থিওরি অফ স্ট্রাকচার বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। কোন বিন্দুর শিয়ার ফোর্স হলো প্রযুক্ত বল সমূহের বীজগনীতিক ?

(ক) যোগফল

(খ) বিয়োগফল

(গ) গুণফল 

(ঘ) ভাগফল

উত্তরঃ (ক) যোগফল


২। কোন বিন্দুর বেন্ডিং মোমেন্ট হলো প্রযুক্ত মোমেন্ট সমূহের বীজগনীতিক ?

(ক) যোগফল

(খ) বিয়োগফল

(গ) গুণফল

(ঘ) ভাগফল

উত্তরঃ (ক) যোগফল


৩। যে বিমের এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত অবস্থায় থাকে তাকে কি বলে ?

(ক) সাধারণভাবে স্থাপিত বিম

(খ) ক্যান্টিলিভার বিম

(গ) আবদ্ধ বিম

(ঘ) ঝুলন্তবিম

উত্তরঃ (খ) ক্যান্টিলিভার বিম


৪। যে বিম একটি হিঞ্জ সাপোর্ট এবং একটি রোলার সাপোর্টের উপর অবস্থান করে তাকে কি বলে ?

(ক) সাধারণভাবে স্থাপিত বিম 

(খ) ক্যান্টিলিভার বিম 

(গ) আবদ্ধ বিম

(ঘ) ঝুলন্তবিম

উত্তরঃ (ক) সাধারণভাবে স্থাপিত বিম


৫। যে বিম দুটি সাপোর্ট এর মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে তাকে কি বলে ?

(ক) সাধারণভাবে স্থাপিত বিম

(খ) ক্যান্টিলিভার বিম

(গ) আবদ্ধ বিম

(ঘ) ঝুলন্তবিম

উত্তরঃ (গ) আবদ্ধ বিম


৬। যে বিম তিন বা ততোধিক সাপোর্ট এর উপরে অবস্থান করে তাকে কি বলে ?

(ক) সাধারণভাবে স্থাপিত বিম

(খ) ক্যান্টিলিভার বিম

(গ) ধারাবাহিক বিম

(ঘ) ঝুলন্তবিম

উত্তরঃ (গ) ধারাবাহিক বিম


৭। সাধারণভাবে স্থাপিত বিম যখন দুই দিকে বর্ধিত অবস্থায় লোড বহন করে তাকে কি বলে ?

(ক) সাধারণভাবে স্থাপিত বিম

(খ) ক্যান্টিলিভার বিম

(গ) আবদ্ধ বিম

(ঘ) ঝুলন্তবিম

উত্তরঃ (ঘ) ঝুলন্তবিম


৮। SFD তে অনুভূমিক রেখা কি নির্দেশ করে ?

(ক) কেন্দ্ৰীভূত লোড

(খ) সমভাবে বিস্তৃত লোড 

(গ) অসমভাবে বিস্তৃত লোড

(ঘ) শূন্য লোড

উত্তরঃ (ঘ) শূন্য লোড


৯। SFD তে উলম্ব রেখা কি নির্দেশ করে?

(ক) কেন্দ্ৰীভূত লোড

(খ) সমভাবে বিস্তৃত লোড

(গ) অসমভাবে বিস্তৃত লোড

(ঘ) শূন্য লোড

উত্তরঃ (ক) কেন্দ্রীভূত লোড


১০। SFD তে হেলানো সরলরেখা কি নির্দেশ করে ?

(ক) কেন্দ্ৰীভূত লোড

(খ) সমভাবে বিস্তৃত লোড 

(গ) অসমভাবে বিস্তৃত লোড

(ঘ) শূন্য লোড

উত্তরঃ (খ) সমভাবে বিস্তৃত লোড


১১। SFD তে বক্র রেখা কি নির্দেশ করে ?

(ক) কেন্দ্ৰীভূত লোড

(খ) সমভাবে বিস্তৃত লোড

(গ) অসমভাবে বিস্তৃত লোড 

(ঘ) শূন্য লোড

উত্তরঃ (গ) অসমভাবে বিস্তৃত লোড


১২। SFD যে স্থানে চিহ্ন পরিবর্তন করে তাকে কি বলে ?

(ক) Dangarous Point

(খ) Contraflexure Point

(গ) Inflection Point 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) Dangarous Point


১৩। BMD যে স্থানে চিহ্ন পরিবর্তন করে তাকে কি বলে ?

(ক) Dangarous Point

(খ) Contraflexure Point

(গ) Inflection Point

(ঘ) খ+গ

উত্তরঃ (ঘ) খ+গ


১৪। শিয়ার কত প্রকার ?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১৫। মোমেন্ট কত প্রকার ?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১৬। ক্যান্টিলিভার বীমে উৎপন্ন হয় ?

