হাইড্রোলিক্স বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



 ১। MKS এককে পানির ঘনত্ব কত ?

(ক) ১০০০ KG/m3

(খ) ১০০ KG/m3

(গ) ১ KG/ma

(ঘ) ১০০০ Gm/Cms

উত্তরঃ (ক) ১০০০ KG/m3


২। পানির আপেক্ষিক গুরুত্ব কত ?

(ক) 0.4

(খ) 0.8

(গ) 1

(ঘ) 1000

উত্তরঃ (গ) 1


৩। কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

(ক) ০ ডিগ্রি

(খ) ২ ডিগ্রি 

(গ) ৩ ডিগ্রি

(ঘ) ৪ ডিগ্রি

উত্তরঃ (ঘ) ৪ ডিগ্রি


৪। এক ঘনমিটার পানির ওজন কত?

(ক) ৬২.৫ পাউন্ড 

(খ) ৬২.৫ লিটার

(গ) ১০০০ লিটার

(ঘ) ১০০০ গ্রাম

উত্তরঃ (গ) ১০০০ লিটার


৫। নির্দিষ্ট তাপমাত্রায় কোন তরলের একক আয়তনের ভরকে কি বলা হয়?

(ক) আপেক্ষিক গুরুত্ব

(খ) ম্যাস ডেনসিটি

(গ) ওজন

(ঘ) আপেক্ষিক ওজন

উত্তরঃ (ক) আপেক্ষিক গুরুত্ব


৬। তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে সান্দ্রতার কি পরিবর্তন লক্ষ্য করা যায় ?

(ক) কমে যায়

(খ) বৃদ্ধি পায়

(গ) একই থাকে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) কমে যায়


৭। তরলের চাপ বৃদ্ধি করলে সান্দ্রতার কি পরিবর্তন লক্ষ্য করা যায়?

(ক) কমে যায়

(খ) বৃদ্ধি পায়

(গ) একই থাকে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বৃদ্ধি পায়


৮। সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব স্বাভাবিক পানির তুলনায়?

(ক) কম থাকে

(খ) বেশি থাকে

(গ) একই থাকে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বেশি থাকে


৯। প্ৰবাহী কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার 

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১০। কত ডিগ্রি তাপমাত্রায় পানি বাষ্প হয়?

(ক) ৫০ ডিগ্রি

(খ) ৬০ ডিগ্রি 

(গ) ৮০ ডিগ্রি

(ঘ) ১০০ ডিগ্রি

উত্তরঃ (ঘ) ১০০ ডিগ্রি


১১। হাইড্রোলিক্স কত প্রকার

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার 

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


১২। পারদের আপেক্ষিক গুরুত্ব কত?

(ক) 0.8

(খ) 1.0

(গ) 7.3

(ঘ) 13.6

উত্তরঃ (ঘ) 13.6


১৩। কোন বস্তুর ওজন সমান ?

(ক) W=mg

(খ) W=m/g

(গ) W=m+g

(ঘ) W=m-g

উত্তরঃ (ক) W=mg


১৪। পরম চাপ কাকে বলে?

(ক) বায়ুচাপ+গেজচাপ

(খ) বায়ুচাপ-শূন্য চাপ

(গ) ক,খ উভয়

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) ক, খ উভয়


১৫। চাপের তীব্রতার সূত্রটি কি?

(ক) P=ws/h

(খ) P=whs

(গ) P=ws+h

(ঘ) P=wh+s

উত্তরঃ (খ) P=whs


১৬। কোন যন্ত্রের সাহায্যে তরলের চাপ মাপা হয়?

(ক) ব্যারোমিটার

(খ) ম্যানোমিটার

(গ) পিজোমিটার

(ঘ) কম্প্রেসমিটার

উত্তরঃ (গ) পিজোমিটার


১৭। যে বিন্দু দিয়ে লব্ধিচাপ ক্রিয়া করে তাকে কি বলে?

