ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। ভূতত্ত্বগত দিক দিয়ে পাথরকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

উত্তরঃ (খ) ৩ ভাগে


২। চুনা পাথর দ্বারা নির্মিত ইমারতের আয়ুষ্কাল হবে,

(ক) ৪০-৬০ বছর

(খ) ৫০-৭০ বছর

(গ) ৪০-৮০ বছর

(ঘ) ১০০ বছর

উত্তরঃ (ক) ৪০-৬০ বছর


৩। পাথর পরীক্ষা কত প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তরঃ (ক) ২ প্রকার


৪। নিচের কোন উপাদনের জন্য ইট শক্ত হয় ও দীর্ঘস্থায়ী হয়?

(ক) সিলিকা

(খ) অ্যালুমিনা

(গ) লাইম

(ঘ) ম্যাগনেশিয়া

উত্তরঃ (ক) সিলিকা


৫। উত্তম ইট ২৪ ঘন্টা পানিতে ডুবিয়ে রাখলে তার নিজস্ব ওজনের কত অংশ পানি শোষণ করবে?

(ক) 1/4

(খ) 1/6

(গ) 1/8 

(ঘ) 1/2

উত্তরঃ (খ) 1/6


৬। ইটে দ্রবণীয় লবণের পরিমান কত % এর কম হওয়া উচিত?

(ক) 2.6%

(খ) 2.5% 

গ) 2.3%

(ঘ) 2.00%

উত্তরঃ (খ) 2.5%


৭। প্রচলিত ইটের ওজন কত?

(ক) 3.125kg

(খ) 3.50kg 

(গ) 2.75 kg

(ঘ) 3.00 kg

উত্তরঃ (ক) 3.125kg


৮। কাঁচ কাটতে কি ব্যবহার করা হয়?

(ক) হীরক

(খ) ইস্পাত

(গ) লোহা

(ঘ) নাইট্রোজন

উত্তরঃ (ক) হীরক


৯। চুনাপাথর কে গলানোর জন্য কত ডিগ্রি তাপ এর প্রয়োজন?

(ক) ৬০০ºC-৮০০ °C 

(খ) ৩০০ºC-৬০০ °C

(গ) ৬০০°C-১০০০ °C 

(ঘ) ১২০০ °C-১৮০০ °C

উত্তরঃ (ক) ৬০০°C-৮০০°C


১০। চুনা পাথরকে কত শ্রেণীতে ভাগ করা যায়?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

উত্তরঃ (খ) ৩ ভাগে





১১। উত্কৃষ্ট ইটের বিচূর্ণন শক্তির পরিমান

(ক) 12.5MTon/m2

(খ) 7.5 MTon/m2

(গ) 4.5MTon/m2

(ঘ) 3.5MTon/m2

উত্তরঃ (ক) 12.5 MTon/m2


১২। মাঠ পরীক্ষায় কত মিটার উঁচু হতে শক্ত মাটির উপর ইট ছেড়ে দিতে হবে?

(ক) ১.০-১.৮ মি.

(খ) ১.০ ২.০ মি. 

(গ) ১.৫-১.৮মি.

(ঘ) ১.৫-২.০ মি.

উত্তর: (ঘ) ১.৫-২.০ মি.


১৩। প্রতি ঘনমিটার সিমেন্টের ওজন কত?

(ক) ১১১০ কেজি

(খ) ১৪৪০ কেজি

(গ) ১৬০০ কেজি

(ঘ) ১৯২০কেজি

উত্তর: (খ) ১৪৪০ কেজি


১৪। প্রতি ঘনমিটার ইটের গাথুনির ওজন কত?

(ক) ১১১০ কেজি

(খ) ১৪৪০ কেজি

(গ) ১৬০০ কেজি

(ঘ) ১৯২০ কেজি

উত্তর: (ঘ) ১৯২০ কেজি


১৫। প্রতি ঘনমিটার পাথরের ওজন কত?

(ক) ১৬০০ কেজি 

(খ) ১৯২০ কেজি

(গ) ২৪০০ কেজি 

(ঘ) ২৬০০ কেজি

উত্তর: (ক) ১৬০০ কেজি


১৬। প্রতি ঘনমিটার বিটুমিন এর ওজন কত?

(ক) ১০৪০ কেজি 

(খ) ১৪৪০ কেজি

(গ) ১৬০০ কেজি

(ঘ) ১৯২০ কেজি

উত্তর: (ক) ১০৪০ কেজি


১৭। প্রতি ঘনমিটার ইটের ওজন কত?

(ক) ১১১০ কেজি 

(খ) ১৪৪০ কেজি

(গ) ১৬০০ কেজি 

(ঘ) ১৯২০কেজি

উত্তর: (ক) ১১১০ কেজি


১৮। প্রতি ঘনমিটার লোহার ওজন কত?

(ক) ৭৮০০ কেজি

(খ) ৭৮৩০ কেজি

(গ) ৭৮৫০ কেজি 

(ঘ) ৭৮৮০ কেজি

উত্তর: (গ) ৭৮৫০ কেজি


১৯। দ্বিতীয় শ্রেণীর ইটের পানি শোষণ পরিমান কত?

(ক) ১৮%

(খ) ২০%

(গ) ২২% 

(ঘ) ২৫%

উত্তর: (গ) ২২%


২০। উৎকৃষ্ট ইটের পানি শোষণ এর শুষ্ক অবস্থায় ওজনের কত অংশের অধিক হওয়া উচিত নয়?

