এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। পানযোগ্য পানির PH এর মান কত?

(ক) 4.5-6.5

(খ) 5.5-7.5

(গ) 6.5-8.5

(ঘ) 7.5-9.5

উত্তরঃ (গ) 6.5-8.5


২। বিশুদ্ধ পানির PH এর মান কত?

(ক) 4 

(খ) 5

(গ) 6

(ঘ) 7

উত্তরঃ (ঘ) 7


৩। পানিতে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত?

(ক) 0.02 PPM

(খ) 0.03 PPM

(গ) 0.04 PPM

(ঘ) 0.05 PPM

উত্তরঃ (ঘ) 0.05 PPM


৪। PH এর মান কত হলে পানি অম্ল হয়?

(ক) 0.5

(খ) 0.7

(গ) 7-10

(ঘ) 7-14

উত্তরঃ (খ) 0-7


৫। PH এর মান কত হলে পানি ক্ষার হয়?

(ক) 0.5

(খ) 0-7 

(গ) 7-10

(ঘ) 7-14

উত্তরঃ (ঘ) 7-14


৬। পানিতে কত PPM পর্যন্ত আবিলত্ব গ্রহণযোগ্য?

(ক) 10 PPM

(খ) 20 PPM

(গ) 30 PPM

(ঘ) 40 PPM

উত্তরঃ (ক) 10 PPM


৭। ঘোলা পানিতে আবিলত্ব এর পরিমাণ কত?

(ক) 80PPM

(খ) 100 PPM

(গ) 120 PPM

(ঘ) 150 PPM

উত্তরঃ (খ) 100 PPM


৮। কংক্রিট পাইপ এর স্থায়িত্ব কত বছর?

(ক) ৫৫ বছর

(খ) ৭৫ বছর

(গ) ৮৫ বছর 

(ঘ) ১০০ বছর

উত্তরঃ (খ) ৭৫ বছর


৯। PPM এর পূর্ণরূপ কি?

(ক) Poition per million 

(খ) Pure per million

(গ) Parts per million

(ঘ) Poision per million

উত্তরঃ (গ) Parts per million


১০। পানির উৎস প্রধানত কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১১। ইস্পাত পাইপ এর স্থায়িত্ব কত বছর?

(ক) ৫০ বছর

(খ) ৭৫ বছর

(গ) ৮৫ বছর

(ঘ) ১০০ বছর

উত্তরঃ (ক) ৫০ বছর


১২। পানিতে কত PPM পর্যন্ত কঠিন পদার্থ গ্রহণযোগ্য?

(ক) 100 PPM

(খ) 200 PPM

(গ) 300 PPM

(ঘ) 500 PPM

উত্তরঃ (ঘ) 500 PPM


১৩। পানিতে কত PPM পর্যন্ত ক্লোরাইড গ্রহণযোগ্য?

(ক) 100 PPM

(খ) 150 PPM

(গ) 200 PPM

(ঘ) 250 PPM

উত্তরঃ (ঘ) 250 PPM


১৪। পরিবেশের উপাদানগুলো প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১৫। অগ্নি নির্বাপনের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ মোট পানির কত শতাংশ?

(ক) 3%

(খ) 5%

(গ) 8%

(ঘ) 10%

উত্তরঃ (খ) 5%


১৬। অফিসের জন্য দৈনিক মাথাপিছু পানির চাহিদা কত?

(ক) 45 লিটার

(খ) 70 লিটার

(গ) 135 লিটার

(ঘ) 180 লিটার

উত্তরঃ (ক) 45 লিটার


১৭। আবাসিক গৃহের জন্য দৈনিক মাথাপিছু পানির চাহিদা কত?

(ক) 45 লিটার 

(খ) 70 লিটার

(গ) 135 লিটার

(ঘ) 180 লিটার

উত্তরঃ (গ) 135 লিটার


১৮। স্কুলের জন্য দৈনিক মাথাপিছু পানির চাহিদা কত?

(ক) 45 লিটার

(খ) 70 লিটার

(গ) 135 লিটার

(ঘ) 180 লিটার

উত্তরঃ (ক) 45 লিটার


১৯। হোটেলের জন্য দৈনিক মাথাপিছু পানির চাহিদা কত?

