কনস্ট্রাকশন প্রসেস বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। গাথুনির কাজ কত মিটারের বেশি হলে স্কাফোল্ডিং নির্মাণ করা হয় ?

(ক) ১ মিটার

(খ) ১.৫ মিটার

(গ) ২ মিটার

(ঘ) ২.৫ মিটার

উত্তরঃ (খ) ১.৫ মিটার


২। বিপদগ্রস্ত কাঠামোকে সাপোর্ট দেওয়ার জন্য যে কাঠামো নির্মাণ করা হয় তাকে কি বলে ?

(ক) স্কাফোল্ডিং

(খ) শোরিং

(গ) আন্ডার পাইনিং

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) শোরিং


৩। উঁচু স্থানে নির্মাণ কাজ করার জন্য যে অস্থায়ী মাচা নির্মাণ করা হয় তাকে কি বলে ?

(ক) স্কাফোল্ডিং

(খ) শোরিং

(গ) আন্ডার পাইনিং

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) স্কাফোল্ডিং


৪। পুরাতন ভিত্তির স্থানে নতুন ভিত্তি নির্মাণ করাকে কি বলে ?

(ক) স্কাফোল্ডিং

(খ) শোরিং

(গ) আন্ডার পাইনিং

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) আন্ডার পাইনিং


৫। RCC কাঠামোতে প্লাস্টার স্থাপনের জন্য কোনটি করা হয়?

(ক) হ্যাকিং

(খ) গানেটিং

(গ) পয়েন্টিং

(ঘ) ব্লিলিস্টারিং

উত্তরঃ (ক) হ্যাকিং


৬। প্লাস্টার করার পূর্বে দেওয়ালে যে পানি ও সিমেন্টের মিশ্রণ দেওয়া হয় তাকে কি বলে ?

(ক) হ্যাকিং

(খ) গানেটিং

(গ) পয়েন্টিং

(ঘ) ব্লিলিস্টারিং

উত্তরঃ (খ) গানেটিং


৭। প্লাস্টার কৃত পৃষ্ঠে ফোসকা সৃষ্টি হওয়াকে কি বলে ?

(ক) হ্যাকিং

(খ) গানেটিং

(গ) পয়েন্টিং

(ঘ) ব্লিলিস্টারিং

উত্তরঃ (ঘ) ব্লিলিস্টারিং


৮। স্বল্প ব্যয়ে সৌন্দর্য বৃদ্ধির জন্য নিচের কোনটি করা হয়?

(ক) হ্যাকিং 

(খ) গানেটিং

(গ) পয়েন্টিং 

(ঘ) ব্লিলিস্টারিং

উত্তরঃ (গ) পয়েন্টিং


৯। DPC কোন স্থানে প্রদান করা হয়?

(ক) ভিত্তিতে 

(খ) ছাদে

(গ) আদ্রতারোধী স্থানে 

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


১০। গাথুনিতে সর্বনিম্ন কিউরিং প্রয়োজন কতদিন ?

(ক) ৭ দিন

(খ) ১০ দিন

(গ) ১৪ দিন

(ঘ) ২৮ দিন

উত্তরঃ (খ) ১০ দিন


১১। প্লাস্টারের সর্বনিম্ন কিউরিং প্রয়োজন প্রতিদিন?

(ক) ৭ দিন

(খ) ১০ দিন 

(গ) ১৪ দিন

(ঘ) ২৮ দিন

উত্তরঃ (ক) ৭ দিন


১২। কংক্রিট শক্তিশালী করার জন্য কিউরিং করা প্রয়োজন ?

(ক) ৭ দিন

(খ) ১০ দিন 

(গ) ১৪ দিন

(ঘ) ২৮ দিন

উত্তরঃ (ঘ) ২৮ দিন


১৩। DPC কতদিন কিউরিং করতে হয় ?

(ক) ৭ দিন

(খ) ১০ দিন

(গ) ১৪ দিন

(ঘ) ২৮ দিন

উত্তরঃ (গ) ১৪ দিন


১৪। কলাম, প্লাব, বিম কতদিন কিউরিং করতে হয়?

(ক) ৭ দিন

(খ) ১০ দিন

(গ) ১৪ দিন 

(ঘ) ২৮ দিন

উত্তরঃ (ঘ) ২৮ দিন


১৫। ইটের দৈর্ঘ্যকে দেওয়ালের সমান্তরালে স্থাপন করলে সামনে থেকে জেটি দেখা যায় তাকে কি বলে ?

