: ক
১২৭।কোনটি জারক পদার্থ?
ক.লোহা
খ.হাইড্রোজেন
গ.ব্রোমিন
ঘ.কার্বন
উত্তর: গ
১২৮।ফুলের কুড়ির জন্ম ব্যাহত হয় কোনটির অভাবে ?
ক. নাইট্রোজেন
খ. বোরন
গ. পটাসিয়াম
ঘ. ফসফরাস
উত্তর: খ
১২৯।নি:শ্বাসের সাথে কোনটি গ্রহণ করলে সমস্যা হতে পারে?
ক.N2
খO2
গ.Cl
ঘ.Ar
উত্তর: ক
১৩০।হার্টের পেস মেকার বসাতে কোন আইসোটোপ ব্যবহৃত হয় ?
ক. Tc99m
খ. p32
গ। প্লুটোনিয়াম -২৩৮
ঘ. Co 60
উত্তর: গ
১৩১ ।একজন পূর্ণবয়স্ক সুস্থ কর্মক্ষম পুরুষের দৈনিক কত ক্যালরি শক্তিক প্রয়োজন ?
ক. ২০০০-২২০০ কিলোক্যালরি
খ. ২৫০০-৩০০০ কিলোক্যালরি
গ. ২৩০০কিলোক্যালরি
ঘ. ১৮০০-২০০০ কিলোক্যালরি
উত্তর: খ
১৩২।সিন্কোনা'কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
ক.আমাশয়
খ.ম্যালেরিয়া
গ.কালাজ্বর
ঘ.এইডস
উত্তর: খ
১৩৩।ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো একটি অতি--
ক.সাধারণ বর্তনী
খ.সহজ বর্তনী
গ.সিলিকনের টুকরার তৈরি বর্তনী
ঘ.সস্তা দামের বর্তনী
উত্তর: গ
১৩৪।হিগস বোসন কণা আবিষ্কৃত হয় কবে?
ক.২০১২
খ.২০১৩
গ.১৮১৮
ঘ.১৯১৮
উত্তর: ক
১৩৫।কোনটির মাধ্যমে কোনো ব্যক্তির হৃদপিন্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কার্যকলাপ পর্যবেক্ষণ করা হয় ?
ক. ECG
খ. CT scan
গ. MRI
ঘ. EEG
উত্তর: ক
১৩৬।জৈব মুদ্রা বা শক্তিমুদ্রা বলা হয় কোনটিকে ?
ক. ATP
খ. GTP
গ. NAD
ঘ. NADP
উত্তর: ক
১৩৭।মানুষের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত ?
ক. ২৫ মিমি
খ. ২৫ সেমি
গ. ২৫ মি
ঘ. .২৫ মি
উত্তর: খ
১৩৮। গোয়েন্দা বিভাগে নিচের কোন রশ্মি ব্যবহৃত হয়?
ক. বেকেরেল রশ্মি
খ. গামা রশ্মি
গ. X-রশ্মি
ঘ. বিটা রশ্মি
উত্তর: গ
১৩৯। আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরনী টিস্যু কত প্রকার?
ক. 2
খ. 3
গ. 4
ঘ. 5
উত্তর: খ
১৪০। কোনটি জৈব অম্ল?
ক. নাইট্রিক এসিড
খ. এসিটিক এসিড
গ. হাইড্রোক্লোরিক এসিড
ঘ. সালফিউরিক এসিড
উত্তর: খ
১৪১.বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়?
ক)২৬ মার্চ, ১৯৭১
খ)১৬ ডিসে,১৯৭১
গ)১০ এপ্রিল,১৯৭১
ঘ)১৭ এপ্রিল,১৯৭১
উত্তর: ঘ
১৪২.চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বন্ধ হয়-
ক)১৭৯৩ সালে
খ)১৮৯৩ সালে
গ)১৯৩৭ সালে
ঘ)১৯৫০ সালে
উত্তর: ঘ
১৪৩। ১৯৮২ সালের সমুদ্র অাইন অনুযায়ী বাংলাদেশের উপকূল হতে কত দূরে মুক্ত অঞ্চল হিসেবে ধরা হয়?
ক)৩৫০ নটিক্যাল মাইল
খ)৩৫৪ নটিক্যাল মাইল
গ)২০০ নটিক্যাল মাইল
ঘ)১২ নটিক্যাল মাইল
উত্তর: গ
১৪৪.সরকারি ভাবে প্রথম ঔষধ রপ্তানি করা হয় কোন দেশে?
ক)মালয়েশিয়া
খ)ব্রাজিল
গ)মায়ানমার
ঘ)শ্রীলংকা
উত্তর: ঘ
১৪৫.পিতৃতান্ত্রিক পারিবারিক কাঠামো রয়েছে কোন উপজাতির?