(ক) 1/4 থেকে 1/8

(খ) 1/4 থেকে 1/8 

(গ) 1/3 থেকে 1/6

(ঘ) 1/5 থেকে 1/7

উত্তর: (ঘ) 1/5 থেকে 1/7


২১। ১০০ ঘনফুট গাথুনীতে কতটি ইট লাগবে?

(ক) ১১০০ খানা

(খ) ১২০০ খানা

(গ) ১৩০০ খানা

(ঘ) ১৪০০ খানা

উত্তর: (খ) ১২০০ খানা


২২। কাঁচা ইট শুকানো ও পোড়ানোর সময় কত শতাংশ সংকুচিত হয়?

(ক) ৮%

(খ) ১০%

(গ) ১২%

(ঘ) ১৫%

উত্তর: (খ) ১০%


২৩। উৎস অনুসারে বালিকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

উত্তর: (খ) ৩ ভাগে


২৪। আকার অনুসারে বালিকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে 

(ঘ) ৫ ভাগে

উত্তর: (খ) ৩ ভাগে


২৫। সূক্ষ্মতার গুনাঙ্ক বের করার জন্য বালি চালুনীতে চালার সময় কত মিনিট চালা উচিত?

(ক) ৩ মিনিট

(খ) ৪ মিনিট 

(গ) ৫ মিনিট

(ঘ) ৬ মিনিট

উত্তর: (গ) ৫ মিনিট


২৬। সূক্ষ্ম বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কত থেকে শুরু?

(ক) ১.০৫

(খ) ১.৫

(গ) ২.০

(ঘ) ২.৫

উত্তর: (ক) ১.০৫


২৭। সকল প্রকার R.C.Cকাজে বালির FM কত?

(ক) ১.০৫-১.৫

(খ) ১.৫-১.৮

(গ) ২.০-২.২

(ঘ) ২.২.২.৮

উত্তর: (ঘ) ২.২-২.৮


২৮। আদর্শ চালুনী কয়টি?

(ক) ৪টি

(খ) ৫ টি 

(গ) ৬ টি

(ঘ) ৭টি

উত্তর: (গ) ৬ টি


২৯। সিমেন্টকে কত শ্রেণীতে ভাগ করা যায়?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

উত্তর: (ক) ২ ভাগে


৩০। কত সালে কৃত্রিম সিমেন্ট আবিষ্কার করা হয়?

(ক) ১৮০০ সালে

(খ) ১৮১৪ সালে

(গ) ১৮২০ সালে

(ঘ) ১৮২৪ সালে

উত্তর: (ঘ) ১৮২৪ সালে


৩১। পোর্টল্যান্ড সিমেন্টে সিলিকার পরিমান কত?

(ক) ৮%

(খ) ১০% 

(গ) ২২%

(ঘ) ৬০%

উত্তর: (গ) ২২%


৩২। কে কৃত্রিম সিমেন্ট অবিষ্কার করেন?

(ক) জোসেফ আসফদীন

(খ) জিওফ্রে

(গ) ল্যাংল্যান্ড 

(ঘ) জন স্মিয়েটন

উত্তর: (ক) জোসেফ আসফদীন


৩৩। সিভিল ইঞ্জিনিয়ার এর জনক কে?

(ক) জোসেফ আসফদীন

(খ) জিওফ্রে

(গ) ল্যাংল্যান্ড

(ঘ) জন স্মিয়েটন

উত্তর: (ঘ) জন স্মিয়েটল


৩৪। কুইক সেটিং সিমেন্টের প্রাথমিক জমাট বদ্ধতার সময় কত মিনিট?

(ক) ৫ মিনিট

(খ) ১৫ মিনিট 

(গ) ৩০ মিনিট

(ঘ) ৬০ মিনিট

উত্তর: (ক) ৫ মিনিট


৩৫। কুইক সেটিং সিমেন্টের চূড়ান্ত জমাট বদ্ধতার সময় কত মিনিট?

(ক) ৩০ মিনিট

(খ) ৬০ মিনিট

(গ) ১০ ঘন্টা

(ঘ) ২০ ঘন্টা

উত্তর: (ক) ৩০ মিনিট


৩৬। গুদামজাত করার সময় সিমেন্টের এক বস্তার উপর আর এক বস্তা এরুপ কত বস্তার অধিক রাখা উচিত না?

(ক) ৫ টি

(খ) ১০ টি

(গ) ১৫ টি 

(ঘ) ২০ টি

উত্তর: (খ) ১০ টি


৩৭। শুষ্ক পদ্ধতিতে সিমেন্ট তৈরির জন্য উপাদান সমূহের মিশ্রণকে কি বলা হয়?

(ক) র-মিক্স

(খ) CC

(গ) R.C.C 

(ঘ) ফ্লারি

উত্তর: (ক) র-মিক্স


৩৮। ভূ পৃষ্ঠে কোন ধাতুর পরিমান সর্বাধিক?

(ক) আয়রণ

(খ) লাইম

(গ) অ্যালুমিনা

(ঘ) ম্যাগনেশিয়া

উত্তর: (গ) অ্যালুমিনা


৩৯। কাঁচে সিলিকার পরিমাণ কত?