(ক) ভরকেন্দ্র

(খ) চাপকেন্দ্ৰ

(গ) লব্ধিকেন্দ্ৰ

(ঘ) মেটাসেন্ট্রিক কেন্দ্ৰ

উত্তরঃ (খ) চাপকেন্দ্র


১৮। পানিতে ভাসমান কোন বস্তুর যে বিন্দু কে কেন্দ্র করে দুলতে থাকে তাকে কি বলে?

(ক) ভরকেন্দ্র

(খ) চাপকেন্দ্ৰ

(গ) লব্ধিকেন্দ্র

(ঘ) মেটাসেন্ট্রিক কেন্দ্র

উত্তরঃ (ঘ) মেটাসেন্ট্রিক কেন্দ্ৰ


১৯। পৃথিবী প্রত্যেকটি বস্তুকে যে বিন্দুতে কেন্দ্র করে নিজের দিকে আকর্ষণ করে তাকে কি বলে?

(ক) ভরকেন্দ্র

(খ) চাপকেন্দ্র

(গ) লব্ধিকেন্দ্ৰ

(ঘ) মেটাসেন্ট্রিক কেন্দ্র

উত্তরঃ (ক) ভরকেন্দ্র


২০। পানিতে ভাসমান কোন বস্তুকে পানি কর্তৃক মোট ঊর্ধ্বমুখী চাপকে কি বলা হয়?

(ক) ভরকেন্দ্র

(খ) চাপকেন্দ্ৰ

(গ) প্লবতা কেন্দ্ৰ

(ঘ) প্লবতা

উত্তরঃ (ঘ) প্লবতা


২১। এক ঘনফিট পানির ওজন কত?

(ক) ৬২.৫ পাউন্ড

(খ) ৬২.৫ লিটার

(গ) ১০০০ লিটার

(ঘ) ১০০০ গ্রাম

উত্তরঃ (ক) ৬২.৫ পাউন্ড


২২। পিটট টিউব কত ডিগ্রী কোণে বাঁকানো থাকে?

(ক) ০ ডিগ্রী

(খ) ৪৫ ডিগ্রী

(গ) ৯০ ডিগ্রী (ঘ) ১০৫ ডিগ্রী

উত্তরঃ (গ) ৯০ ডিগ্রী


২৩। অভিকর্ষজ ত্বরণের মান কত?

(ক) 981 m/s 2

(খ) 9.81 m/s 2

(গ) 981 Km/s2

(ঘ) 0.981 m/s 2

উত্তরঃ (খ) 9.81m/s2


২৪। নির্গমন এর সূত্র কোনটি?

(ক) Q =AV

(খ) Q=A/V

(গ) Q=AT

উত্তরঃ (ক) Q =AV


২৫। CC এর গড় মান কত?

(ক) 0.62

(খ) 0.64

(গ) 0.97

(ঘ) 1.0

উত্তরঃ (খ) 0.64


২৬। CV এর গড় মান কত?

(ক) 0.62 

(খ) 0.64

(গ) 0.97

(ঘ) 1.0

উত্তরঃ (গ) 0.97


২৭। CD এর গড় মান কত?

(ক) 0.62

(খ) 0.64

(গ) 0.97

(ঘ) 1.0

উত্তরঃ (ক) 0.62


২৮। মেজর হেডলস কোনটি?

(ক) ঘর্ষণ জনিত হেডলস 

(খ) প্রবেশ জনিত হেডলস

(গ) বাক জনিত হেডলস

(ঘ) বাধা জনিত হেডলস

উত্তরঃ (ক) ঘর্ষণ জনিত হেডলস


২৯। মেজর হেডলস কোনটি?

(ক) বাধা জনিত হেডলস

(খ) প্রবেশ জনিত হেডলস

(গ) বাক জনিত হেডলস 

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


৩০। চাপের তীব্রতা গভীরতার সাথে কীভাবে সম্পর্কযুক্ত?