ক)গারো
খ)খাসিয়া
গ)সাঁওতাল
ঘ) ক+খ
উত্তর: গ
১৪৬.কোন সংশোধনীতে জাতীয়সংসদে সংরক্ষিত নারী অাসন ৫০এ উন্নীত করা হয়?
ক)দ্বাদশ
খ)ত্রয়োদশ
গ)চতুর্দশ
ঘ)পঞ্চদশ
উত্তর: ঘ
১৪৭.বাংলাদেশের মাঝখান দিয়ে গিয়েছে?
ক)কর্কটক্রান্তি **
খ)বিষুবরেখা
গ)মহাবৃত্ত
ঘ) ক+খ+গ
উত্তর: ক
১৪৮.বাংলাদেশে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা রহিত হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে?
ক)চতুর্থ
খ)পঞ্চম
গ)একাদশ
ঘ)দ্বাদশ
উত্তর: ঘ
১৪৯.মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীরউত্তম খেতাবে ভূষিত করা হয়?
ক)৬৮ জন
খ)৬৯ জন
গ)১৭৫ জন
ঘ)৪২৬ জন
উত্তর: ক
১৫০.প্রজাতন্ত্রে নিযুক্ত প্রত্যক ব্যক্তির কর্তব্য সম্পর্কে বলা হয়েছে কত নং অনুচ্ছেদে?
ক)১৯ নং
খ)২০ নং
গ)২১(১) নং
ঘ)২১(২)নং
উত্তর: ঘ
১৫১.পদ্মা সেতুর পিলার সংখ্যা?
ক)৪২টি
খ)৪৬টি
গ)৪৮টি
ঘ)৫০টি
উত্তর: ক
১৫২.মুক্তিবাহিনী গঠিত হয়-
ক) ১১ এপ্রিল, ১৯৭১
খ) ১১ জুন,১৯৭১
গ)১১ জুলাই,১৯৭১
ঘ)১৮ এপ্রিলে
উত্তর: গ
১৫৩.৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী জাতীয় দারিদ্রের হার কততে আনার লক্ষ্যমাত্রা ?
ক)১৫.৬%
খ) ১৭%
গ) ১০%
ঘ) ৮.৫৬%
উত্তর: ক
১৫৪। সরকারের সর্বোচ্চ রাজস্ব কোন খাত থেকে?
ক)তৈরি পোশাক
খ)রেমিটেন্স
গ)মূল্য সংযোজন কর
ঘ)কৃষি খাত হতে
উত্তর: গ
১৫৫। ভেঙ্গী ভ্যালি কোথায়?
ক)রাঙ্গামাটি
খ)বান্দরবন
গ)খাগড়াছড়ি
ঘ)সিলেট
উত্তর: ক
১৫৬। .বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দেলনের ডাক দেন?
ক. ২ মার্চ
খ. ৪ মার্চ
গ. ২৬ মার্চ
ঘ.কোনটিই না
উত্তর: ক
১৫৭। ডেল্টা প্ল্যান-২১০০" এর অধীন ২০৩০ সালের মধ্যে ৮০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে?
ক.৮০
খ. ৯০
গ.১০০
ঘ.১১০
উত্তর: ক
১৫৮। ১৭ ডিসেম্বর ১৯৭০ সালের অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদ নির্বাচনে ৩০০টির মধ্যে কতটি-আসন আওয়ামী লীগ পায়?
ক.১৮৭ টি
খ.১৬৭ টি
গ.২৮৮ টি
ঘ.৩০০ টি
উত্তর: গ
১৫৯। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুসারে জিডিপি প্রবৃদ্ধি হার কত ছিল?
ক)৬.২ শতাংশ
খ)৫.৪ শতাং
গ)৬.৯ শতাংশ
ঘ)৭.২ শতাংশ
উত্তর: খ
উত্তর: খ
১৬০.বাংলাদেশের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার দেয়া আছে?
ক. দ্বিতীয় ভাগে
খ. চতুর্থ ভাগে
গ. তৃতীয় ভাগে
ঘ. নবম ভাগে
উত্তর: গ
১৬১। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল-
ক. যুক্তফ্রন্ট গঠন
খ. ভাষা আন্দোলন
গ. আগরতলা ষড়যন্ত্র মামলা
ঘ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
উত্তর: ঘ
১৬২। a2i প্রকল্পে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?
