হাইড্রোলজি এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং বহুনির্বাচনী (MCQ) প্রশ্নউত্তর



১। প্রস্বেদন পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

(ক) ব্যারোমিটার

(খ) ম্যানোমিটার 

(গ) অ্যাটমোমিটার

(ঘ) হাইড্রোমিটার

উত্তরঃ (ঘ) হাইড্রোমিটার


২। বাষ্পীভবন পরিমাপে কোন যন্ত্র ব্যবহার করা হয় ?

(ক) ব্যারোমিটার

(খ) ম্যানোমিটার

(গ) অ্যাটমোমিটার

(ঘ) হাইড্রোমিটার

উত্তরঃ (গ) অ্যাটমোমিটার


৩। হাইড্রোগ্রাফ কিসের গ্রাফিক্যাল রূপ ?

(ক) পানি চক্র

(খ) রান অফ

(গ) ক্যাচমেন্ট এলাকা

(ঘ) গড় বৃষ্টিপাত

উত্তরঃ (ক) পানি চক্র


৪। মৃত্তিকার যে স্তরের ভিতর দিয়ে পানি প্রবেশ করতে পারে ?

(ক) Transportation state of soil

(খ) Discharge state of soil 

(গ) Permiable state of soil

(ঘ) impermiable state of soil

উত্তরঃ (গ) Permiable state of soil


৫। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম ?

(ক) রেইনগেজ

(খ) ওয়িং ব্যাকেট

(গ) সায়মন

(ঘ) সবগুলো

উত্তরঃ (ঘ) সবগুলো


৬। বৃষ্টির ফোঁটার সর্বনিম্ন আকার ?

(ক) 0.25mm

(খ) 0.50mm 

(গ) 0.75mm

(ঘ) 1.00mm

উত্তরঃ (খ) 0.50mm


৭। বাংলাদেশে গড় বার্ষিক বৃষ্টিপাত ? 

(ক) 103cm

(খ) 203cm

(গ) 303cm 

(ঘ) 403cm

উত্তরঃ (খ) 203 cm


৮। সময়ের সাথে বৃষ্টিপাতের পরিমাণের তারতম্য দেখিয়ে যে গ্রাফ অঙ্কন করা হয় ?

(ক) Hyetograph

(খ) Rainfall hyetograph

(গ) Mass curve

(ঘ) Rainfall analysis

উত্তরঃ (খ) Rainfall hyetograph


৯। বৃষ্টিপাতের সময়ের সাথে বৃষ্টিপাতের গভীরতার পুঞ্জিভূত পরিমাণ হল ? 

(ক) Hyetograph

(খ) Rainfall hyetograph

(গ) Mass curve

(ঘ) Rainfall analysis

উত্তরঃ (গ) Mass curve


১০। সাগরে বেষ্টিত ভূমির পরিমাণ ?

(ক) 66%

(খ) 71%

(গ) 81%

(ঘ) 85%

উত্তরঃ (খ) 71%


১১। ভূপৃষ্ঠের অধিকাংশ পানি হল ?

(ক) Ice

(খ) Portable water

(গ) Salt water

(ঘ) Fresh water

উত্তরঃ (গ) Salt water


১২। ভূপৃষ্ঠস্থ পানির উৎস কোনটি ?

(ক) অগভীর নলকূপ 

(খ) গভীর নলকূপ

(গ) কূপ

(ঘ) পুকুর

উত্তরঃ (ঘ) পুকুর


১৩। কোন উৎসের পানি সবচেয়ে নিরাপদ ?

(ক) নদী

(খ) কূপ

(গ) বৃষ্টির পানি

(ঘ) পুকুর

উত্তরঃ (গ) বৃষ্টির পানি


১৪। গভীর নলকূপের গভীরতা কত মিটারের অধিক হয় ?

(ক) ৪০ মিটার

(খ) ৫০ মিটার

(গ) ৬০ মিটার 

(ঘ) ৮০ মিটার

উত্তরঃ (গ) ৬০ মিটার


১৫। মাটির নিচে অপ্রবেশ্য স্তরের একুইফারকে বলা হয় ?

(ক) কনফাইন্ড একুইফার 

(খ) আনকনফাইন্ড একুইফার

(গ) আটিশিয়ান একুইফার

(ঘ) ননআটিশিয়ান একুইফার

উত্তরঃ (ক) কনফাইন্ড একুইফার


১৬। মাটির নিচে প্রবেশ্য স্তরের একুইফারকে বলা হয় ?

(ক) কনফাইন্ড একুইফার

(খ) আনকনফাইন্ড একুইফার

(গ) আটিশিয়ান একুইফার

(ঘ) ননআটিশিয়ান একুইফার

উত্তরঃ (খ) আনকনফাইন্ড একুইফার


১৭। মাটির নিচে অভেদ্য স্তরের একুইফারকে বলা হয়?