(ক) সমানুপাতিক 

(খ) ব্যস্তানুপাতিক

(গ) সমান

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সমানুপাতিক


৩১। চাপ তরল সংলগ্ন পাত্রের উপর কিভাবে কিভাবে করে?

(ক) আড়াআড়িভাবে 

(খ) অনুভূমিকভাবে

(গ) লম্বভাবে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) লম্বভাবে


৩২। তরলের উপরের পৃষ্ঠে চাপের তীব্রতা?

(ক) সর্বোচ্চ

(খ) সর্বনিম্ন

(গ) শূন্য

(ঘ) সমান

উত্তরঃ (গ) শূর্না


৩৩। কোন চাপে তরল আকার ধারণ করে ?

(ক) সর্বোচ্চ

(খ) সর্বনিম্ন

(গ) শূন্য

(ঘ) সমান

উত্তরঃ (গ) শূন্য


৩৪। পিটট টিউব দ্বারা কি পরিমাপ করা হয়?

(ক) প্রবাহ

(খ) আয়তন

(গ) ওজন

(ঘ) বেগ

উত্তরঃ (ঘ) বেগ


৩৫। তরল পদার্থের গড় পার্শ্বচাপ তলদেশের চাপের তীব্রতার?

(ক) অর্ধেক

(খ) দ্বিগুণ

(গ) সমান

(ঘ) সবগুলো

উত্তরঃ (ক) অর্ধেক


৩৬। অল্প চাপ সূক্ষ্মভাবে পরিমাপের জন্য ব্যবহার করা হয়?

(ক) ব্যারোমিটার

(খ) ম্যানোমিটার

(গ) পিজোমিটার

(ঘ) কম্প্রেসমিটার

উত্তরঃ (গ) পিজোমিটার


৩৭। তরল পদার্থ প্রবাহের সময় ?

(ক) শক্তির অপচয় হয়

(খ) শক্তি বৃদ্ধি হয়

(গ) সমান থাকে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) শক্তির অপচয় হয়


৩৮। তরল প্রবাহের সময় যে শক্তির অপচয় হয় তাকে কি বলে?

ক) হেড

(খ) লস

(গ) হেড লস

(ঘ) সবগুলো

উত্তরঃ (গ) হেড লস


৩৯। পানির গভীরতা ক্রিটিক্যাল গভীরতার সমান হলে তাকে কি বলে?

(ক) শুটিং ফ্লো

(খ) স্ট্রিমিং ফ্লো

(গ) ক্রিটিকাল ফ্লো

(ঘ) লামিনার ফ্লো

উত্তরঃ (গ) ক্রিটিকাল ফ্লো


৪০। পানির গভীরতা ক্রিটিক্যাল গভীরতার কম হলে তাকে কি বলে?

(ক) শুটিং ফ্লো

(খ) স্ট্রিমিং ফ্লো

(গ) ক্রিটিকাল ফ্লো

(ঘ) লামিনার ফ্লো

উত্তরঃ (ক) শুটিং ফ্লো


৪১। পানির গভীরতা ক্রিটিক্যাল গভীরতার বেশি হলে তাকে কি বলে?

(ক) শুটিং ফ্লো

(খ) স্ট্রিমিং ফ্লো

(গ) ক্রিটিকাল ফ্লো

(ঘ) লামিনার ফ্লো

উত্তরঃ (খ) স্ট্রিমিং ফ্লো


৪২। কিউমেক দ্বারা কি বুঝানো হয়?

(ক) m/sec

(খ) ft3/sec

(গ) cm³/sec

(ঘ) in³/sec

উত্তরঃ (ক) m/sec


৪৩। কিউসেক দ্বারা কি বুঝানো হয়?