ক)UNDP ও UKAID
খ)USAID ও UKAID
গ)UNDP ও USAID
ঘ)JICA ও CIDA
উত্তর: গ
১৬৩। সাধারণ নির্বাচনের পর কতদিনের মধ্যে অধিবেশন আহবান করতে হয়?
ক)১৫দিন
খ)৩০দিন
গ)৪৫দিন
ঘ)৬০দিন
উত্তর: খ
১৬৪। দীর্ঘমেয়াদী উন্নয়ন বাস্তবায়নে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি?
ক)NSC
খ)NEC
গ)NICAR
ঘ)ECNEC
উত্তর: খ
১৬৫। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
ক)সচিব
খ)মন্ত্রী
গ)ক্যাবিনেট সচিব
ঘ)কোনটিই নয়
উত্তর: ক
১৬৬। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
ক.১১০
খ.১১৫
গ.১১৭
ঘ.১২০
উত্তর: গ
১৬৭। নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
ক.অ্যালপাইন
খ.আদি-অস্ট্রেলীয়
গ. নার্কিড
ঘ.মঙ্গোলীয়
উত্তর: খ
১৬৮.সংবিধানের কোন অনুচ্ছেদে বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা দেয়া আছে?
ক.১৫২
খ.৩৬
গ.৩৯
ঘ.১৩৭
উত্তর: ক
১৬৯.ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা ঢাকা শহরের কোন এলাকায় অবস্থিত?
ক.চকবাজার
খ.সদরঘাট
গ.লালবাগ
ঘ.ইসলামপুর
উত্তর: ক
১৭০.শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন-
ক.ফ্রিডম পদক
খ.ম্যাগসেসে পদক
গ.জুলি ও কুরী পদক
ঘ.জওহরলাল নেহেরু পদক
উত্তর: গ
১৭১. ৫-এর কত শতাংশ ৭ হবে?
ক.৪০
খ.১২৫
গ.৯০
ঘ.১৪০
উত্তর: ঘ
১৭২.ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল ।কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
ক. পূর্ব
খ. পশ্চিম
গ. উত্তর
ঘ. দক্ষিণ
উত্তর: ক
১৭৩. বাংলা বর্ণবিন্যাসে ‘দ’ ব্যঞ্জনবর্ণের কোন জায়গায় অবস্থান করে?
ক.৪র্থ লাইনের তৃতীয়
খ.৩য় লাইনের দ্বিতীয়
গ.৪র্থ লাইনের দ্বিতীয়
ঘ.৫ম লাইনের চতুর্থ
উত্তর: ক
১৭৪. অভিধানে কোন শব্দটি আগে বসবে?
ক. চাঁদা
খ. চানা
গ. চালা
ঘ. চাঁটি
উত্তর: ঘ
১৭৫। আপনি জানতে পারলেন যে আপনার জনৈক বন্ধু বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। আপনি কি করবেন?
ক. তাকে ডাক্তারের সাহায্য নেয়ার জন্য পরামর্শ দিবেন
খ. কিছু না বলে উক্ত তথ্যটি গোপন রাখবেন
গ. বন্ধুটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবেন
ঘ. আপনার বাসায় বন্ধুটিকে কিছুদিনের জন্য থাকতে বলবেন এবং এ অভ্যাস ত্যাগ করার জন্য সাহায্যের আশ্বাস দেবেন
উত্তর: ঘ
১৭৬.কোন সংখ্যার ০.১ਂਂ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে সংখ্যাটি কত?
ক.১০
খ.৯
গ.৯০*
ঘ.১০০
১৭৭.Flower:Fragrance: :Fire:?
ক. Plant
খ. Petals
গ. Colour
ঘ. Heat
উত্তর: ঘ
১৭৮. নিচের কোন স্থান অন্য হতে আলাদা?
ক. রেসকোর্স ময়দান
খ. মুজিব নগর
গ. কেন্দ্রীয় শহীদ মিনার
ঘ. থিয়েটার রোড, কলকাতা
উত্তর: গ
১৭৯. যদি তুমি ১ থেকে ১০০ পর্যন্ত গণনা কর,তবে এর মধ্যে কতটি ৫ পাবে?
ক.১০
খ.২০
গ.১৮
ঘ.১৯
উত্তর: গ
১৮০.64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60◦উৎপন্ন করে।খুঁটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় কর ।
ক.33.298মি
খ.43.597মি
গ.34.298 মি
ঘ.54.897মি
উত্তর: গ
১৮১.৪৩ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা-
ক.৫
খ.৩
গ.৭
ঘ.৪
উত্তর: খ
১৮২। দী লা খ ন মে
ক.নদীমেখলা
খ.মেদীখলান
গ.নখদীলামে
ঘ.দীনমেখলা
উত্তর: ক
১৮৩.সঠিক বানানের শব্দ কোনটি?