(ক) হেডার

(খ) স্ট্রেচার

(গ) ব্যাট 

(ঘ) ক্লোজার

উত্তরঃ (ক) হেডার


১৬। ইটের দৈর্ঘ্যকে দেওয়ালের আড়াআড়ি স্থাপন করলে সামনে থেকে জেটি দেখা যায় তাকে কি বলে?

(ক) হেডার

(খ) স্ট্রেচার

(গ) ব্যাট

(ঘ) ক্লোজার

উত্তরঃ (ক) হেডার


১৭। একটি ইটকে প্রস্থ বরাবর কাটলে পাওয়া যায়?

(ক) কিং ক্লোজার

(খ) কুইন ক্লোজার 

(গ) ব্যাট

(ঘ) মিটারেড ক্লোজার

উত্তরঃ (খ) কুইন ক্লোজার


১৮। একটি ইটকে প্রস্থ বরাবর কোনাকুনি করে কাটলে কোনটি পাওয়া যায়?

(ক) কিং ক্লোজার

(খ) কুইন ক্লোজার

(গ) ব্যাট

(ঘ) মিটারেড ক্লোজার

উত্তরঃ (ঘ) মিটারেড ক্লোজার


১৯। একটি ইটকে প্রস্থ এর অর্ধেক কোনাকুনি করে কাটলে কোনটি পাওয়া যায়?

(ক) কিং ক্লোজার

(খ) কুইন ক্লোজার

(গ) ব্যাট

(ঘ) মিটারেড ক্লোজার

উত্তরঃ (ক) কিং ক্লোজার


২০। একটি ইটকে দৈর্ঘ্য বরাবর কাটলে পাওয়া যায়?

(ক) কিং ক্লোজার

(খ) কুইন ক্লোজার

(গ) ব্যাট

(ঘ) মিটারেড ক্লোজার

উত্তরঃ (গ) ব্যাট


২১। ইটের দৈর্ঘ্যকে দেওয়ালের সমান্তরালে রেখে যে বন্ড তৈরি করা হয় তাকে কি বলে?

(ক) হেডার বন্ড

(খ) স্ট্রেচার বন্ড 

(গ) ইংলিশ বন্ড

(ঘ) ফ্লেমিশ বন্ড

উত্তরঃ (খ) স্ট্রেচার বন্ড


২২। ইটের দৈর্ঘ্যকে দেওয়ালের আড়াআড়ি রেখে যে বন্ড তৈরি করা হয় তাকে কি বলে?

(ক) হেডার বন্ড

(খ) স্ট্রেচার বন্ড

(গ) ইংলিশ বন্ড

(ঘ) ফ্লেমিশ বন্ড

উত্তরঃ (ক) হেডার বন্ড


২৩। এক স্তর হেডার পরের স্তর স্ট্রেচার এভাবে যে বন্ড তৈরি করা হয় তাকে কি বলে?

(ক) হেডার বন্ড

(খ) স্ট্রেচার বন্ড

(গ) ইংলিশ বন্ড 

(ঘ) ফ্লেমিশ বন্ড

উত্তরঃ (গ) ইংলিশ বন্ড


২৪। একই স্তরে হেডার ও স্ট্রেচার এভাবে যে বন্ড তৈরি করা হয় তাকে কি বলে?

(ক) হেডার বন্ড

(খ) স্ট্রেচার বন্ড

(গ) ইংলিশ বন্ড

(ঘ) ফ্লেমিশ বন্ড

উত্তরঃ (ঘ) ফ্লেমিশ বন্ড


২৫। কিউরিং এর উদ্দেশ্য কি?

(ক) কংক্রিটের উপাদান সমূহের মধ্যে বিক্রিয়া সঠিকভাবে সম্পাদিত করা

(খ) কংক্রিটের শক্তি বৃদ্ধি করা

(গ) কংক্রিটের সংকোচন প্রতিরোধ করা

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


২৬। কিউরিং এর পদ্ধতি কোনটি?

(ক) ঘের তৈরি করা

(খ) ছায়াময় করা

(গ) পৃষ্ঠদেশ আবৃত করা

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


২৭। সিঁড়ির যে স্থানে পা রেখে ওঠানামা করা হয় তাকে কি বলে?

(ক) ট্রেড

(খ) রাইজার 

(গ) ল্যান্ডিং

(ঘ) নোজিং

উত্তরঃ (ক) ট্রেড


২৮। ট্রেডের বর্ধিত অংশকে কি বলে?