(ক) ৫৫-৬০%

(খ) ৬০-৬৫%

(গ) ৬৫-৭০%

(ঘ) ৭০-৭৫%

উত্তর: (ঘ) ৭০-৭৫%


৪০। কাঁচ তাপ ও বিদ্যুৎ,

(ক) সুপরিবাহী

(খ) কু পরিবাহী

(গ) অর্ধপরিবাহী

(ঘ) কোনটিই নয়

উত্তর: (খ) কু পরিবাহী


৪১। বার্নিশের মূল উপাদানগুলো কি?

(ক) রজন

(খ) শুষ্কীকরণ উপাদান

(গ) দ্রাবক

(ঘ) উপরের সবগুলো

উত্তর: (ঘ) উপরের সবগুলো


৪২। এক ঘনমিটার শুষ্ক কাঠের ওজন কত?

(ক) ১০০-২০০ কেজি

(খ) ২০০-৪০০ কেজি

(গ) ৪০০-৮০০ কেজি

(ঘ) ৮০০-১২০০ কেজি

উত্তর: (খ) ২০০-৪০০ কেজি


৪৩। প্রকৌশল কাজে সাধারনত কত মিটার বেড়ের গাছ থেকে প্রাপ্ত কাঠকে টিম্বার বলে?

(ক) 0.4 m

(খ) 0.5 m

(গ) 0.6 m

(ঘ) 0.8 m

উত্তর: (গ) 0.6 m


৪৪। বিভিন্ন আকৃতিতে চেরাই করা কাঠকে বলা হয়,

(ক) কনভার্টেড টিম্বার

(খ) রাফ টিম্বার

(গ) স্ট্যান্ডিং টিম্বার

(ঘ) লগটিম্বার

উত্তর: (ক) কনভার্টেড টিম্বার


৪৫। বৃদ্ধির ধরন অনুযায়ী গাছকে কত ভাগে ভাগ করা যায়?

(ক) দুই প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

উত্তর: (ক) দুই প্রকার


৪৬। নিচের কোনটি তাপ অন্তরক সামগ্রী?

(ক) কর্ক

(খ) কাগজ

(গ) কাঠ

(ঘ) সবগুলো

উত্তর: (ঘ) সবগুলো


৪৭। নিচের কোনটি বিদ্যুৎ অন্তরক সামগ্রী

(ক) পাথর 

(খ) কাঠ

(গ) কাগজ

(ঘ) সবগুলো

উত্তর: (ঘ) সবগুলো


৪৮। নিচেরকোনটি শব্দ শোষক সামগ্রী?

(ক) শফট বোর্ড

(খ) হার্ড বোর্ড

(গ) চুন সুরকী

(ঘ) সবগুলো

উত্তর: (ক) শফট বোর্ড


৪৯। পারমানবিক জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়?

(ক) ইউরেনিয়াম

(খ) কার্বন

(গ) কয়লা

(ঘ) পেট্রোলিয়াম

উত্তর: (ক) ইউরেনিয়াম


৫০। পেটা লোহাতে কার্বনের পরিমান কত?

(ক) 0.8%

(খ) ০.৮%

(গ) ০.১২%

(ঘ) ০.১৬%

উত্তর: (গ) ০.১২%


৫১। পেটা লোহার গলনাঙ্ক কত?

(ক) ২০০০ °C

(খ) ২৪০০ °C

(গ) ২৬০০'C 

(ঘ) ২৮০০ °C

উত্তর: (ঘ) ২৮০০°C


৫২। ইস্পাতে কার্বন কত?

(ক) ০.১৫-১.০%

(খ) ০.১৫-১.৫%

(গ) ০.১৫-২.০%

(ঘ) ০.১৫-০.০%

উত্তর: (খ).১৫-১.৫%


৫৩। মাইল্ড স্টিলে কার্বনের পরিমান কত ?

(ক) ০.১৫-১.০%

(খ) ০.১৫-১.৫%

(গ) ০.১৫-২.০%

(ঘ) ০.১৫-৩.০%

উত্তর: (ঘ) ০.১৫-৩.০%


৫৪। পাগমিলের উপর ও নিচে ব্যাস কত?

(ক) ১.০-১.০m

(খ) ১.০-০.৭৫m

(গ) ১.৫-০.৫ m

(ঘ) ১.০.২৫m

উত্তর: (খ) ১.০-০.৭৫ m


৫৫। মেট্রিক ইটের আকার বা সাইজ কত?

(ক) ১৯০ মি.মি. ৯০মি. মি ×৯০ মি.মি.

(খ) ১৯০ মি.মি. ৯০মি. মি ×৮০ মি. মি. 

(গ) ১৮০ মি. মি. ×৯০মি. মি ×৯০ মি.মি.

(ঘ) ২০০ মি. মি. X১০০০মি. মি ×৯০ মি.মি.

উত্তর: (ক) ১৯০ মি. মি. ×৯০মি, মি ×৯০ মি. মি.


৫৬। উত্তম ইট প্রতি বর্গমিটার কত টনি চাপে ভাগে?

(ক) ৪০০ থেকে ৭০০ টনি

(খ) ৫০০ থেকে ৭০০ টনি

(গ) ৪৫০ থেকে ৭৫০ টনি

(ঘ) ৫০০ থেকে ৮০০ টনি

উত্তরঃ (ক) ৪০০ থেকে ৭০০ টনি


৫৭। সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা কত?

(ক) ১০০০°c

(খ) ১১০০°c

(গ) ২০০০°c

(ঘ) ২১০০°c

উত্তরঃ (গ) ২০০০°c


৫৮। ইট কাটা পদ্ধতি প্রধানত কয়টি?