ক.personale
খ.parsonnel
গ.personel
ঘ.personnel
উত্তর: গ
১৮৪.Insert the missing letter
A E I O
ক.Y
খ.W
গ.U
ঘ.X
উত্তর: গ
১৮৫। .বৃত্তের ব্যাস২৫%বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুন বৃদ্ধি পাবে?
ক.২৫%
খ.৫০%
গ.৫৬.২৫%
ঘ.১০০%
উত্তর: গ
১৮৬। দুটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপনে উভয় ছক্কাতেই সমান সমান অংক আসার সম্ভাবনা কত?
ক.1/36
খ.1/6
গ.1/12
ঘ.1/14
উত্তর: খ
১৮৭.রহিম ৩ বছরের জন্য ৪০০ টাকা এবং ৫বছরের জন্য ৬০০টাকা ধার করে মোট ১৬৮ সুদ দিল। উভয়ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত?
ক.৫%
খ.৪%
গ.৪.৫%
ঘ.৬%
উত্তর: খ
১৮৮.দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 ;অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম হবে।সংখ্যাটি কত?
ক.৭০
খ.৭১
গ.৭২
ঘ.৭৩
উত্তর: গ
১৮৯.আলমের বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাব্যতা 1/(5,) বাংলাও ইংরেজী দুটিতেই পাসের সম্ভাব্যতা 3/4এবং দুটির যে কোন একটিতে পাসের সম্ভাব্যতা 7/8 হলে তার ইংরেজিতে পাসের সম্ভাব্যতা কত?
ক.33/25
খ.33/30
গ.33/40
ঘ.33/35
উত্তর: গ
১৯০.log〖12〗^(√12)=?
ক.3
খ.4
গ.1/2
ঘ.1/3
উত্তর: গ
১৯১.একটি সমান্তর ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560 হলে,এর প্রথম 6 পদের সমষ্টি নির্ণয় কর।
ক.১
খ.২
গ.০
ঘ.৩
উত্তর: গ
১৯২। a+1/(a ) =2 হলে (a^2+1/a^2 )(a^3+1/a^3 )এর মান নির্নয় করুন।
ক.10
খ.6
গ.5
ঘ.4
উত্তর: ঘ
১৯৩.‘Calculus’শব্দটির বর্ণগুলোর সবগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায় যেন প্রথম ও শেষ অক্ষর ‘u’ থাকে?
ক.১৭০ প্রকার
খ.১৬০ প্রকার
গ.১৮০প্রকার
ঘ.১৫০প্রকার
উত্তর: গ
১৯৪। .কিছু সংখ্যক লোকের মধ্যে 50 জন বাংলা,20 জন ইংরেজি এবং ও 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে। দুটি ভাষার অন্তত একটি ভাষা কত জন বলতে পারে?
ক.80 জন
খ.60 জন
গ.40 জন
ঘ.30 জন
উত্তর: খ
১৯৫। যদি ৬-৪×≤১৪ হয়,তাহলে×এর মান কত?
ক.≤২
খ.×≥২
গ.×≤-২
ঘ.×≤-২
উত্তর: ঘ
১৯৬। কিছু টাকা কাশেম ও রাশেদের মধ্যে 4: 3 অনুপাতে ভাগ করে দেয়া হলো। রাশেদ 2400 টাকা পেলে মোট টাকার পরিমাণ কত ছিল?
ক.5,600
খ. 3.200
গ. 9,600
ঘ.12,000
উত্তর: ক
১৯৭. শতকরা বার্ষিক কত হার সরল সুদে সুমন 10000 টাকায় 5 বছরে 2500 টাকা সুদ পাবে?
ক.4%
খ.5%
গ.6%
ঘ.7%
উত্তর: খ
১৯৮। একটি শ্রেণিতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল।ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
ক.70
খ.85
গ.75
ঘ.100
উত্তর: গ
১৯৯। কোন বৃত্তের কেন্দ্র থেকে কোনা জ্যা-এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্ধ-জ্যা অপেক্ষা ২ সে.মি. কম ।বৃত্তের ব্যাসার্ধ ১০ সে.মি. হলে ঐ জ্যা-এর দৈর্ঘ্য কত?
ক. ১০ সে.মি.
খ. ১৬ সে.মি.
গ. ২০ সে.মি.
ঘ. কোনাটিই নয়
উত্তর: খ
২০০। . loga^x=1, loga^x=2 এবং loga^x=3 হলে log a^(x^3 y^2)/z)) এরমান কত?
ক.1
খ.2
গ.4
ঘ.5
উত্তর: গ