সার্ভেয়িং বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। যে প্রক্রিয়া বা কলাকৌশলে ভূপৃষ্ঠের বিভিন্ন বিন্দুর প্রত্যক্ষ বা পরোক্ষ মাপ গ্রহণ করে নকশা অংকন করা হয় তাকে কি বলে ?

(ক) লেভেলিং

(খ) সার্ভেয়িং

(গ) ড্রয়িং

(ঘ) কন্টুরিং

উত্তরঃ (খ) সার্ভেয়িং


২। জরিপ এর মূল উদ্দেশ্য কি ?

(ক) নকশা অঙ্কন করা

(খ) সীমানা নির্ধারণ করা 

(গ) জমি পরিমাপ করা

(ঘ) অবস্থান নির্ধারণ করা

উত্তরঃ (ক) নকশা অঙ্কন করা


৩। ছোট স্কেলে অংকিত ভূমি দৃশ্য কে কি বলে ?

(ক) মানচিত্র

(খ) নকশা

(গ) প্লান

(ঘ) ডিজাইন

উত্তরঃ (ক) মানচিত্র


৪। বড় স্কেলে অংকিত ভূমি দৃশ্য কে কি বলে ?

(ক) মানচিত্র

(খ) নকশা

(গ) প্লান

(ঘ) ডিজাইন

উত্তরঃ (খ) নকশা


৫। নিচের কোনটি ছোট স্কেল ?

(ক) ১:৫০

(খ) ১:১০০

(গ) ১:৫০০

(ঘ) ১:১০০০

উত্তরঃ (ঘ) ১:১০০০


৬। নিচের কোনটি বড় স্কেল ?

(ক) ১:৫০

(খ) ১:১০০

(গ) ১:৫০০

(ঘ) ১:১০০০

উত্তরঃ (ক) ১:৫০


৭। সার্ভের কাজ কে কয় ভাগে ভাগ করা যায় ?

(ক) ১ ভাগে

(খ) ২ ভাগে

(গ) ৩ ভাগে 

(ঘ) ৪ ভাগে

উত্তরঃ (গ) ৩ ভাগে


৮। সার্ভেয়িং কাজে যন্ত্রের সমন্বয় কে কয় ভাগে ভাগ করা যায় ?

(ক) ১ ভাগে

(খ) ২ ভাগে

(গ) ৩ ভাগে

(ঘ) ৪ ভাগে

উত্তরঃ (খ) ২ ভাগে


৯। উদ্দেশ্য অনুসারে জরিপ কয় প্রকার ?

(ক) ৩ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ৫ প্রকার

(ঘ) ৬ প্রকার

উত্তরঃ (গ) ৫ প্রকার


১০। ভূমি জরিপ কে কয়টি ভাগে ভাগ করা যায়?

(ক) ১ ভাগে

(খ) ২ ভাগে

(গ) ৩ ভাগে

(ঘ) ৪ ভাগে

উত্তরঃ (ঘ) ৪ ভাগে


১১। কাজের প্রকৃতি অনুসারে জরিপ কে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ১ ভাগে

(খ) ২ ভাগে

(গ) ৩ ভাগে

(ঘ) ৪ ভাগে

উত্তরঃ (গ) ৩ ভাগে


১২। যন্ত্রপাতি অনুসারে জরিপ কে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ৩ ভাগে

(খ) ৪ ভাগে

(গ) ৫ ভাগে

(ঘ) ৬ ভাগে

উত্তরঃ (ঘ) ৬ ভাগে


১৩। প্রকৌশল জরিপ কে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ১ ভাগে

(খ) ২ ভাগে

(গ) ৩ ভাগে

(ঘ) ৪ ভাগে

উত্তরঃ (গ) ৩ ভাগে


১৪। শিকল জরিপ কোন এলাকার জন্য উপযোগী?

(ক) সমতল

(খ) পাহাড়ি

(গ) উঁচু-নিচু

(ঘ) ঘনবসতি

উত্তরঃ (ক) সমতল


১৫। সবচেয়ে বড় জরিপ রেখাকে কে কি বলে?

(ক) ভিত্তি রেখা

(খ) অ্যালাইনমেন্ট রেখা

(গ) কন্টুর রেখা

(ঘ) শিকল রেখা

উত্তরঃ (ক) ভিত্তি রেখা


১৬। কেন্দ্রীয় রেখার সাহায্যে সড়কের অবস্থান চিহ্নিত করা কে কি বলে?

(ক) ভিত্তি রেখা

(খ) অ্যালাইনমেন্ট রেখা

(গ) কন্টুর রেখা

(ঘ) শিকল রেখা

উত্তরঃ (খ) অ্যালাইনমেন্ট রেখা


১৭। শিকল জরিপ এর মূলনীতি?