(ক) ২টি

(খ) ৩টি 

(গ) ৪টি

(ঘ) ৫টি

উত্তর: (ক) ২টি


৫৯। পোর্টল্যান্ড সিমেন্টে সর্বোচ্চ পানি সিমেন্টের অনুপাত কত?

(ক) ০.৬

(খ) ०.৭ 

(গ) ০.৮ 

(ঘ) ০.৮৫

উত্তর: (গ) ০.৮


৬০। ইটের সীলমোহর নিচে হয় কখন?

(ক) উন্মুক্ত দেয়ালে সর্বোপরি ইট 

(খ) আর্দ্রতারোধী স্তরের নিচের ইটের স্তরে

(গ) ক ও খ উভয় সময়ে

(ঘ) কোনটি নয়

উত্তর : ক ও খ উভয় সময়ে


৬১। পোর্টল্যান্ড সিমেন্টের প্রধান দুইটি উপাদান কি কি?

(ক) লাইম ও আয়রন অক্সাইড

(খ) সিলিকা ও অ্যালুমিনা

(গ) লাইম ও অ্যালুমিনা

(ঘ) লাইম ও সিলিকা

উত্তর: (ঘ) লাইম ও সিলিকা


৬২। ০.৮ অনুপাতে ১ ব্যাগ সিমেন্টে কত গ্যালন পানি লাগে?

(ক) ৭ গ্যালন (প্রায়)

(খ) ৮ গ্যালন (প্রায়) 

(গ) ৯ গ্যালন (প্রায়)

(ঘ) ১০ গ্যালন (প্রায়)

উত্তর: (গ) ৯ গ্যালন (প্রায়)


৬৩। P.W.D-এর মতে ইটের সাইজ ইঞ্চিতে কত?

(ক) ১০.০"x৫.০"x৩.০"

(খ) ৯.৫"x৪.৫"x২.৭৫"

(গ) ১০.০"x৪.৫"x৩.0"

(ঘ) ৯.৫"x৪.৫"x৩.৫"

উত্তর: (খ) ৯.৫"x৪.৫"x২.৭৫"


৬৪। ইটের উপাদানে সিলিকার পরিমাণ কত?

(ক) ১০%

(খ) ৩০%

(গ) ৪৫%

(ঘ) ৫৫%

উত্তর: (ঘ) ৫৫%


৬৫। খেলনা ও সিরামিক দ্রব্য প্রস্তুতে কোন পাথর ব্যবহৃত হয়?

(ক) প্লেট

(খ) মার্বেল 

(গ) শেল

(ঘ) নিস

উত্তর: (গ) শেল


৬৬। রূপান্তরিত পাথর কোনটি?

(ক) শ্লেট

(খ) মার্বেল

(গ) শেল

(ঘ) নিস

উত্তর: (ক) প্লেট


৬৭। ইটের উপাদানে অ্যালুমিনার পরিমাণ কত?

(ক) ২০%

(খ) ২৫%

(গ) ৩০%

(ঘ) ৩৫%

উত্তর: (গ) ৩০%


৬৮। কারুকার্যে কোন পাথর ব্যবহৃত হয়?

(ক) ট্রাপ

(খ) ব্যাসল্ট

(গ) গ্রালাইট 

(ঘ) নিস

উত্তর: (গ) গ্রানাইট 


৬৯। নিচে কোনটি আগ্নেয় পাথর?

(ক) গ্রানাইট

(খ) শেল

(গ) নিস

(ঘ) মার্বেল

উত্তর: (ক) গ্রানাইট


৭০। Vicats apparatus Cement এর কোন Test করার কাজে ব্যবহৃত হয়?

(ক) Fineness test

(খ) Soundness test

(গ) Consistency test

(ঘ) Compressive Strength test

উত্তর: (গ) Consistency test


৭২। নিচের কোনটি চিরহরিৎ বৃক্ষ?

(ক) নারিকেল

(খ) কাঁঠাল

(গ) বড়ই

(ঘ) শিমুল

উত্তর: (ক) নারিকেল


৭৩। বছরের কোন সময় গাছের বাড়ন্তের মাত্রা অধিক?

(ক) শীতকালে

(খ) বসন্তকালে

(গ) গ্রীষ্মকালে

(ঘ) শরৎ কালে

উত্তর: (খ) বসন্তকালে


৭৪। বছরের কোন সময় গাছ কাটা উত্তম?

(ক) গ্রীষ্মকালে

(খ) শরৎকালে

(গ) বসন্তকালে

(ঘ) শীতকালে

উত্তর: (ঘ) শীতকালে


৭৫। ছাদের পানি চুয়ানো বন্ধের জন্য কি ব্যবহার করা হয়?

(ক) জিওটেক্সটাইল

(খ) বিটুমিন

(গ) গ্রাউটিং 

(ঘ) পয়েন্টিং

উত্তর: (খ) বিটুমিন


৭৬। সুগন্ধী কাঠের মধ্যে উন্নততম কোনটি?

(ক) সেগুন কাঠ

(খ) চন্দন কাঠ

(গ) জামরুল কাঠ

(ঘ) শাল কাঠ

উত্তর: (খ) চন্দন কাঠ


৭৭। ইটের সিলমোহর নিচে হয় কখন?