(ক) m3 /sec

(খ) ft3 / sec

(গ) cm3 /sec

(ঘ) in3 / sec

উত্তরঃ (খ) ft3/sec


৪৪। নচ / অয়্যার কেন ব্যবহার করা হয়?

(ক) প্রবাহ মাপার জন্য

(খ) বেগ মাপার জন্য

(গ) আয়তন মাপার জন্য

(ঘ) ওজন মাপার জন্য

উত্তরঃ (ক) প্রবাহ মাপার জন্য


৪৫। হাইড্রোলিক প্রেস কোন সূত্রের উপর কাজ করে?

(ক) বার্নোলি

(খ) প্যাসস্কেল

(গ) নিউটন

(ঘ) আর্কিমিডিস

উত্তরঃ (খ) প্যাসস্কেল


৪৬। নচ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


৪৭। অয়্যার কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (ঘ) ৪ প্রকার


৪৮। অয়্যার এর উপর দিয়ে যে জলরাশি প্রবাহিত হয় তাকে কি বলে?

(ক) ক্রেস্ট

(খ) ভেইন

(গ) সিল

(ঘ) ন্যাপ

উত্তরঃ (খ) ভেইন


৪৯। অয়্যার এর যে অংশের উপর দিয়ে যে জলরাশি প্রবাহিত হয় তাকে কি বলে?

(ক) ক্রেস্ট

(খ) ভেইন

(গ) সিল

(ঘ) ন্যাপ

উত্তরঃ (ক) ক্রেস্ট


৫০। নচ এর যে অংশের উপর দিয়ে যে জলরাশি প্রবাহিত হয় তাকে কি বলে?

(ক) ক্রেস্ট

(খ) ভেইন

(গ) সিল

(ঘ) ন্যাপ

উত্তরঃ (গ) সিল


৫১। নচ দিয়ে প্রবাহিত ধরা কে কি বলে?

(ক) ক্রেস্ট

(খ) ভেইন

(গ) সিল 

(ঘ) ন্যাপ

উত্তরঃ (ঘ) ন্যাপ


৫২। আয়তাকার লাভজনক সেকশন থেকে পাওয়া যায়?

(ক) বেগ

(খ) চাপ (গ) নির্গমন

(ঘ) সর্বোচ্চ নির্গমন

উত্তরঃ (ঘ) সর্বোচ্চ নির্গমন


৫৩। কারেন্ট মিটার কি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়?

(ক) বেগ

(খ) চাপ 

(গ) নির্গমন

(ঘ) সর্বোচ্চ নির্গমন

উত্তরঃ (ক) বেগ


৫৪। বস্তুর ভর অপেক্ষা প্ৰবতা বেশি হলে কোনটি ঘটবে?

(ক) বস্তুটি ভেসে থাকবে 

(খ) বস্তুটি ডুবে যাবে

(গ) বস্তুটির স্থির থাকবে

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) বস্তুটি ভেসে থাকবে


৫৫। বস্তুর ভর অপেক্ষা প্লবতা কম হলে কোনটি ঘটবে?

(ক) বস্তুটি ভেসে থাকবে

(খ) বস্তুটি ডুবে যাবে

(গ) বস্তুটির স্থির থাকবে 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) বস্তুটি ডুবে যাবে


৫৬। ভেনচুরি মিটার কি নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়?

(ক) বেগ

(খ) চাপ 

(গ) নির্গমন

(ঘ) সর্বোচ্চ নির্গমন

উত্তরঃ (গ) নির্গমন


৫৭। কো ইফিশিয়েন্ট অফ ডিসচার্জ কাকে বলে?

(ক) CC*CV

(খ) CC/CV 

(গ) CD*CV

(ঘ) CD/CV

উত্তরঃ (ক) CC*CV


৫৮। Pitot tube কেন ব্যবহার করা হয়?

(ক) প্রবাহ

(খ) আয়তন

(গ) ওজন

(ঘ) বেগ

উত্তরঃ (ঘ) বেগ


৫৯। তরল পদার্থের ক্ষেত্রে কোনটি সত্য?

