ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। সড়ক ও জনপথের নিয়ম অনুসারে মহাসড়কের পাশে কত মিটারের মধ্যে স্থাপনা রাখা যাবে না?

(ক) ৫ মিটার

(খ) ১০ মিটার

(গ) ১৫ মিটার 

(ঘ) ২০ মিটার

উত্তরঃ (খ) ১০ মিটার


২। সড়কের যে স্থান দিয়ে যানবাহন চলাচল করে তাকে কি বলে?

(ক) সোল্ডার

(খ) পেভমেন্ট

(গ) এক্সপ্রেসওয়ে 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) পেভমেন্ট


৩। সড়কের Slope কত দেওয়া হয়?

(ক) ১:২

(খ) ১:৩ 

(গ) ১:৪

(ঘ) ১:৫

উত্তরঃ (ক) ১:২


৪। সড়কের সর্বনিম্ন স্তরকে কি বলে?

(ক) সাবগ্রেট

(খ) সাববেজ

(গ) বেজ

(ঘ) ওয়ারিং কোর্স

উত্তরঃ (ক) সাবগ্রেট


৫। সড়ক পৃষ্ঠের সর্বোচ্চ বিন্দুকে বলে?

(ক) ক্রাউন

(খ) ক্যাম্বার

(গ) গ্রাডিয়েন্ট

(ঘ) বার্ম

উত্তরঃ (ক) ক্রাউন


৬। বাংলাদেশের সড়ক নির্মাণের জন্য কত গ্রেডের বিটুমিন ব্যবহার করা হয়?

(ক) ৩০-৪০

(খ) ৬০-৭০

(গ) ৭০-৮০

(ঘ) ৮০-১০০

উত্তরঃ (ঘ) ৮০-১০০


৭। পেভমেন্টের স্তর কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি 

(গ) ৩টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (গ) ৩ টি


৮। ফ্লেক্সিবল পেভমেন্ট বেজ এর পুরুত্ব?

(ক) ৫.cm

(খ) ১০cm

(গ) ১৫ cm

(ঘ) ২০.cm

উত্তরঃ (খ) ১০cm


৯। মাটির Group Index এর মান কত?

(ক) 0 to 10

(খ) 0 to 20

(গ) 0 to 30

(ঘ) 0 to 40

উত্তরঃ (খ) 0 to 20


১০। রিজিড পেভমেন্ট এর ওয়ারিং কোর্স এর পুরুত্ব কত?

(ক) 6cm

(খ) 6.5cm

(গ) 7cm

(ঘ) 7.5cm

উত্তরঃ (ঘ) 7.5cm


১১। CBR এর মান কম হলে বেজ কোর্সের পুরুত্ব হবে?

(ক) কম

(খ) বেশি

(গ) সমান

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বেশি


১২। কোনটির নির্মাণ খরচ বেশি?

(ক) ফ্লেক্সিবল পেভমেন্ট 

(খ) রিজিড পেভমেন্ট

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) রিজিড পেভমেন্ট


১৩। কোনটির নির্মাণ খরচ কম?

(ক) ফ্লেক্সিবল পেভমেন্ট 

(খ) রিজিড পেভমেন্ট

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) ফ্লেক্সিবল পেভমেন্ট


১৪। কোনটি দীর্ঘস্থায়ী?

(ক) ফ্লেক্সিবল পেভমেন্ট

(খ) রিজিড পেভমেন্ট 

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) রিজিড পেভমেন্ট


১৫। সড়কে টাইবার ব্যবহার করা হয়?

(ক) লম্বালম্বি জোড়ে 

(খ) আড়াআড়ি জোড়ে

(গ) উলম্ব জোড়ে

(ঘ) সবগুলো

উত্তরঃ (ক) লম্বালম্বি জোড়ে


১৬। সড়কে ডাউয়েল বার ব্যবহার করা হয়?

(ক) লম্বালম্বি জোড়ে

(খ) আড়াআড়ি জোড়ে

(গ) উলম্ব জোড়ে

(ঘ) সবগুলো

উত্তরঃ (খ) আড়াআড়ি জোড়ে


১৭। সুপার এলিভেশন এর সূত্র কোনটি?

(ক) v/127R

(খ) v2/127R

(গ) v2*127R

(ঘ) v2-127R

উত্তরঃ (খ) v2/127R


১৮। সড়কে সুপার এলিভেশন দেওয়া হয়?