(ক) ট্রেড

(খ) রাইজার 

(গ) ল্যান্ডিং

(ঘ) নোজিং

উত্তরঃ (ঘ) নোজিং


২৯। দুটি ট্রেডের মধ্যবর্তী উচ্চতাকে কি বলে?

(খ) রাইজার 

(গ) ল্যান্ডিং

(ঘ) নোজিং

উত্তরঃ (খ) রাইজার


৩০। দুটি ফ্লাইটের মাঝে নির্মিত স্নাবকে কি বলে?

(ক) ট্রেড

(খ) রাইজার

(গ) ল্যান্ডিং

(ঘ) নোজিং

উত্তরঃ (গ) ল্যান্ডিং


৩১। প্রতিটি ফ্লাইটে কতটির বেশি ধাপ থাকা উচিত নয়?

(ক) ১০ টি

(খ) ১২ টি 

(গ) ১৪ টি

(ঘ) ১৫ টি

উত্তরঃ (ঘ) ১৫ টি


৩২। সিঁড়ির ঢাল কেমন হওয়া উচিত?

(ক) ১০-২০°

(খ) ২০-৪০ 

(গ) ১৫-২৫°

(ঘ) ২৫-৪৫°

উত্তরঃ (খ) ২০-৪০°


৩৩। আবাসিক দালানের জন্য সিঁড়ির প্রস্থ কত?

(ক) ০.৫ মিটার 

(খ) ০.৯ মিটার

(গ) ১ মিটার 

(ঘ) ১.৫ মিটার

উত্তরঃ (খ) ০.৯ মিটার


৩৪। পাবলিক দালানের জন্য সিঁড়ির প্রস্থ কত?

(ক) ০.৫-০.৯ মিটার

(খ) ০.৯-১ মিটার

(গ) ১-১.৫ মিটার 

(ঘ) ১.৫-২ মিটার

উত্তরঃ (গ) ১-১.৫ মিটার


৩৫। M10 গ্রেডের কংক্রিট বলতে কংক্রিটের শক্তি কত বুঝায়?

(ক) 10 N/mm2 

(খ) 10KG/mm2

(গ) 10KN/mm2

(ঘ) 10N/m2

উত্তরঃ (ক) 10 N/mm2


৩৬। M15 গ্রেডের কংক্রিট বলতে কংক্রিটের শক্তি কত বুঝায়?

(ক) 15 N/mm2

(খ) 15KG/mm2

(গ) 15KN/mm2 

(ঘ) 15 N/m2

উত্তরঃ (ক) 15 N/mm2


৩৭। M10 গ্রেডের কংক্রিট এর অনুপাত কত?

(ক) ১:১.৫:৩

(খ) ১:২:৪

(গ) ১:৩:৬

(ঘ) ১:৪:৬

উত্তরঃ (গ) ১:৩:৬


৩৮। M15 গ্রেডের কংক্রিট এর অনুপাত কত?

(ক) ১:১.৫:৩

(খ) ১:২:৪

(গ) ১:৩:৬

(ঘ) ১:৪:৬

উত্তরঃ (খ) ১:২:৪


৩৯। M20 গ্রেডের কংক্রিট এর অনুপাত কত?

(ক) ১:১.৫:৩

(খ) ১:২:৪

(গ) ১:৩:৬

(ঘ) ১:৪:৬

উত্তরঃ (ক) ১:১.৫:৩


৪০। কংক্রিটের সাধারন অনুপাত কত?

(ক) ১:১.৫:৩

(খ) ১:২:৩

(গ) ১:২:৪

(ঘ) ১:৩:৬

উত্তরঃ (গ) ১:২:৪


৪১। ভিত্তিতে কংক্রিট এর অনুপাত কত?

(ক) ১:১.৫:৩

(খ) ১:২:৪

(গ) ১:৩:৬

(ঘ) ১:৪৬

উত্তরঃ (গ) ১:৩:৬


৪২। কলাম বীমে কংক্রিট এর অনুপাত কত?

(ক) ১:১.৫:৩

(খ) ১:২:৪ 

(গ) ১:৩:৬

(ঘ) ১:৪:৬

উত্তরঃ (খ) ১:২:৪


৪৩। বীমের কভারিং কত?

(ক) ০.৫-১ ইঞ্চি 

(খ) ১.৫-২ ইঞ্চি

(গ) ২-২.৫ ইঞ্চি

(ঘ) ২.৫-৩ ইঞ্চি

উত্তরঃ (ঘ) ২.৫-৩ ইঞ্চি৷


৪৪। লং কলামের সাধারণত কত কভারিং ধরা হয়?