(ক) সংকোচন করা যায়

(খ) সংকোচন করা যায় না

(গ) সবগুলোই (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (খ) সংকোচন করা যায় না।


৬০। নেগেটিভ প্রেসার বায়ুমন্ডলের চাপ অপেক্ষা?

(ক) কম

(খ) বেশি

(গ) সমান

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) কম


৬১। ডিফারেন্সিয়াল ম্যানোমিটার দ্বারা নির্ণয় করা হয়?

(ক) এক বিন্দুর চাপ

(খ) দুই বিন্দুর চাপ

(গ) এক বিন্দুর বেগ

(ঘ) দুই বিন্দুর বেগ

উত্তরঃ (খ) দুই বিন্দুর চাপ


৬২। তরলের বেগ পাইপের কেন্দ্র?

(ক) সর্বোচ্চ

(খ) সর্বনিম্ন

(গ) সমান

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সর্বোচ্চ


৬৩। ভেনাকন্ট্রাকটাতে তরলের বেগ ?

(ক) সর্বোচ্চ

(খ) সর্বনিম্ন

(গ) সমান

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) সর্বোচ্চ


৬৪। কোনটির আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে বেশি?

(ক) পানি

(খ) তেল

(গ) গ্যাস

(ঘ) পারদ

উত্তরঃ (ঘ) পারদ


৬৫। ভাসমান বস্তুর সাম্যবস্থা সূত্র কয়টি?

(ক) ১ টি

(খ) ২ টি 

(গ) ৩ টি

(ঘ) ৪ টি

উত্তরঃ (গ) ৩ টি


৬৬। ফ্লট কোন কাজে ব্যবহার করা হয়?

(ক) প্রবাহ নির্ণয়ে 

(খ) আয়তন নির্ণয়ে

(গ) ওজন নির্ণয়ে

(ঘ) বেগ নির্ণয়ে

উত্তরঃ (ঘ) বেগ নির্ণয়ে


৬৭। Fuid কত প্রকার?

(ক) ২ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ৬ প্রকার

(ঘ) ৮ প্রকার

উত্তরঃ (গ) ৬ প্রকার


৬৮। গোলাকার পাইপের সারফেস এরিয়ার সূত্র কোনটি?

(ক) 2/712

(খ) 22/712

(গ) 21/7 r2

(ঘ) 23/712

উত্তরঃ (খ) 22/712


৬৯। নির্গমন এর একক কোনটি?

(ক) m/sec

(খ) m2 /sec

(গ) m3 / sec

(ঘ) m/sec2

উত্তরঃ (গ) m/sec


৭০। বেগ এর একক কোনটি?

(ক) m/sec

(খ) m2 /sec 

(গ) m3/sec

(ঘ) m/sec2

উত্তরঃ (ক) m/sec


৭১। চাপ এর একক কোনটি?

(ক) kg/m

(খ) kg/m2

(গ) kg/m3

(ঘ) kg/m

উত্তরঃ (খ) kg/m2


৭২। আপেক্ষিক গুরুত্ব এর একক কোনটি?

(ক) kg/m

(খ) kg/m2

(গ) kg/m3

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ঘ) কোনোটিই নয়


৭৩। Mpaবলতে কি বুঝায়?

(ক) N/mm2

(খ) N/m2

(গ) KN/mm2

(ঘ) N/ft2

উত্তরঃ (ক) N/mm2


৭৪। Psiবলতে কি বুঝায়?

(ক) lb/in

(খ) lb/in²

(গ) lb/in³

(ঘ) lb/ft2

উত্তরঃ (খ) Ib/in2


৭৫। Paবলতে কি বুঝায়?

(ক) N/mm2

(খ) N/m²

(গ) KN/mm2

(ঘ) N/ft2

উত্তরঃ (খ) N/m2


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url