(ক) 45 লিটার

(খ) 70 লিটার

(গ) 135 লিটার 

(ঘ) 180 লিটার

উত্তরঃ (ঘ) 180 লিটার


২০। এক গ্যালন সমান কত লিটার?

(ক) 2.21 লিটার 

(খ) 4.54 লিটার

(গ) 6.56 লিটার

(ঘ) 10 লিটার

উত্তরঃ (খ) 4.54 লিটার


২১। পানিতে সীসার গ্রহণযোগ্য মাত্রা কত?

(ক) 0.1 PPM

(খ) 0.2PPM

(গ) 0.3 PPM

(ঘ) 0.4 PPM

উত্তরঃ (ক) 0.1 PPM


২২। ভূগর্ভস্থ পানির স্তর কয়টি?

(ক) ১ টি 

(খ) ২ টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (ঘ) ৪ টি


২৩। গভীর নলকূপের গভীরতা কত মিটারের বেশি?

(ক) ২০ মিটার

(খ) ৪০ মিটার

(গ) ৬০ মিটার 

(ঘ) ৮০ মিটার

উত্তরঃ (গ) ৬০ মিটার


২৪। নিচের কোনটির জন্য পানি ক্ষার হয়?

(ক) ক্যালসিয়াম বাই কার্বনেট

(খ) ক্লোরাইড

(গ) নাইট্রেট

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


২৫। পানিতে লোহার গ্রহণযোগ্য মাত্রা কত?

(ক) 0.1PPM

(খ) 0.3 PPM 

(গ) 0.5PPM

(ঘ) 0.9 PPM

উত্তরঃ (গ) 0.5 PPM


২৬। পানিতে ক্যালসিয়াম কার্বনেট গ্রহণযোগ্য মাত্রা কত?

(ক) 13 PPM

(খ) 16 PPM

(গ) 21 PPM

(ঘ) 27 PPM

উত্তরঃ (ক) 13 PPM


২৭। বিশুদ্ধ পানিতে BOD মাত্রা কত?

(ক) 0.2 mg/lit.

(গ) 0.4 mg/lit.

(গ) 0.6mg/lit. 

(ঘ) 0.8 mg/lit.

উত্তরঃ (ক) 0.2 mg/lit.


২৮। বিশুদ্ধ পানিতে COD মাত্রা কত?

(ক) 2 mg/lit.

(খ) 4 mg/lit 

(গ) 6mg/lit.

(ঘ) 8mg/lit.

উত্তরঃ (খ) 4 mg/lit.


২৯। বিশুদ্ধ পানিতে অ্যামোনিয়া মাত্রা কত?

(ক) 0.2 mg/lit

(খ) 0.5mg/lit 

(গ) 0.7 mg/lit. 

(ঘ) 0.8 mg/lit

উত্তরঃ (খ) 0.5 mg/lit.


৩০। পানিকে কত মিনিট ধরে ফুটালে পানিতে বিশুদ্ধ হয়?

(ক) ৫-১০ মিনিট

(খ) ১০-১৫ মিনিট

(গ) ১৫-২০ মিনিট 

(ঘ) ২০-২৫ মিনিট

উত্তরঃ (গ) ১৫-২০ মিনিট


৩১। পানির খরতা কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৩২। কোনটি বিশুদ্ধ পানির উৎস?

(ক) নদী

(খ) সমুদ্র 

(গ) খাল

(ঘ) বৃষ্টি

উত্তরঃ (ঘ) বৃষ্টি


৩৩। 6 নং পাইপের সিলিন্ডার এর ব্যাস কত?

(ক) 4

(খ) 6" 

(গ) 8"

(ঘ) 10"

উত্তরঃ (খ) 6"


৩৪। ভূনিম্নস্থ পানি ধারক স্তর কে কি বলা হয়?

(ক) হাইড্রেনট

(খ) একুইফার

(গ) ডাইস্টক 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) একুইফার


৩৫। পানিকে জীবাণুমুক্ত করার জন্য প্রয়োজনীয় ক্লোরিনের পরিমাণ কত?

(ক) 20mg/lit.

(খ) 40mg / lit.