(ক) ধনাত্মক মোমেন্ট 

(খ) ঋণাত্মক মোমেন্ট

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) ঋণাত্মক মোমেন্ট


১৭। ক্যান্টিলিভার বীমে সর্বোচ্চ ঋণাত্মক মোমেন্ট উৎপন্ন হয় ?

(ক) সাপোর্টে

(খ) মাঝে

(গ) প্রান্তে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সাপোর্টে


১৮। ক্যান্টিলিভার বীমের প্রান্তে মোমেন্ট উৎপন্ন হয় ?

(ক) সর্বোচ্চ

(খ) শূন্য

(গ) সমান

(ঘ) সবগুলো

উত্তরঃ (খ) শূন্য


১৯। হিঞ্জ সাপোর্ট কি ধরনের লোড নিতে পারে পারে?

(ক) Vertical Load

(খ) Horizontal Load

(গ) Moment

(ঘ) (ক+খ)

উত্তরঃ (ঘ) (ক+খ)


২০। রোলার সাপোর্ট কি ধরনের লোড নিতে পারে পারে ?

(ক) Vertical Load 

(খ) Horizontal Load

(গ) Moment

(ঘ) (ক+খ)

উত্তরঃ (ক) Vertical Load


২১। ফিক্সড সাপোর্ট কি ধরনের লোড নিতে পারে পারে ?

(ক) Vertical Load

(খ) Horizontal Load

(গ) Moment

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


২২। L দৈর্ঘ্যের ক্যান্টিলিভার বীমে প্রতি এককে w লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ শিয়ার ফোর্স কত হবে ?

(ক) wL

(খ) wL/2

(গ) wL/4

(ঘ) wL/8

উত্তরঃ (গ) wL/4


২৩। L দৈর্ঘ্যের ক্যান্টিলিভার বীমের প্রান্তে P লোড থাকলে সর্বোচ্চ শিয়ার ফোর্স কত হবে ?

(ক) P

(খ) PL/2

(গ) PL/4

(ঘ) PL/8

উত্তরঃ (ক) P


২৪। L দৈর্ঘ্যের ক্যান্টিলিভার বীমে প্রতি এককে w লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত হবে?

(ক) wL

(খ) wL2/2

(গ) wL/4

(ঘ) wL2/4

উত্তরঃ (খ) wL2/2


২৫। L দৈর্ঘ্যের ক্যান্টিলিভার বীমের প্রান্তে P লোড থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত হবে?

(ক) PL

(খ) PL/2

(গ) PL/4

(ঘ) PL/8

উত্তরঃ (ক) PL


২৬। L দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমে প্রতি এককে w লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত হবে?

(ক) wL

(খ) wL2/2

(গ) wL2/4

(ঘ) wL2/8

উত্তরঃ (ঘ) wL2/8


২৭। L দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমে প্রতি এককে w লোড সমভাবে বিস্তৃত থাকলে সর্বোচ্চ শিয়ার ফোর্স কত হবে?

(ক) wL

(খ) wL/2

(গ) wL/4

(ঘ) wL/8

উত্তরঃ (খ) wL/2


২৮। L দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মাঝে P লোড থাকলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট কত হবে?

(ক) PL

(খ) PL/2

(গ) PL/4

(ঘ) PL/8

উত্তরঃ (গ) PL/4


২৯। L দৈর্ঘ্যের সাধারণভাবে স্থাপিত বীমের মাঝে P লোড থাকলে সর্বোচ্চ শিয়ার ফোর্স কত হবে?

(ক) P/2

(খ) PL/2

(গ) PL/4

(ঘ) PL/8

উত্তরঃ (ক) P/2


৩০। বীমের নিরপেক্ষ অক্ষের অবস্থান চ্যুতিকে কি বলে?

(ক) ডিফ্লেকশন

(খ) শিয়ার

(গ) মোমেন্ট

(ঘ) বেন্ডিং

উত্তরঃ (ক) ডিফ্লেকশন


৩১। সাধারণভাবে স্থাপিত বীমের সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় হবে ?

(ক) সাপোর্টে

(খ) মাঝে

(গ) প্রান্তে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) মাঝে


৩২। ক্যান্টিলিভার বীমের সর্বোচ্চ ডিফ্লেকশন কোথায় হবে?

(ক) সাপোর্টে

(খ) মাঝে

(গ) প্রান্তে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) প্রান্তে


৩৩। বিম ডিজাইন করা হয় কিসের উপর ভিত্তি করে?