(ক) সম্পূর্ণ থেকে অংশের দিকে 

(খ) অংশ থেকে সম্পূর্ণ এর দিকে

(গ) উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সম্পূর্ণ থেকে অংশের দিকে


১৮। শিকল জরিপে ভ্রান্তি কয় প্রকার?

(ক) ৩ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ৫ প্রকার

(ঘ) ৬ প্রকার

উত্তরঃ (ক) ৩ প্রকার


১৯। গ্রানটার শিকল এর দৈর্ঘ্য কত ?

(ক) ২০ মিটার

(খ) ৩০ মিটার

(গ) ৬৬ ফিট 

(ঘ) ১০০ ফিট

উত্তরঃ (গ) ৬৬ ফিট


২০। মিটার শিকল দৈর্ঘ্য কত?

(ক) ২০ মিটার

(খ) ৩০ ফিট

(গ) ৬৬ ফিট

(ঘ) ১০০ ফিট

উত্তরঃ (ক) ২০ মিটার


২১। ইঞ্জিনিয়ারিং শিকল এর দৈর্ঘ্য কত?

(ক) ২০ মিটার

(খ) ৩০ ফিট

(গ) ৬৬ ফিট

(ঘ) ১০০ ফিট

উত্তরঃ (ঘ) ১০০ ফিট


২২। অপটিক্যাল স্কোয়ারে আয়না কত ডিগ্রি কোণে বসানো থাকে?

(ক) ৪৫ ডিগ্রি

(খ) ৬৫ ডিগ্রি

(গ) ৯০ ডিগ্রি 

(ঘ) ১০৫ ডিগ্রি

উত্তরঃ (ক) ৪৫ ডিগ্রি


২৩। শিকল জরিপে কোন রেখা প্রথমে নির্ণয় করতে হয়?

(ক) গ্রন্থিরেখা

(খ) নিরক্ষরেখা 

(গ) শিকলরেখা

(ঘ) ভিত্তিরেখা

উত্তরঃ (ঘ) ভিত্তিরেখা


২৪। ত্রিভুজের কোন কোণ ১২০ ডিগ্রী এর বেশি নয় এবং ৩০ ডিগ্রী এর কম নয় তাকে কোন ধরনের ত্রিভুজ বলে?

(ক) সমবাহু ত্রিভুজ

(খ) সমদ্বিবাহু ত্রিভুজ

(গ) সুঠাম ত্রিভুজ

(ঘ) সমকোণী ত্রিভুজ

উত্তরঃ (গ) সুঠাম ত্রিভুজ


২৫। জরিপ রেখার প্রান্তবিন্দু যেখানে যন্ত্র স্থাপন করা হয় তাকে কি বলা হয়?

(ক) স্টেশন 

(খ) টাওয়ার

(গ) সীমানা বিন্দু

(ঘ) প্রান্ত বিন্দু

উত্তরঃ (ক) স্টেশন


২৬। জরিপ কাজের আদর্শ ত্রিভুজ কোনটি?

(ক) সমবাহু ত্রিভুজ 

(খ) সমদ্বিবাহু ত্রিভুজ

(গ) সুঠাম ত্রিভুজ

(ঘ) সমকোণী ত্রিভুজ

উত্তরঃ (ক) সমবাহু ত্রিভুজ


২৭। গ্রান্টার্স শিকলের এক লিংকের দৈর্ঘ্য কত?

(ক) 0.066 ফিট

(খ) 0.66 ফিট 

(গ) 6.60 ফিট

(ঘ) 66 ফিট

উত্তরঃ (খ) 0.66 ফিট


২৮। মিটার শিকলের এক লিংকের দৈর্ঘ্য কত?

(ক).10 মিটার

(খ) 20 মিটার 

(গ) 25 মিটার

(ঘ) (খ+গ)

উত্তরঃ (ঘ) (খ+গ)


২৯। ইঞ্জিনিয়ার শিকলের এক লিংকের দৈর্ঘ্য কত?

(ক) 0.1 ফিট

(খ) 1.00 ফিট

(গ) 0.66 ফিট 

(ঘ) 0.20 ফিট

উত্তরঃ (খ) 1.00 ফিট


৩০। রেঞ্জিং রডের ব্যাস কত?

(ক) ৩ cm

(খ) ৫ cm

(গ) ৭ cm 

(ঘ) ৯ cm

উত্তরঃ (ক) ৩ cm


৩১। শিকলকে কয় ভাগে ভাগ করা যায়?

