গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর
২. পরােসিটি n এর মান- Vy/V
৩. Volume of void এবং Volume of Solids কে বলে- Void ratio
৪. নমুনা মাটির পানির আয়তন ও ভয়েডের আয়তনের অনুপাতকে বলে- ডিগ্রি অব সেচুরেশন।
৫. আদ্রতা নিরুপনের জন্য মাটি শুকাতে হয়- ৬০° সেঃ তাপমাত্রায়।
৬. যখন কাঠামাের ভার উপরের স্তরের মৃত্তিকাই বহন করে তখন ডিজাইন করা হয়- অগভীর ভিত্তি।
৭ সবচেয়ে বেশী পানি প্রবাহিত হয় - গ্রাভেল এর ভিতর দিয়ে।
৮. Effective size of soil- Dio
৯. প্রকটরে প্রতি স্তরের মৃত্তিকা দৃঢ়করণের জন্য হাতুরি ফেলতে হয়- ২৫ বার ।
১০. আদর্শ প্রকটর পরীক্ষায় মৃত্তিকা দৃঢ়করণ কালে হাতুরিকে ফেলতে হয়- ৩০.৫ সে. মি. উপর থেকে।
১১. আদর্শ প্রকটর পরীক্ষায় হাতুরির ওজন- ২.৫ কেজি।
১২. অস্থির সচল চাপা বলের মাধ্যমে মৃত্তিকাকে দৃঢ়বদ্ধ করণের নাম- কমপেকশন।
১৩. স্থির নিশ্চল চাপা বলের মাধ্যমে সম্পৃক্ত মৃত্তিকাকে দৃঢ়বদ্ধ করার প্রক্রিয়ার নাম- কনসােলিডেশন।
১৪. পেনিট্রেশন টিউব এর দৈর্ঘ্য- ১২ ইঞ্চি।
১৫. আদর্শ পেনিট্রেশন পরীক্ষা থেকে বের করা যায় মাটির- শিয়ার স্ট্রেংথ।
১৬. যে পরিমাণ পানির মাত্রায় মৃত্তিকার প্লাস্টিক আচরণের সমাপ্তি ঘটে ঐ পানির মাত্রাকে বলে- নম্যতা সীমা।
১৭. মৃত্তিকার নব্যতা সৃষ্টি করে- পানি।
১৮. বেলে মাটিতে কখনও সৃষ্টি হয় না- নম্যতা।
১৯. তারল্য সীমা ২০% এর কম হলে তা- বেলে মাটি।
২০. প্লেট লােড টেস্টে ব্যবহৃত বিয়ারিং প্লেটের আকার- ২৫ সে.মি. X ২৫ সে.মি।
২১. প্লেট লােড টেস্ট মৃত্তিকার- মাঠ পরীক্ষা।
২২. প্লেট লােড টেস্টে প্রাথমিক লােড প্রয়ােগ করা হয়- ০.৭ টন।
২৩ প্লেট লােড টেস্টে সর্বোচ্চ লােড প্রয়ােগ করা হয়- ২৫ টন।
২৪. ব্যাকফিলকে আটকে রাখে- ঠেস দেয়াল।
২৫. পার্শ্বস্থ চাপ ঠেস দেয়ালের ভিত্তিতল হতে ক্রিয়া করে- ১/৩ উচ্চতায়।
২৬. বিমের প্লাস্টারের ফাটল এড়ানাের জন্য ডিফ্লেকশনের সর্বোচ্চ সীমা- ১/৩৬০ x বিমের দৈর্ঘ্য।
২৭. ভিত্তির বিমের ক্ষেত্রে ডিফ্লেকশনের সর্বোচ্চ সীমা- ১/২০০০ x বিমের দৈর্ঘ্য।
২৮. রিটেইনিং ওয়ালে বেইজ স্লাবের যে অংশ টুকু ব্যাকফিলে থাকে তা- স্টিম।
২৯.টো এর ন্যূনতম বর্ধিতাংশ, বেইজ স্লাবের প্রস্থের- ১/৩-১/৪।
৩০, রিটেইনিং ওয়ালের উলম্ব অংশ যা মাটির পার্শ্বচাপ প্রতিহত করে তা- স্টিম।
৩১. যে সমস্ত রিটেইনিং ওয়াল নিজস্ব ওজনের প্রভাবে এর উপর প্রযুক্ত পাশ্বচাপ প্রতিহত করে তা- গ্যাভিটি রিটেইনিং ওয়াল।
৩২. সাধারণত মাটির এ্যাংগেল অব রিপােজ- ৩৩°৪২'।
৩৩. সাধারণত স্তুপীকৃত মাটির ঢাল- ১.৫:১।
৩৪. রিটেইনিং ওয়ালের ব্যার্থতা- উল্টানাে, পিছলানাে, অসমবসন।