(ক) ০.৫ ইঞ্চি

(খ) ১.৫ ইঞ্চি

(গ) ২.৫ ইঞ্চি 

(ঘ) ৩.৫ ইঞ্চি

উত্তরঃ (গ) ২.৫ ইঞ্চি


৪৫। সর্ট কলামের সাধারণত কত কভারিং ধরা হয়?

(ক) ০.৫ ইঞ্চি

(খ) ১ ইঞ্চি

(গ) ২ ইঞ্চি 

(ঘ) ৩ ইঞ্চি

উত্তরঃ (ঘ) ৩ ইঞ্চি


৪৬। স্লাবের বটম কভারিং কত?

(ক) ৩/৪ ইঞ্চি

(খ) ১ ইঞ্চি

(গ) ২ ইঞ্চি

(ঘ) ২.৫ ইঞ্চি

উত্তরঃ (ক) ৩/৪ ইঞ্চি


৪৭। স্লাবের টপ কভারিং কত?

(ক) ৩/৪ ইঞ্চি

(খ) ১ ইঞ্চি 

(গ) ২ ইঞ্চি

(ঘ) ২.৫ ইঞ্চি

উত্তরঃ (খ) ১ ইঞ্চি


৪৮। কলামের সাটারিং কতদিন পর খুলতে হয়?

(ক) ০-১ দিন

(খ) ১-২ দিন

(গ) ২-৩ দিন 

(ঘ) ৩-৪ দিন

উত্তরঃ (খ) ১-২ দিন


৪৯। স্লাব এর নিচের সাটারিং কতদিন পর খুলতে হয় (৪.৫ মিটারের অধিক)?

(ক) ১-২ দিন

(খ) ৭-১৪ দিন

(গ) ১৪-২১ দিন 

(ঘ) ২১-২৮ দিন

উত্তরঃ (গ) ১৪-২১ দিন


৫০। বীমের নিচের সাটারিং কতদিন পর খুলতে হয় (৬ মিটারের অধিক)?

(ক) ১-২ দিন

(খ) ৭-১৪ দিন

(গ) ১৪-২১ দিন

(ঘ) ২১-২৮ দিন

উত্তরঃ (ঘ) ২১-২৮ দিন


৫১। স্লাব এর নিচের সাটারিং কতদিন পর খুলতে হয় (৪.৫ মিটারের কম)?

(ক) ১-২ দিন

(খ) ৭-১৪ দিন

(গ) ১৪-২১ দিন 

(ঘ) ২১-২৮ দিন

উত্তরঃ (খ) ৭-১৪ দিন


৫২। বীমের নিচের সাটারিং কতদিন পর খুলতে হয় (৬ মিটারের কম)?

(ক) ১-২ দিন

(খ) ৭-১৪ দিন

(গ) ১৪-২১ দিন

(ঘ) ২১-২৮ দিন

উত্তরঃ (গ) ১৪-২১ দিন


৫৩। দরজা জানালার জন্য যে ফাঁকা স্থান রাখা হয় তার নিচের আনুভূমিক অংশকে কি বলে?

(ক) সিল

(খ) জাম্প

(গ) রিভিল

(ঘ) হোল্ডফাস্ট

উত্তরঃ (ক) সিল


৫৪। দরজা জানালার জন্য যে ফাঁকা স্থান রাখা হয় তার দুপাশে খারা অংশকে কি বলে?

(ক) সিল

(খ) জাম্প

(গ) রিভিল

(ঘ) হোল্ডফাস্ট

উত্তরঃ (খ) জাম্প


৫৫। দরজা-জানলা কে দেয়ালের সাথে আটকাতে সাহায্য করে?

(ক) সিল

(খ) জাম্প

(গ) রিভিল 

(ঘ) হোল্ডফাস্ট

উত্তরঃ (ঘ) হোল্ডফাস্ট


৫৬। ঘরের বাতাস প্রবেশের জন্য যে ফাঁকা স্থান রাখা হয়?

(ক) স্কাইলাইট

(খ) সানলাইট

(গ) ভেন্টিলেটর

(ঘ) ফ্যানলাইট

উত্তরঃ (গ) ভেন্টিলেটর


৫৭। ঘরের বাতাস প্রবেশের জন্য নির্মাণ করা হয়?

(ক) স্কাইলাইট

(খ) সানলাইট

(গ) ভেন্টিলেটর 

(ঘ) ফ্যানলাইট

উত্তরঃ (ঘ) ফ্যানলাইট


৫৮। ঘরের আলো প্রবেশের জন্য নির্মাণ করা হয়?