(ক) ১ ভাগে

(খ) ২ ভাগে

(গ) ৩ ভাগে

(ঘ) ৪ ভাগে

উত্তরঃ (গ) ৩ ভাগে


৩২। জরিপ লিপি বই এর আকার কত?

(ক) 60x120

(খ) 120x60

(গ) 120x200

(ঘ) 200x120

উত্তরঃ (ঘ) 200x120


৩৩। পুঞ্জিভূত ভ্রান্তি কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৩৪। ভার্নিয়ার স্কেল কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৩৫। নকশার জন্য ব্যবহৃত স্কেল কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


৩৬। জরিপ নকশায় বিভিন্ন বস্তুর বোঝাতে কি ব্যবহার করা হয়?

(ক) সিম্বল

(খ) প্লান

(গ) সেকশন

(ঘ) আলামত

উত্তরঃ (ঘ) আলামত


৩৭। এক হেক্টর সমান কত একর?

(ক) 1.47 একর

(খ) 2.47 একর

(গ) 3.47 একর

(ঘ) 4.47 একর

উত্তরঃ (ক) 2.47 একর


৩৮। এক গজ সমান কত ফুট?

(ক) ১ ফুট

(খ) ২ ফুট

(গ) ৩ ফুট

(ঘ) ৪ ফুট

উত্তরঃ (গ) ৩ ফুট


৩৯। এক হাত সমান কত ফুট?

(ক) 1 ফুট

(খ) 1.5 ফুট 

(গ) ২ ফুট

(ঘ) 2.5 ফুট

উত্তরঃ (খ) 1.5 ফুট


৪০। এক নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?

(ক) 1.562 কিলোমিটার

(খ) 1.652 কিলোমিটার

(গ) 1.852 কিলোমিটার 

(ঘ) 1.862 কিলোমিটার

উত্তরঃ (গ) 1.852 কিলোমিটার


৪১। সম্মুখ বিয়ারিং ও পশ্চাৎ বিয়ারিং এর পার্থক্য?

(ক) 45 ডিগ্রী

(খ) 90 ডিগ্রী

(গ) 180 ডিগ্রী 

(ঘ) 360 ডিগ্রী

উত্তরঃ (গ) 180 ডিগ্রী


৪২। WCB এর মানে হয়ে থাকে?

(ক) 0-90 ডিগ্রী 

(খ) 0-180 ডিগ্রী

(গ) 0-270 ডিগ্রী 

(ঘ) 0-360 ডিগ্রী

উত্তরঃ (ঘ) 0-360 ডিগ্রী


৪৩। RB এর মানে হয়ে থাকে?

(ক)0-90 ডিগ্রী 

(খ)0-180 ডিগ্রী

(গ) 0-270 ডিগ্রী

(ঘ) 0-360 ডিগ্রী

উত্তরঃ (ক) 0-90 ডিগ্রী


৪৪। অক্ষাংশ নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) Loose

(খ) Lsine

(গ) Lsece

(ঘ) Ltane

উত্তরঃ (ক) Loose


৪৫। দ্রাঘিমাংশ নির্ণয়ের সূত্র কোনটি?

(ক) Loose

(খ) Lsine

(গ) Lsece 

(ঘ) Ltane

উত্তরঃ (খ) Lsine


৪৬। সীমানা কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৪৭। গাড়ি চালানো কষ্টকর?

(ক) ক্রান্তি বাঁক 

(খ) বিপরীত বাঁক

(গ) সরল বাঁক

(ঘ) বৃত্তাকার বাঁক

উত্তরঃ (খ) বিপরীত বাঁক


৪৮। ক্রান্তি বাঁক কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৪৯। ঘের অংকন প্রক্রিয়া কয়টি?

(ক) ১ টি

(খ) ২টি

(গ) ৩টি 

(ঘ) ৪ টি

উত্তরঃ (খ) ২টি


৫০। থিওডোলাইট কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৫১। থিওডোলাইট এর সাহায্যে কি পরিমাপ করা যায়?

(ক) দূরত্ব

(খ) কোণ

(গ) এলিভেশন

(ঘ) সবগুলি

উত্তরঃ (খ) কোণ


৫৩। টোটাল স্টেশন এর সাহায্যে কি পরিমাপ করা যায়?

(ক) দূরত্ব

(খ) কোণ

(গ) এলিভেশন

(ঘ) সবগুলি

উত্তরঃ (ঘ) সবগুলি


৫৪। স্বয়ং পঠনশীল স্টাফ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৫৫। দৈর্ঘ্য কত মিটার এর কম হলে বক্রতা ও প্রতিসরণ জনিত শুদ্ধীর প্রয়োজন হয় না?