(ক) উন্মুক্ত দেয়ালে সর্বউপরের ইট

(খ) আর্দ্রতারোধী স্তরের নিচের ইটের স্তরে 

(গ) দেওয়ালের মাঝের ইটের স্তরে

(ঘ) ক ও খ উভয় সময়ে

উত্তর: (ঘ) ক ও খ উভয় সময়ে


৭৮। কোন পদ্ধতিতে কাটা ইটের সিলমোহর থাকে না?

(ক) টেবিলে কাটা ইট 

(খ) মাঠে বা ভূমিতে কাটা ইট

(গ) যন্ত্রে কাটা ইট 

(ঘ) হাতে কাটা

উত্তর: (গ) যন্ত্রে কাটা ২ট


৭৯। বিশুদ্ধ টাংস্টেনের গলনাঙ্ক কত °C?

(ক) প্রায় ৩৫০০°C

(খ) প্রায় ৩৬০০°C

(গ) প্রায় ৩৭০০°C

(ঘ) প্রায় ৩৮০০° C

উত্তর: (খ) ৩৬০০°C


৮০। নিকেলের গলনাঙ্ক কত °C?

(ক) প্রায় ১৪০০°C 

(খ) প্রায় ১৪৫০°C

(গ) প্রায় ১৫০০°C

(ঘ) প্রায় ১৫৫০°C

উত্তর: (খ) প্রায় ১৪৫০°C


৮১। টিনের গলনাঙ্ক কত °C?

(ক) প্রায় ২২০°C 

(খ) প্রায় ২৩০°C

(গ) প্রায় ২৪০°C

(ঘ) প্রায় ২৫০°C

উত্তর: (খ) প্রায় ২৩°C


৮২। দস্তার গলনাঙ্ক কত °C?

(ক) প্রায় ৪০০°C

(খ) প্রায় ৪২০°C

(গ) প্রায় ৪৪০°C

(ঘ) প্রায় ৪৮০°C

উত্তর: (খ) প্রায় ৪২০°C


৮৩। অ্যালুমিনিয়াম এর গলনাঙ্ক কত 'C?

(ক) প্রায় ৬৪০°C

(খ) প্রায় ৬৫০°C

(গ) প্রায় ৬৬০°C

(ঘ) প্রায় ৬৭০°C

উত্তর: (গ) প্রায় ৬৬০°C


৮৪। লোহাতে কার্বনের সর্বোচ্চ পরিমাণ কত?

(ক) 0.80% -1.5%

(খ) 0.80% -1.00%

(গ) 0.80% - 2.0%

(ঘ) 0.80% -2.50%

উত্তর: (ক) 0.80% -1.5%


৮৫। প্রাকৃতিক খনিজ বস্তুকে কি বলে?

(ক) অ্যাসফল্ট

(খ) ফিল্ট

(গ) ক ও খ

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) অ্যাসফল্ট


৮৬। অন্তরক সামগ্রীর কাজ হলো,

(ক)বিদ্যুৎ সঞ্চালনে বাধা দেয় না।

(খ) বিদ্যুৎ সঞ্চালনে বাধা দেয়

(গ) বিদ্যুৎ সঞ্চালনে প্রবাহক হিসাবে কাজ করে

(ঘ) কোনটিই নয়

উত্তর: (খ) বিদ্যুৎ সঞ্চালনে বাধা দেয়


৮৭। টিম্বারের ত্রুটিগুলো কত প্রকার?

(ক) দুই প্রকার

(খ) তিন প্রকার

(গ) চার প্রকার

(ঘ) পাঁচ প্রকার

উত্তর: (ক) দুই প্রকার


৮৮। শুষ্ক কাঠের শক্তি

(ক) সমান

(খ) কম

(গ) বেশি

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (গ) বেশি


৮৯। সাধারণত গাছকে কি টিম্বার বলা হয়?

(ক) স্ট্যান্ডিং টিম্বার 

(খ) লগটিম্বার

(গ) কনভার্টেডটিম্বার 

(ঘ) রাফ টিম্বার

উত্তর: (ক) স্ট্যান্ডিং


৯০। কাঁচে লাইম এর পরিমাণ কত?

(ক) ৬-৮%

(খ) ৬-১০%

(গ) ৬-১৫%

(ঘ) ৬-২০%

উত্তর: (গ) ৬-১৫%


৯১। মার্বেল টাইলস কত মি. মি. হয়?

(ক) 10-12

(খ) 12-15

(গ) 12-20

(ঘ) 12-25

উত্তর: (ঘ) 12-25


৯২। ভিজা পদ্ধতিতে কংক্রিটের উপাদানসমূহ পদ্ধতি হলো,

(ক) স্লারি 

(খ) র-মিক্স 

(গ) উভয়টি

(ঘ) কোনটিই না

উত্তর: (ক) স্লারি 


৯৩। পানির নিচে কংক্রিট স্থাপনে কোন সিমেন্ট ব্যবহার করা হয়?

(ক) কুইক সেটিং সিমেন্ট

(খ) কালার সিমেন্ট

(গ) হোয়াইট সিমেন্ট

(ঘ) কে সিমেন্ট

উত্তর: (ক) কুইক সেটিং সিমেন্ট


৯৪। এক মুঠো ভাল সিমেন্টকে পানিতে ফেললে কি ঘটবে?

(ক) ডুবে যাবে

(খ) ভেসে থাকবে

(গ) ধীরে ধীরে ডুবে যাবে

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) ডুবে যাবে


৯৫। সিমেন্ট পরীক্ষায় কত মিনিট সিমেন্টকে নড়াচড়া করতে হবে?