(ক) স্কাইলাইট

(খ) সানলাইট

(গ) ভেন্টিলেটর

(ঘ) ফ্যানলাইট

উত্তরঃ (খ) সানলাইট


৫৯। ঢালু ছাদে আলো প্রবেশের জন্য যে চৌচালা ঘর তৈরি করা হয় তাকে কি বলে?

(ক) স্কাইলাইট

(খ) সানলাইট

(গ) ভেন্টিলেটর

(ঘ) ফ্যানলাইট

উত্তরঃ (ক) স্কাইলাইট


৬০। ডিসটেম্পার এর উপাদান কয়টি?

(ক) ২টি

(খ) ৩ টি

(গ) ৪ টি

(ঘ) ৫ টি

উত্তরঃ (গ) ৪ টি


৬১। পেইন্ট এর উপাদান কয়টি?

(ক) ২টি

(খ) ৩ টি

(গ) ৪ টি

(ঘ) ৫ টি

উত্তরঃ (ঘ) ৫ টি


৬২। চুনকাম এর উপাদান কয়টি?

(ক) ২টি

(খ) ৩ টি 

(গ) ৪ টি

(ঘ) ৫ টি

উত্তরঃ (ঘ) ৫ টি


৬৩। প্লাস্টিক পেইন্ট এর মূল উপাদান কি?

(ক) ভিনাইল অ্যাসিটেট অ্যাক্সিলেট

(খ) হোয়াইটিং

(গ) পানি

(ঘ) গাম

উত্তরঃ (ক) ভিনাইল অ্যাসিটেট অ্যাক্রিলেট


৬৪। ডিসটেম্পার এর মূল উপাদান কি?

(ক) ভিনাইল অ্যাসিটেট অ্যাক্রিলেট

(খ) হোয়াইটিং

(গ) পানি

(ঘ) গাম

উত্তরঃ (খ) হোয়াইটিং


৬৫। ৬ মিটার এর অধিক দৈর্ঘ্যে কোন ট্রাস নির্মাণ করা হয়?

(ক) কিং ট্রান্স

(খ) কুইন ট্রান্স

(গ) কম্পোজিট ট্রান্স

(ঘ) মিশনারি ট্রান্স

উত্তরঃ (খ) কুইন ট্রাস


৬৬। ৬ মিটার এর কম দৈর্ঘ্যে কোন ট্রাস্ট নির্মাণ করা হয়?

(ক) কিং ট্রান্স

(খ) কুইন ট্রান্স

(গ) কম্পোজিট ট্রাস

(ঘ) মিশনারি ট্রান্স

উত্তরঃ (ক) কিং ট্রাস


৬৭। কাঠামোর সর্বনিম্ন অংশকে কি বলে?

(ক) ভিত্তি

(খ) পাইল 

(গ) কলাম

(ঘ) বীম

উত্তরঃ (ক) ভিত্তি


৬৮। ভিত্তি কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৬৯। গভীর ভিত্তি কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৭০। অগভীর ভিত্তি কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


৭১। ব্যবহার অনুসারে পাইল কত প্রকার?

(ক) ৩ প্রকার

(খ) ৫ প্রকার

(গ) ৭ প্রকার

(ঘ) ৯ প্রকার

উত্তরঃ (গ) ৭ প্রকার


৭২। নির্মাণ সামগ্রী অনুসারে পাইল কত প্রকার?

(ক) ৩ প্রকার

(খ) ৫ প্রকার

(গ) ৭ প্রকার

(ঘ) ৯ প্রকার

উত্তরঃ (খ) ৫ প্রকার


৭৩। প্যারাপেট ওয়াল এর উচ্চতা কত?

(ক) ১.৫ ফিট

(খ) ২.৫ ফিট

(গ) ৩.৫ ফিট 

(ঘ) ৪.৫ ফিট

উত্তরঃ (খ) ২.৫ ফিট


৭৪। জলছাদে চুন, সুরকি ও খোয়ার অনুপাত কত ?

(ক) ১:১:৭

(খ) ১:২:৭

(গ) ২:২:৭

(ঘ) ২:১:৭

উত্তরঃ (গ) ২:২:৭


৭৫। রেডিমিক্স কংক্রিট ব্যবহারের সুবিধা কোনটি?

(ক) সময় কম লাগে

(খ) অপচয় কম হয়

(গ) ছোট স্থানে করা যায়

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url