(ক) Horizontal Curve

(খ) Vertical Curve

(গ) Road Curve

(ঘ) Elevation Curve

উত্তরঃ (ক) Horizontal Curve


১৯। রেলগেজ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


২০। ব্রডগেজ লাইনের প্রস্থ কত?

(ক) ৬১০-৭৬২ মিলিমিটার

(খ) ১০০০-১০৬৭ মিলিমিটার

(গ) ১৪৩৫-১৪৫১ মিলিমিটার 

(ঘ) ১৫২৪-১৬৭৬ মিলিমিটার

উত্তরঃ (ঘ) ১৫২৪-১৬৭৬ মিলিমিটার


২১। স্টান্ডার্ডগেজ লাইনের প্রস্থ কত?

(ক) ৬১০-৭৬২ মিলিমিটার

(খ) ১০০০-১০৬৭ মিলিমিটার 

(গ) ১৪৩৫-১৪৫১ মিলিমিটার

(ঘ) ১৫২৪-১৬৭৬ মিলিমিটার

উত্তরঃ (গ) ১৪৩৫-১৪৫১ মিলিমিটার


২২। ন্যারোগেজ লাইনের প্রস্থ কত?

(ক) ৬১০-৭৬২ মিলিমিটার 

(খ) ১০০০-১০৬৭ মিলিমিটার

(গ) ১৪৩৫-১৪৫১ মিলিমিটার

(ঘ) ১৫২৪-১৬৭৬ মিলিমিটার

উত্তরঃ (ক) ৬১০-৭৬২ মিলিমিটার


২৩। মিটারগেজ লাইনের প্রস্থ কত?

(ক) ৬১০-৭৬২ মিলিমিটার

(খ) ১০০০-১০৬৭ মিলিমিটার

(গ) ১৪৩৫-১৪৫১ মিলিমিটার

(ঘ) ১৫২৪-১৬৭৬ মিলিমিটার

উত্তরঃ (খ) ১০০০-১০৬৭ মিলিমিটার


২৪। স্লিপার কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


২৫। কাঠের স্লাব দীর্ঘস্থায়ী হয়?

(ক) ১০-১২ বছর

(খ) ২০-২৫ বছর

(গ) ৪০-৫০ বছর

(ঘ) ৫০-৬০ বছর

উত্তরঃ (ক) ১০-১২ বছর


২৬। কাস্ট আয়রন স্লাব দীর্ঘস্থায়ী হয়?

(ক) ১০-১২ বছর

(খ) ২০-২৫ বছর

(গ) ৪০-৫০ বছর

(ঘ) ৫০-৬০ বছর

উত্তরঃ (ঘ) ৫০-৬০ বছর


২৭। ইস্পাত স্লাব দীর্ঘস্থায়ী হয়?

(ক) ১০-১২ বছর

(খ) ২০-২৫ বছর

(গ) ৪০-৫০ বছর

(ঘ) ৫০-৬০ বছর

উত্তরঃ (খ) ২০-২৫ বছর


২৮। কংক্রিট স্লাব দীর্ঘস্থায়ী হয়?

(ক) ১০-১২ বছর

(খ) ২০-২৫ বছর

(গ) ৪০-৫০ বছর

(ঘ) ৫০-৬০ বছর

উত্তরঃ (গ) ৪০-৫০ বছর


২৯। বাকে স্লিপারের ঘনত্ব কত ধরা হয়?

(ক) n+2 

(খ) n+3

(গ) n+5

(ঘ) n+7

উত্তরঃ (গ) n+5


৩০। উত্তম ব্যালাস্টর আকার কত?

(ক) ১৯-৩১ মিলিমিটার 

(খ) ১৯-৪১ মিলিমিটার

(গ) ১৯-৫১ মিলিমিটার

(ঘ) ১৯-৬১ মিলিমিটার

উত্তরঃ (গ) ১৯-৫১ মিলিমিটার


৩১। ব্রডগেজে প্রতি ফুট দৈর্ঘ্যের জন্য কত ঘনফুট ব্যালাস্টর প্রয়োজন?

(ক) ৬ ঘনফুট

(খ) ৮ ঘনফুট

(গ) ১০ ঘনফুট

(ঘ) ১২ ঘনফুট

উত্তরঃ (গ) ১০ ঘনফুট


৩২। সড়কের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাত কত?

(ক) ১/২

(খ) ১/৪

(গ) ১/৬

(ঘ) ১/৮

উত্তরঃ (খ) ১/৪


৩৩। রেলের ক্ষেত্রে কেন্দ্রাতিগ অনুপাত কত?