(ক) ১০০ মিটার

(খ) ১৫০ মিটার

(গ) ২০০ মিটার

(ঘ) ২৫০ মিটার

উত্তরঃ (গ) ২০০ মিটার


৫৬। নির্দিষ্ট উপাত্ত তল থেকে সময় উচ্চতা বিশিষ্ট বিন্দুর সংযোগকারী কাল্পনিক রেখা কে কি বলে?

(ক) শিকল রেখা 

(খ) কন্টুর রেখা

(গ) সরলরেখা

(ঘ) বক্ররেখা

উত্তরঃ (খ) কন্টুর রেখা


৫৭। কোনটি পরোক্ষ লেভেলিং?

(ক) পার্থক্যায়ণ

(খ) বিনিময়ক্রোম

(গ) ত্রিকোণমিতিক 

(ঘ) সমতালিক

উত্তরঃ (ক) পার্থক্যায়ণ


৫৮। যে নির্দিষ্ট স্মারক বিন্দুর RL জানা আছে তাকে কি বলে?

(ক) ডেটাম লাইন

(খ) গড় সমুদ্র তল 

(গ) প্রস্তুতিতল

(ঘ) বেঞ্চমার্ক

উত্তরঃ (ঘ) বেঞ্চমার্ক


৫৯। বেঞ্চ মার্ক কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


৬০। GTS এর পূর্ণরূপ কি?

(ক) Great Total Survey

(খ) Gross Total Survey

(গ) Good Total Survey

(ঘ) Great Trigonometrical Survey

উত্তরঃ (ঘ) Great Trigonometrical Survey


৬১। MSL এর পূর্ণরূপ কি?

(4) Mean see level

(খ) Mean sea level

(গ) Mean sea line

(ঘ) Maximum sea level

উত্তরঃ (খ) Mean sea level


৬২। টেকোমিটার এর সাহায্যে মাপা যায়?

(ক) দূরত্ব

(খ) কোণ 

(গ) এলিভেশন

(ঘ) সবগুলি

উত্তরঃ (খ) কোণ


৬৩। লেভেল যন্ত্রের সমন্বয় কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি 

(গ) ৩টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (খ) ২ টি


৬৪। লেভেল যন্ত্রের অস্থায়ী সমন্বয় কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩ টি

(ঘ) ৫ টি

উত্তরঃ (ঘ) ৫ টি


৬৫। লেভেল যন্ত্রের স্বায়ী সমন্বয় কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩ টি 

(ঘ) ৫ টি

উত্তরঃ (খ) ২ টি


৬৬। থিওডোলাইট এর সমন্বয় কয়টি?

(ক) ১ টি

(খ) ২টি 

(গ) ৩টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (খ) ২ টি


৬৭। থিওডোলাইট এর স্থায়ী সমন্বয় কয়টি?

(ক) ১ টি 

(খ) ২টি

(গ) ৩টি 

(ঘ) ৫ টি

উত্তরঃ (ঘ) ৫ টি


৬৮। থিওডোলাইট এর অস্থায়ী সমন্বয় কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩টি

(ঘ) ৫ টি

উত্তরঃ (গ) ৩ টি


৬৯। প্লেন টেবিল জরিপ এর মূল উপকরণ?

(ক) প্লেন টেবিল

(খ) শিকল

(গ) কম্পাস

(ঘ) থিওডোলাইট

উত্তরঃ (ক) প্লেন টেবিল


৭০। শিকল জরিপ এর মূল উপকরণ?

(ক) প্লেন টেবিল 

(খ) শিকল

(গ) কম্পাস

(ঘ) থিওডোলাইট

উত্তরঃ (খ) শিকল


৭১। কিসের মাধ্যমে সাউন্ডিং বিন্দুর কোণ পরিমাপ করা হয়?

(ক) থিওডোলাইট 

(খ) সেক্সট্যান্ট

(গ) সাউন্ডিং মেশিন

(ঘ) কম্পাস

উত্তরঃ (খ) সেক্সট্যান্ট


৭২। বাক প্রধানত কয় প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৭৩। ১০ ডিগ্রি বাঘের ব্যাসার্ধ?

(ক) 1.719 মিটার

(খ) 17.19 মিটার

(গ) 171.9 মিটার 

(ঘ) 1719 মিটার

উত্তরঃ (গ) 171.9 মিটার


৭৪। লেভেল যন্ত্রের মৌলিক রেখা কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (ঘ) ৪ টি


৭৫। নির্দিষ্ট উপাত্ত রেখা থেকে ওলন রেখা বরাবর দূরত্বকে কি বলে?

(ক) RL

(খ) BM

(গ) MSL

(ঘ) GTS

উত্তরঃ (ক) RL


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url