(ক) ১৫ মিনিট

(খ) ২০ মিনিট

(গ) ২৫ মিনিট 

(ঘ) ৩০ মিনিট

উত্তর: (ক) ১৫ মিনিট


৯৬। ১ দিনে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট কত পারসেন্ট শক্তি অর্জন করে?

(ক) ১৬%

(খ) ৪০%

(গ) ৬৫%

(ঘ) ৯০%

উত্তর: (ক) ১৬%


৯৭। ১৪ দিনে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট কত পারসেন্ট শক্তি অর্জন করে?

(ক) ১৬%

(খ) ৪০%

(গ) ৬৫%

(ঘ) ৯০%

উত্তর: (খ) ৪০%


৯৮। ২৮ দিনে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট কত পারসেন্ট শক্তি অর্জন করে?

(ক) ১৬%

(খ) ৪০%

(গ) ৬৫%

(ঘ) ৯৯%

উত্তর: (ঘ) ৯৯%


৯৯। ৭ দিনে সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট কত পারসেন্ট শক্তি অর্জন করে?

(ক) ১৬%

(খ) ৪০%

(গ) ৬৫% 

(ঘ) ৯৯%

উত্তর: (গ) ৬৫%


১০০। সিমেন্টে ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের পরিমাণ কত?

(ক) ১০% 

(খ) ২০%

(গ) ৩০%

(ঘ) ৫০%

উত্তর: (ঘ) ৫০%


১০১। প্রতিদিন কত মিটার এর অধিক গাথুনির কাজ করা উচিত নয়?

(ক) ১ মিটার

(খ) ১.৫ মিটার

(গ) ২ মিটার

(ঘ) ২.৫ মিটার

উত্তর: (খ) ১.৫ মিটার


১০২। প্রথম শ্রেণীর ইটের লোড বহন ক্ষমতা কত?

(ক) ১২.৫ Mton/m2 

(খ) ৭.৫ Mton/m2

(গ) ৪.৫ Mton/m2

(ঘ) ৩.৫ Mton/m2

উত্তর: (ক) ১২.৫ Mton/m2


১০৩। দ্বিতীয় শ্রেণীর ইটের লোড বহন ক্ষমতা কত?

(ক) ১২.৫ Mton/m2

(খ) ৭.৫ Mton/m2

(গ) 8.5 Mton/m2

(ঘ) ৩.৫ Mton/m2

উত্তর: (খ) ৭.৫ Mton/m2


১০৪। তৃতীয় শ্রেণীর ইটের লোড বহন ক্ষমতা কত?

(ক) ১২.৫ Mton/m2

(খ) ৭.৫ Mton/m2

(গ) ৪.৫ Mton/m2

(ঘ) ৩.৫ Mton/m2

উত্তর: (ঘ) ৩.৫ Mton/m2


১০৫। প্লাস্টারের কাজে কোন ধরনের বালি ব্যবহার করা হয়?

(ক) লোকাল বালি

(খ) সূক্ষ্ম দানার বালি

(গ) মাঝারি দানার বালি

(ঘ) মোটা দানার বালি

উত্তর: (খ) সূক্ষ্ম দানার বালি


১০৬। গাথুনির কাজে কোন ধরনের বালি ব্যবহার করা হয়?

(ক) লোকাল বালি

(খ) সূক্ষ্ম দানার বালি

(গ) মাঝারি দানার বালি 

(ঘ) মোটা দানার বালি

উত্তর: (গ) মাঝারি দানার বালি


১০৭। ভরাট কাজে কোন ধরনের বালি ব্যবহার করা হয়?

(ক) লোকাল বালি

(খ) সূক্ষ্ম দানার বালি

(গ) মাঝারি দানার বালি

(ঘ) মোটা দানার বালি

উত্তর: (ক) লোকাল বালি


১০৮। ঢালাই কাজে কোন ধরনের বালি ব্যবহার করা হয়?

(ক) লোকাল বালি

(খ) সূক্ষ্ম দানার বালি

(গ) মাঝারি দানার বালি

(ঘ) মোটা দানার বালি

উত্তর: (ঘ) মোটা দানার বালি


১০৯। লোকাল বালির এফএম কত?

(ক) ০.৫-১.০ 

(খ) ১.২-১.৪

(গ) ১.৫-২

(ঘ) ২০.২

উত্তর: (খ) ১.২-১.৪


১১০। ভিটি বালির এফএম কত?

(ক) ০.৫-০.৬

(খ) ১.২-১.৪

(গ) ১.৫-২

(ঘ) ২-৩.২

উত্তর: (ক) ০.৫-০.७


১১১। সূক্ষ্ম দানার বালির এফএম কত?

(ক) ০.৫-০.৬

(খ) ১.০৫-১.৫

(গ) ১.৫-২

(ঘ) ২-৩.২

উত্তর: (খ) ১.০৫-১.৫


১১২। মোটা দানার বালির এফএম কত?

(ক) ০.৫-০.৬

(খ) ১.০৫-১.৫

(গ) ১.৫-২

(ঘ) ২.৩.২

উত্তর: (ঘ) ২-৩.২


১১৩। মাঝারি দানার বালির এফএম কত?