(ক) ১/২

(খ) ১/৪

(গ) ১/৬

(ঘ) ১/৮

উত্তরঃ (ঘ) ১/৮


৩৪। ট্রাফিক সিগন্যাল কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার 

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৩৫। সড়ক সন্ধি কত প্রকার?

(ক) ৪ প্রকার

(খ) ৫ প্রকার

(গ) ৬ প্রকার

(ঘ) ৭ প্রকার

উত্তরঃ (খ) ৫ প্রকার


৩৬। সড়কে লেনের প্রস্থ কত?

(ক) 3.8 মিটার

(খ) 4.0 মিটার

(গ) 4.2 মিটার 

(ঘ) 4.4 মিটার

উত্তরঃ (ক) 3.8 মিটার


৩৭। চাকার আবর্তন না হয়ে দূরত্ব অতিক্রম হওয়াকে কি বলে?

(ক) স্কেটিং

(খ) স্লিপিং

(গ) স্কিডিং

(ঘ) ব্রেকিং

উত্তরঃ (গ) স্কিডিং


৩৮। চাকার আবর্তন হয়ে দূরত্ব অতিক্রম না হওয়াকে কি বলে?

(ক) স্কেটিং

(খ) স্লিপিং 

(গ) স্কিডিং

(ঘ) ব্রেকিং

উত্তরঃ (খ) স্লিপিং


৩৯। ট্রান্সপোর্টেশন কে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ১ ভাগে 

(খ) ২ ভাগে

(গ) ৩ ভাগে

(ঘ) ৪ ভাগে

উত্তরঃ (ঘ) ৪ ভাগে


৪০। ন্যাশনাল হাইওয়ের ন্যূনতম রাইট অব ওয়ের প্রস্থ কত?

(ক) ২০ মিটার

(খ) ২৫ মিটার

(গ) ৩০ মিটার 

(ঘ) ৩৫ মিটার

উত্তরঃ (গ) ৩০ মিটার


৪১। পেভমেন্টের উভয় পার্শ্বের বর্ধিত অংশকে কি বলে?

(ক) সোল্ডার

(খ) বার্ম

(গ) বরোপিট

(ঘ) সংরক্ষিত ভূমি

উত্তরঃ (ক) সোল্ডার


৪২। বিটুমিনাস সড়কের ক্যাম্বার কত দেওয়া হয়?

(ক) ১:৩০

(খ) ১:৪০

(গ) ১:৪৮

(ঘ) ১:৬০

উত্তরঃ (গ) ১:৪৮


৪৩। রিজিড পেভমেন্টের ক্যাম্বার কত দেওয়া হয়?

(ক) ১:৩০

(খ) ১:৪০

(গ) ১:৪৮

(ঘ) ১:৬০

উত্তরঃ (ঘ) ১:৬০


৪৪। ব্রেক এর জন্য প্রতিক্রিয়া সময় কত ধরা হয়?

(ক) 0-0.5 মিনিট

(খ) 0.5-1 মিনিট 

(গ) 1-1.5 মিনিট

(ঘ) 1.5-2 মিনিট

উত্তরঃ (খ) 0.5-1 মিনিট


৪৫। রেলওয়েতে কত ধরনের স্পাইক ব্যবহার করা হয়?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


৪৬। রেল সড়কের উৎপত্তি কোন দেশে?

(ক) ইংল্যান্ড

(খ) আমেরিকা

(গ) ফ্রান্স

(ঘ) জাপান

উত্তরঃ (ক) ইংল্যান্ড


৪৭। ক্রান্তি বাক কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৪৮। কালভার্ট এর দৈর্ঘ্য কত মিটারের কম হয়?

(ক) ৪ মিটার

(খ) ৫ মিটার

(গ) ৬ মিটার 

(ঘ) ৭ মিটার

উত্তরঃ (গ) ৬ মিটার


৪৯। কোন পেভমেন্টে আলোর প্রতিফলন বেশি হয়?

(ক) রিজিড পেভমেন্টে 

(খ) ফ্লেক্সিবল পেভমেন্টে

(গ) ওয়াটার বাউন্ড মেকাডাম পেভমেন্টে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) রিজিড


৫০। কোন পেভমেন্টে কম্পন কম হয়?

(ক) রিজিড পেভমেন্টে

(খ) ফ্লেক্সিবল পেভমেন্টে

(গ) ওয়াটার বাউন্ড মেকাডাম পেভমেন্টে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) ফ্লেক্সিবল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url