(ক)সর্বনিম্ন ডিফ্লেকশন

(খ) সর্বোচ্চ ডিফ্লেকশন

(গ) শূর্ন্য ডিফ্লেকশন

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) সর্বোচ্চ ডিফ্লেকশন


৩৪। নিরপেক্ষ অক্ষে শেয়ার ফোর্স এর মান?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) সর্বোচ্চ


৩৫। নিরপেক্ষ অক্ষে বেন্ডিং মোমেন্ট এর মান?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) শূর্ন্য


৩৬। বীমের বাহিরের প্রান্তে শেয়ার ফোর্স এর মান?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) শূর্ন্য


৩৭। বীমের বাহিরের প্রান্তে বেন্ডিং মোমেন্ট এর মান?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) সর্বোচ্চ


৩৮। SI এককে ওজনের একক?

(ক) কেজি

(খ) পাউন্ড

(গ) নিউটন

(ঘ) পেসস্কেল

উত্তরঃ (গ) নিউটন


৩৯। দুটি বল সমান ও বিপরীতমুখী হলে লব্ধি হবে?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) শূর্ন্য


৪০। দুটি বল একই দিকে ক্রিয়াশীল থাকলে লব্ধি হবে?

(ক) যোগফলের সমান 

(খ) বিয়োগফলের সমান

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) যোগফলের সমান


৪১। দুটি বল বিপরীতমুখী ক্রিয়াশীল থাকলে লব্ধি হবে?

(ক) যোগফলের সমান 

(খ) বিয়োগফলের সমান

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বিয়োগফলের সমান


৪২। বলের সাম্যবস্থার শর্ত কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (গ) ৩ টি


৪৩। ঘূর্ণন প্রবণতার দিক অনুসারে বলের মোমেন্ট কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ টিপ্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৪৪। বলের প্রভাব এর উপর ভিত্তি করে মোমেন্টকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার 

(ঘ) ৪ টিপ্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৪৫। মোমেন্ট হল?

(ক) বল x দূরত্ব

(খ) বল - দূরত্ব

(গ) বল + দূরত্ব

(ঘ) বল / দূরত্ব

উত্তরঃ (ক) বল x দূরত্ব


৪৬। বল ঠিক রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করলে মোমেন হবে?

(ক) ২/১ গুণ

(খ) ১ গুণ

(গ) ২ গুণ

(ঘ) ৪ গুণ

উত্তরঃ (গ) ২ গুণ


৪৭। লিভার কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৪৮। ইঞ্জিনিয়ারিং বল বিজ্ঞান কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৪৯। দুটি বলের লব্ধি বলদ্বয়ের যোগফলের সমান হলে অন্তর্ভুক্ত কোণ?

(ক) ০ ডিগ্রী

(খ) ৩০ ডিগ্রী

(গ) ৯০ ডিগ্রী

(ঘ) ১৮০ ডিগ্রী

উত্তরঃ (ক) ০ ডিগ্রী


৫০। দুটি বলের লব্ধি বলদ্বয়ের বিয়োগফলের সমান হলে অন্তর্ভুক্ত কোণ?

(ক) ০ ডিগ্রী

(খ) ৩০ ডিগ্রী

(গ) ৯০ ডিগ্রী

(ঘ) ১৮০ ডিগ্রী

উত্তরঃ (ঘ) ১৮০ ডিগ্রী


৫১। দুটি বলের লব্ধির বর্গ বলদ্বয়ের বর্গের যোগফলের সমান হলে অন্তর্ভুক্ত কোণ?

(ক) ০ ডিগ্রী

(খ) ৩০ ডিগ্রী

(গ) ৯০ ডিগ্রী

(ঘ) ১৮০ ডিগ্রী

উত্তরঃ (গ) ৯০ ডিগ্রী


৫২। সমান্তরাল বল কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৫৩। মোমেন্ট এর একক কি?

(ক) KG

(খ) KG/M

(st) KG-M

(ঘ) KG/M2

উত্তরঃ (গ) KG-M


৫৪। যেসব বল একই বিন্দুতে মিলিত হয়ে কাজ করে?

(ক) কোপ্লেনার বল

(খ) কনকারেন্ট বল

(গ) কোপ্লেনার কনকারেন্ট বল

(ঘ) যুগল বল

উত্তরঃ (খ) কনকারেন্ট বল


৫৫। যেসব বল একই তলে কাজ করে?

(ক) কোপ্লেনার বল

(খ) কনকারেন্ট বল

(গ) কোপ্লেনার কনকারেন্ট বল

(ঘ) যুগল বল

উত্তরঃ (ক) কোপ্লেনার বল


৫৬। যেসব বল একই বিন্দুতে ও একই তলে কাজ করে?