(ক) ০.৫-০.৬

(খ) ১.০৫-১.৫

(গ) ১.৫-২

(ঘ) ২-৩.২

উত্তর: (গ) ১.৫-২


১১৪। কুষ্টিয়া ও খুলনা এর নমুনা বালির গুণাঙ্ক যথাক্রমে 2.803 2.20 নমুনা দুটির মিশ্রনের সুক্ষ্মতা গুণাঙ্ক 2.50 পাওয়া গেল। মিশনে বালি দুইটির অনুপাত নির্ণয় কর?

(ক) ১:১

(খ) ১:২

(গ) ১:৩

(ঘ) ১:৪

উত্তর: (ক) ১:১


১১৫। ১ কেজি বালির FM = 2.0 অপর একটি বালির FM = € 2.6 যায় ওজন 500gm বালি দুইটিকে একত্র করলে মিশ্রনের FM কত হবে?

(ক) ০.৬২

(খ) ০.৭২

(গ) ০.৮২

(ঘ) ০.৯২

উত্তর: (খ) ০.৭২


১১৬। কত ডিগ্রি তাপমাত্রায় ইট পোড়ানো হয়?

(ক) 800°C

(খ) 1000°C 

(গ) 1200°C

(ঘ) 1300°C

উত্তর: (গ) 1200°C


১১৭। প্রতি দিন পাগমিলের সাহায্যে কি পরিমান ইট তৈরি করা সম্ভব?

(ক) ১০০০০-১২০০০

(খ) ১২০০০-১৪০০০

(গ) ১২০০০-১৬০০০

(ঘ) ১৪০০০-১৮০০০

উত্তর: (খ) ১২০০০-১৪০০০


১১৮। ইট ছোট হলে জোড়া সংখ্যা অধিক হয় ফলে মসলা

(ক) কম লাগে

(খ) অধিক লাগে

(গ) সমান লাগে

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) অধিক লাগে


১১৯। ইটে সিলিকার পরিমান বেশি হলে ইট কি হয়?

(ক) ভঙ্গুর হবে

(খ) গলে যাবে

(গ) শক্ত হবে

(ঘ) হালকা হবে

উত্তর: (ক) ভঙ্গুর হবে


১২০। ইটে লাইম বেশি হলে ইট কি হয়?

(ক) ভঙ্গুর হবে

(খ) গলে যাবে

(গ) শত্রু হবে

(ঘ) হালকা হবে

উত্তর: (খ) গলে যাবে


১২১। বেলে পাথর পানি শোষণ করে কত % ?

(ক) ১০%

(খ) ২০%

(গ) ৩০%

(ঘ) 80%

উত্তর: (খ) ২০%


১২২। বাংলাদেশে গ্রানাইট পাওয়া যায় কোথায়?

(ক) চট্টগ্রাম ও সিলেট

(খ) চট্টগ্রাম ও বরিশাল

(গ) সিলেট ও ভোলা

(ঘ) রাজশাহী ও দিনাজপুর

উত্তর: (ক) চট্টগ্রাম ও সিলেট


১২৩। পানির সাথে সিমেন্টের বিক্রিয়ার নাম কি?

(ক) সূক্ষ্মতা

(খ) পানিযোজন

(গ) বিয়োজন

(ঘ) রূপান্তর

উত্তর: (খ) পানিযোজন


১২৪। টিম্বারকে নির্দিষ্ট অংশে খন্ড করা বাকল ছাড়া অংশকে কি বলে?

(ক) লগ টিম্বার

(খ) স্ট্যান্ডিং টিম্বার

(গ) রাফ টিম্বার

(ঘ) কনভার্টেডটিম্বার

উত্তর: (ক) লগ টিম্বার


১২৫। মার্বেল কোন শ্রেণীর পাথর?

(ক) আগ্নেয় শিলা

(খ) রুপান্তরিত শিলা

(গ) কঠিন শিলা

(ঘ) পাললিক শিলা

উত্তর: (খ) রুপান্তরিত শিলা


১২৬। ভাল পাথর আর্দ্রতামুক্ত করার জন্য নির্মাণ কাজের কত মাস আগে বাতাসে রাখা হয়?

(ক) ৩-৬ মাস

(খ) ৬-৯ মাস।

(গ) ৫-১২ মাস

(ঘ) ৫-৮ মাস

উত্তর: (গ) ৫-১২ মাস


১২৭। স্কাইলাইটে কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়?

(ক) শিট গ্লাস

(খ) বোর সিলিকেট গ্লাস

(গ) ওয়ার্ড গ্লাস

(ঘ) প্লেট গ্লাস

উত্তর: (গ) ওয়ার্ড গ্লাস


১২৮। চশমায় কোন ধরনের গ্লাস ব্যবহৃত হয়?

(ক) শিট গ্লাস

(খ) বোর সিলিকেট গ্লাস

(গ) ওয়ার্ড গ্লাস

(ঘ) প্লেট গ্লাস

উত্তর: (খ) বোর সিলিকেট গ্লাস


১২৯। বাংলাদেশে কোন গ্যাস ক্ষেত্রে সর্বাধিক গ্যাস মজুদ আছে?

(ক) তিতাস গ্যাস ক্ষেত্রে 

(খ) হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রে

(গ) হরিপুর গ্যাস ক্ষেত্রে

(ঘ) ভোলা গ্যাস ক্ষেত্রে

উত্তর: (ক) তিতাস গ্যাস ক্ষেত্রে


১৩০। নিচের কোনটি শব্দ অন্তরক সামগ্রী?

