অটোক্যাড বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর
১। CAD শব্দের অর্থ কি?
(ক) Computer Auto Design
(খ) Computer Automatic Design
(গ) Computer Aided Design
(ঘ) Computer Applied Design
উত্তরঃ (গ) Computer Aided Design
২। UCS শব্দের অর্থ কি?
(ক) User Co-ordinate System
(খ) Ultimate Co-ordinate System
(গ) User Co-ordinate Software
(ঘ) User Command System
উত্তরঃ (ক) User Co-ordinate System
৩। Trim এর কাজ কি?
(ক) নতুন অফসেট তৈরি করা
(খ) অফসেট কর্তন করা
(গ) অফসেট এর সাপেক্ষে অফসেট কর্তন করা
(ঘ) অফসেট মুছে ফেলা
উত্তরঃ (গ) অফসেট এর সাপেক্ষে অফসেট কর্তন করা
8। Auto CAD কোন কোম্পানির সফটওয়্যার?
(ক) Auto CAD
(খ) Auto Desk
(গ) Microsoft
(ঘ) Google
উত্তরঃ (খ) Auto Desk
৫। Auto CAD এর সাহায্য করা যায়?
(ক) 2D drawing
(খ) 3D drawing
(গ) সবগুলো
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) সবগুলো
৬। অটোক্যাড সফটওয়্যার তৈরি করা হয় কত সালে?
(ক) ১৯৭২ সালে
(খ) ১৯৮২ সালে
(গ) ১৯৯২ সালে
(ঘ) ২০০২ সালে
উত্তরঃ (খ) ১৯৮২ সালে
৭। অটোক্যাড সফটওয়্যার এর Co-Founder কে?
(ক) Bill Gates
(খ) Michael Riddle
(গ) Larry Page
(ঘ) Tim Berners-Lee
উত্তরঃ (খ) Michael Riddle
৮। অটোক্যাডে একক পরিমাপের কয়টি অপশন আছে?
(ক) ১ টি
(খ) ৩ টি
(গ) ৫ টি
(ঘ) ৮ টি
উত্তরঃ (গ) ৫ টি
৯। অটোক্যাডে কোণ পরিমাপের কয়টি অপশন আছে?
(ক) ১ টি
(খ) ৩ টি
(গ) ৫ টি
(ঘ) ৮টি
উত্তরঃ (গ) ৫ টি
১০। Line কমান্ড এর কাজ কি?
(ক) রেখা অঙ্কন করা
(খ) রেখা মুছে ফেলা
(গ) রেখা বর্ধিত করা
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (ক) রেখা অঙ্কন করা
১১। Copy কমান্ড এর কাজ কি?
(ক) অবজেক্টকে নকল করা
(খ) অবজেক্টকে সরানো
(গ) অবজেক্টকে মুছে ফেলা
(ঘ) অবজেক্টকে ছোট করা
উত্তরঃ (ক) অবজেক্টকে নকল করা
১২। Move কমান্ড এর কাজ কি?
(ক) অবজেক্টকে নকল করা
(খ) অবজেক্টকে সরানো
(গ) অবজেক্টকে মুছে ফেলা
(ঘ) অবজেক্টকে ছোট করা
উত্তরঃ (খ) অবজেক্টকে সরানো
১৩। Array কমান্ড এর কাজ কি?
(ক) অবজেক্টকে নকল করা
(খ) অবজেক্টকে সরানো
(গ) অবজেক্টকে মুছে ফেলা
(ঘ) একাধিক অবজেক্টকে নকল করা
উত্তরঃ (ঘ) একাধিক অবজেক্টকে নকল করা
১৪। Unit এর কাজ কি?
(ক) একক নির্ধারণ করা
(খ) একক পরিবর্তন করা
(গ) সবগুলো
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) সবগুলো
১৫। ড্রয়িং স্কিনের সর্বনিম্ন বারকে বলা হয়?
(ক) স্ট্যাটাস বার
(খ) মেনুবার
(গ) টাইটেল বার
(ঘ) টুলস বার
উত্তরঃ (ক) স্ট্যাটাস বার
১৬। ড্রয়িং স্কিনের উপরের বারকে বলা হয়?
(ক) স্ট্যাটাস বার
(খ) মেনুবার
(গ) টাইটেল বার
(ঘ) টুলস বার
উত্তরঃ (গ) টাইটেল বার
১৭। টাইটেল বারের নিচে থাকে?
(ক) স্ট্যাটাস বার
(খ) মেনুবার
(গ) টাইটেল বার
(ঘ) টুলস বার
উত্তরঃ (খ) মেনুবার
১৮। মেনুবারের নিচে থাকে?
(ক) স্ট্যাটাস বার
(খ) মেনুবার
(গ) টাইটেল বার
(ঘ) টুলস বার
উত্তরঃ (ঘ) টুল্স বার
১৯। ড্রয়িং টুলস বার মধ্যে থাকে?
(ক) Line
(খ) Polyline
(গ) Circle
(ঘ) সবগুলো
উত্তরঃ (ঘ) সবগুলো
২০। মডিফাই টুলস বার মধ্যে থাকে?
(ক) Copy
(খ) Move
(গ) Mirror
(ঘ) সবগুলো
উত্তরঃ (ঘ) সবগুলো
২১। Mirror কমান্ড এর কাজ কি?
(ক) অবজেক্টকে নকল করা
(খ) অবজেক্টকে সরানো
(গ) অফসেটের প্রতিচ্ছবি তৈরি করা
(ঘ) একাধিক অবজেক্টকে নকল করা
উত্তরঃ (গ) অফসেটের প্রতিচ্ছবি তৈরি করা
২২। Liner কমান্ড এর কাজ কি?
(ক) অবজেক্টকে নকল করা
(খ) অবজেক্টকে সরানো
(গ) অফসেটের প্রতিচ্ছবি তৈরি করা
(ঘ) অফসেট এর দৈর্ঘ্য নির্ণয় করা
উত্তরঃ (ঘ) অফসেট এর দৈর্ঘ্য নির্ণয় করা
২৩। Auto CAD এর ফাইল ফরমেট কোনটি?
(ক).pdf
(খ).jpg
(গ). dwg
(ঘ).cad
উত্তরঃ (গ).dwg
২৪। নিচের কোনটি Dimension টুলস বার?
(ক) Line
(খ) Liner
(গ) Polyline
(ঘ) Array
উত্তরঃ (খ) Liner
২৫। নিচের কোনটি Menu টুলস বার?
(ক) Line
(খ) Liner
(গ) Save
(ঘ) Array
উত্তরঃ (গ) Save