(ক) কোপ্লেনার বল 

(খ) কনকারেন্ট বল

(গ) কোপ্লেনার কনকারেন্ট বল

(ঘ) যুগল বল

উত্তরঃ (গ) কোপ্লেনার কনকারেন্ট বল


৫৭। ল্যামির সূত্র প্রযোজ্য কোন ক্ষেত্রে?

(ক) কোপ্লেনার বল 

(খ) কনকারেন্ট বল

(গ) কোপ্লেনার কনকারেন্ট বল

(ঘ) যুগল বল

উত্তরঃ (ক) কোপ্লেনার বল


৫৮। ভারসাম্যের দ্বিবল, ত্রিবল, চার বল নীতি প্রযোজ্য কোন ক্ষেত্রে?

(ক) কোপ্লেনার বল

(খ) কনকারেন্ট বল

(গ) কোপ্লেনার কনকারেন্ট বল

(ঘ) যুগল বল

উত্তরঃ (ক) কোপ্লেনার বল


৫৯। যুগল সৃষ্টিকারী বলের বীজগণিতের যোগফল?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) শূর্ন্য


৬০। বিম কত প্রকার?

(ক) ৩ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ৫ প্রকার

(ঘ) ৬ প্রকার

উত্তরঃ (গ) ৫ প্রকার


৬১। স্টাটিক্যালি ইনডিটারমিনেট বিম কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৬২। কোনটি স্টাটিক্যালি ইনডিটারমিনেট বিম?

(ক) সাধারণভাবে স্থাপিত বিম

(খ) ক্যান্টিলিভার বিম 

(গ) আবদ্ধ বিম

(ঘ) ঝুলন্তবিম

উত্তরঃ (গ) আবদ্ধ বিম


৬৩। সাম্যবস্থার সূত্রের সাহায্যে প্রতিক্রিয়া বল নির্ণয় করা যায় কোন বীমের ক্ষেত্রে?

(ক) স্টাটিক্যালি ডিটারমিনেট বিম

(খ) স্টাটিক্যালি ইনডিটারমিনেট বিম

(গ) ক+খ

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) স্টাটিক্যালি ডিটারমিনেট বিম


৬৪। সাম্যবস্থার সূত্রের সাহায্যে প্রতিক্রিয়া বল নির্ণয় করা যায় না কোন বীমের ক্ষেত্রে?

(ক) স্টাটিক্যালি ডিটারমিনেট বিম 

(খ) স্টাটিক্যালি ইনডিটারমিনেট বিম

(গ) ক+খ

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) স্টাটিক্যালি ইনডিটারমিনেট বিম


৬৫। বীমের উপর প্রযুক্ত লোড কয় প্রকার?

(ক) ৩ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ৫ প্রকার

(ঘ) ৬ প্রকার

উত্তরঃ (ক) ৩ প্রকার


৬৬। T বীমের স্লাবের অংশকে বলে?

(ক) ওয়েব

(খ) ফ্লেন্জ

(গ) ক+খ

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) ফ্লেন্জ


৬৭। T বীমের স্লাবের নিচের অংশকে বলে?

(ক) ওয়েব

(খ) ফ্লেন্জ

(গ) ক+খ

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) ওয়েব


৬৮। ওয়েব কোন ধরনের পীড়ন প্রতিরোধ করে?

(ক) চাপা পীড়ন

(খ) টানা পীড়ন

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) টানা পীড়ন


৬৯। ফ্লেন্জ কোন ধরনের পীড়ন প্রতিরোধ করে?

(ক) চাপা পীড়ন

(খ) টানা পীড়ন

(গ) উভয় 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) চাপা পীড়ন


৭০। বিপদজনক সেকশনে শিয়ারের ফোর্স ডায়াগ্রাম এর মান?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ 

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) শূর্ন্য


৭১। ইনফ্লেকশন পয়েণ্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এর মান?

(ক) সর্বনিম্ন

(খ) সর্বোচ্চ

(গ) শূন্য

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) শূর্ন্য


৭২। কাজের ব্যবহারিক একক?

(ক) জুল

(খ) নিউটন 

(গ) পেসস্কেল

(ঘ) কেজি

উত্তরঃ (ক) জুল


৭৩। এক অশ্ব ক্ষমতা = ?

(ক) 70 kg-m/sec 

(খ) 75 Kg-m/sec

(গ) 80 Kg-m/sec

(ঘ) 85 Kg-m/sec

উত্তরঃ (খ) 75 Kg-m/sec


৭৪। ইঞ্জিনের পাওয়ার কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৭৫। যান্ত্রিক শক্তি কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url