(গ) 50mg/lit 

(ঘ) 60mg/lit.

উত্তরঃ (গ) 50mg/lit


৩৬। সিউয়েজে শতকরা কত ভাগ পানি থাকে?

(ক) 99%

(4) 99.3% 

(গ) 99.9%

(ঘ) 100%

উত্তরঃ (গ) 99.9%


৩৭। সিউয়েজে শতকরা কত ভাগ বর্জ্য থাকে?

(ক) 1% 

(খ) 0.7%

(গ) 0.5%

(ঘ) 0.01 %

উত্তরঃ (ঘ) 0.01%


৩৮। সিউয়েজ নিষ্কাশন ব্যবস্থা কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৩৯। সিউয়েজ কাকে বলে?

(ক) আর্দ্র আবর্জনা 

(খ) শুষ্ক আবর্জনা

(গ) কঠিন আবর্জনা

(ঘ) তরল আবর্জনা

উত্তরঃ (ঘ) তরল আবর্জনা


80। Garbage কাকে বলে?

(ক) আর্দ্র আবর্জনা 

(খ) শুষ্ক আবর্জনা

(গ) কঠিন আবর্জনা

(ঘ) তরল আবর্জনা

উত্তরঃ (খ) শুষ্ক আবর্জনা


৪১। দূষিত পানির জন্য কোন পরীক্ষা করা হয়?

(ক) BOD

(খ) COD

(গ) সবগুলো

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) সবগুলো


৪২। সিউয়েজ প্রবাহের সর্বোচ্চ বেগ কত?

(ক) 1-1.8m/s

(খ) 1.8-3m/s

(গ) 2-3m/s

(ঘ) 2-2.8m/s

উত্তরঃ (খ) 1.8-3m/s


৪৩। সিউয়েজ প্রবাহের সর্বনিম্ন বেগ কত?

(ক) 0.1-1.8m/s

(খ) 0.8-1m/s

(গ) 0.9-1.5m/s

(ঘ) 12.8m/s

উত্তরঃ (গ) 0.9-1.5m/s


৪৪। ম্যানহোলে প্রবেশের পূর্বে কত ঘন্টা আগে ঢাকনা খুলতে হয়?

(ক) ১ ঘন্টা

(খ) ২ ঘন্টা 

(গ) ৩ ঘন্টা

(ঘ) ৪ ঘন্টা

উত্তরঃ (ক) ১ ঘন্টা


৪৫। ম্যানহোলে যে বিষাক্ত গ্যাস থাকে তার নাম কি?

(ক) কার্বন মনোক্সাইড

(খ) হাইড্রোজেন অক্সাইড 

(গ) কার্বন ডাই অক্সাইড

(ঘ) হাইড্রোজেন সালফাইট

উত্তরঃ (ঘ) হাইড্রোজেন সালফাইট


৪৬। BOD পরীক্ষা কতদিন করা হয়?

(ক) ৫ দিন

(খ) ৭ দিন

(গ) ৯ দিন

(ঘ) ১০ দিন

উত্তরঃ (ক) ৫ দিন


৪৭। BOD এর পূর্ণরূপ কি?

(ক) Bio Chemical Oxyzen Demand

(খ) Chemical Oxyzen Demand

(গ) Both Chemical Oxyzen Dernand

(ঘ) Chlorine Oxyzen Demand

উত্তরঃ (ক) Bio Chemical Oxyzen Demand


৪৮। COD এর পূর্ণরূপ কি?

(ক) Bio Chemical Oxyzen Demand

(খ) Chemical Oxyzen Demand

(গ) Both Chemical Oxyzen Demand 

(ঘ) Chlorine Oxyzen Demand

উত্তরঃ (খ) Chemical Oxyzen Demand


৪৯। সিউয়েজ শোধনের প্রধান ধাপ কয়টি?

(ক) ১ টি

(খ) ২টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (খ) ২ টি


৫০। সেপটিক ট্যাংকের অবরোধ কাল কত?

(ক) ৬ ঘন্টা

(খ) ১২ ঘন্টা

(গ) ২৪ ঘন্টা 

(ঘ) ৪৮ ঘন্টা

উত্তরঃ (গ) ২৪ ঘন্টা

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url