(ক) নিচ্ছিদ্র দেয়াল 

(খ) নরম কাঠের পার্টিশন

(গ) গ্লাস উলের টালি 

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) নিচ্ছিদ্র দেয়াল


১৩১। সিমেন্টে Final Setting time কত?

(ক) ৪ ঘন্টা

(খ) ৬ ঘন্টা

(গ) ৮ ঘন্টা 

(ঘ) ১০ ঘন্টা

উত্তর: (ঘ) ১০ ঘন্টা


১৩২। ডিসটেম্পারের উপাদান কয়টি?

(ক) ২টি

(খ) ৩ টি

(গ) ৪ টি (ঘ) ৫ টি

উত্তর: (গ) ৪ টি


১৩৩। চুন কামের উপাদান কয়টি?

(ক) ২টি

(খ) ৩ টি

(গ) ৪ টি

(ঘ) ৫ টি

উত্তর: (ঘ) ৫ টি


১৩৪। কালার ওয়াস এর উপাদান কয়টি?

(ক) ২টি

(খ) ৩ টি 

(গ) ৪ টি

(ঘ) ৫ টি

উত্তর: (ঘ) ৫ টি


১৩৫। কোনটি শব্দ শোষক সামগ্রিক বৈশিষ্ট্য?

(ক) সমতল পৃষ্ঠ 

(খ) ছিদ্ৰময়তা

(গ) নিচ্ছিদ্ৰতা

(ঘ) সৌন্দর্য

উত্তর: (খ) ছিত্রময়তা


১৩৬। কোনটি থার্মোসেটিং প্লাষ্টিক?

(ক) অ্যালকাইল

(খ) নাইলন

(গ) মেলামাইন ফরমালডিহাইড

(ঘ) ইউরিয়া ফর্মালডিহাইড

উত্তর: (খ) নাইলন


১৩৭। কোনটির শক্তি অপেক্ষাকৃত বেশি

(ক) PPC

(খ) OPC

(গ) PCC

(ঘ) কোনটিই নয়

উত্তর: (খ) OPC


১৩৮। কোনটির শক্তি অপেক্ষাকৃত কম ?

(ক) PPC 

(খ) OPC

(গ) PCC

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) PPC


১৩৯। নিচের কোন চালুনীর আকার বড়?

(ক) #4

(খ) #8

(গ) #16

(ঘ) #30

উত্তর: (ক) #4


১৪০। চালুনির আকার ছোট কোনটির?

(ক) #16

(খ) # 30

(গ) #50

(ঘ) #100

উত্তর: (ঘ) #100


১৪১। সুরকি কোন ধরনের এডমিক্সার?

(ক) পাজোলান

(খ) বায়ু বন্ধক

(গ) গতি বর্ধক

(ঘ) গতি মন্থর

উত্তর: (ক) পাজোলান


১৪২। কংক্রিটে এসিড জাতীয় পদার্থ ব্যবহার করলে বিক্রিয়ার গতি ?

(ক) বৃদ্ধি পায়

(খ) কমে যায়

(গ) অপরিবর্তিত থাকে

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) কমে যায়


১৪৩। কংক্রিটে ক্ষার জাতীয় পদার্থ ব্যবহার করলে বিক্রিয়ার গতি ?

(ক) বৃদ্ধি পায়

(খ) কমে যায়

(গ) অপরিবর্তিত থাকে

(ঘ) কোনোটিই নয়

উত্তর: (খ) (ক) বৃদ্ধি পায়


১৪৪। নীচের কোনটি পেইন্টের রঞ্জক উপাদান?

(ক) বাদাম তেল 

(খ) লিখাপেন

(গ) তারপিন

(ঘ) ল্যাম্প ক্লাক

উত্তর: (ঘ) ল্যাম্প ক্লাক


১৪৫। ঘরের ছাউনিতে কোন টালি ব্যবহার করা হয়?

(ক) প্লেইন টালি

(খ) ড্রেন টালি

(গ) রিজ টালি

(ঘ) কোনটিই নয়

উত্তর: (ক) প্লেইন টালি


১৪৬। নিচের কোনটি সালফেট রোধী সিমেন্ট?

(ক) ব্লাষ্ট ফারনেস সিমেন্ট

(খ) রঙ্গিন সিমেন্ট 

(গ) সালফেট রেজিস্টিং সিমেন্ট

(ঘ) হাই অ্যালুমিনা সিমেন্ট

উত্তর: (ক) ব্লাষ্ট ফারনেস সিমেন্ট


১৪৭। কংক্রিট সর্বোচ্চ শক্তি অর্জন করতে কত দিন সময় লাগবে?

(ক) 7 দিন

(খ) 14 দিন

(গ) 21 দিন 

(ঘ) 28 দিন

উত্তর: (ঘ) 28 দিন


১৪৮। পাথরকে কত ভাগে ভাগ করা যায় (ভৌতগত দিক দিয়ে)?

(ক) ২ ভাগে

(খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে

(ঘ) ৫ ভাগে

উত্তর: (ক) ২ ভাগে


১৪৯। যে বস্তুর স্থিতিস্থাপক গুণাঙ্ক যত বেশী তার অনমনীয়তা তত ?

(ক) কম

(খ) বেশী

(গ) খুব বেশী

(ঘ) খুব কম

উত্তর: (খ) বেশী


১৫০। পীড়ন কত প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৩ প্রকার

(গ) ৪ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তর: (খ) ৩ প্রকার


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url