(ক) কনফাইন্ড একুইফার

(খ) আনকনফাইন্ড একুইফার 

(গ) আর্টিশিয়ান একুইফার

(ঘ) ননআটিশিয়ান একুইফার

উত্তরঃ (গ) আটিশিয়ান একুইফার


১৮। 1mm/h অপেক্ষা কম বৃষ্টিপাতকে বলা হয়?

(ক) Traces rain

(খ) Drizzling rain

(গ) Heavy rain

(ঘ) Modarate rain

উত্তরঃ (ক) Traces rain


১৯। 5mm/h অপেক্ষা কম বৃষ্টিপাতকে বলা হয়?

(ক) Traces rain

(খ) Drizzling rain

(গ) Heavy rain

(ঘ) Modarate rain

উত্তরঃ (ঘ) Modarate rain


২০।7.5mm / h অপেক্ষা কম বৃষ্টিপাতকে বলা হয়?

(ক) Traces rain

(খ) Drizzling rain

(গ) Heavy rain

(ঘ) Modarate rain

উত্তরঃ (গ) Heavy rain


২১। 2.5mm / h অপেক্ষা কম বৃষ্টিপাতকে বলা হয়?

(ক) Traces rain

(খ) Light rain

(গ) Heavy rain

(ঘ) Modarate rain

উত্তরঃ (খ) Light rain


২২। কোন কূপ থেকে পানি স্বয়ংক্রিয়ভাবে উপরে উঠে আসে?

(ক) গভীর নলকূপ

(খ) অগভীর নলকূপ

(গ) আটিশিয়ান কূপ

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) আর্টিশিয়ান কূপ


২৩। একুইফার কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


২৪। পানির উৎস কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


২৫। কোন স্রোতস্বিনীতে যতটুকু এলাকার পানি আসে?

(ক) একুইফার 

(খ) রান অফ

(গ) ক্যাচমেন্ট এরিয়া

(ঘ) কমান্ডএবল এরিয়া

উত্তরঃ (গ) ক্যাচমেন্ট এরিয়া


২৬। কত বছরের গড় বৃষ্টিপাতকে সাধারণ বৃষ্টিপাত বলা হয়?

(ক) ১৫ বছর

(খ) ২৫ বছর

(গ) ৩৫ বছর

(ঘ) ৪৫ বছর

উত্তরঃ (গ) ৩৫ বছর


২৭। মাটির নিচে যে স্তরে পানি সঞ্চিত থাকে?

(ক) একুইফার

(খ) রান অফ

(গ) ক্যাচমেন্ট এরিয়া

(ঘ) কমান্ডএবল এরিয়া

উত্তরঃ (ক) একুইফার


২৮। সমুদ্রের পানির আপেক্ষিক গুরুত্ব?

(ক) 0.75

(খ) 1.00

(গ) 1.015

(ঘ) 1.025

উত্তরঃ (ঘ) 1.025


২৯। উপমহাদেশে প্রথম সেচ প্রকল্পের সূচনা করেন?

(ক) সম্রাট আকবর

(খ) ইলিয়াস শাহ

(গ) সুলতান তুঘলক 

(ঘ) লর্ড ক্লাইভ

উত্তরঃ (গ) সুলতান তুঘলক


৩০। ভূ-পৃষ্ঠস্থ সেচ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার 

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৩১। ভূ-গর্ভস্থ সেচ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তরঃ (ঘ) ৫ প্রকার


৩২। গভীর নলকূপের পাম্প এর ব্যাস কত?

(ক) 30cm 

(খ) 45cm

(গ) 50cm

(ঘ) 60cm

উত্তরঃ (ঘ) 60cm


৩৩। আর্টিজেন কূপ কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৫ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৩৪। বাংলাদেশে সেচের উত্তম উৎস?

(ক) ভূ-গর্ভস্থ সেচ

(খ) ভূ-পৃষ্ঠস্থ সেচ

(গ) বৃষ্টির পানি 

(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) ভূ-গর্ভস্থ সেচ


৩৫। বাংলাদেশের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে?

(ক) চন্দ্ৰনাথ পাহাড় 

(খ) সেন্ট মার্টিন

(গ) মাধবকুণ্ড

(ঘ) জাফলং

উত্তরঃ (ক) চন্দ্রনাথ পাহাড়


৩৬। খোলা কূপের ধারণ ক্ষমতা কত?

(ক) 0.4m3/s

(খ) 0.04m3/s

(গ) 0.004m3/s

(ঘ) 0.0004 m3/s

উত্তরঃ (গ) 0.004m3/s


৩৭। সর্বোচ্চ বন্যা তল থেকে বাঁধের চূড়া পর্যন্ত দূরত্ব?

(ক) HFL

(খ) Free bord

(গ) Up steam

(ঘ) Down steam

উত্তরঃ (খ) Free bord


৩৮। ফ্রী-বোর্ড এর উচ্চতা কত?

(ক) ১-২ মিটার

(খ) ১-৩ মিটার

(গ) ১-৪ মিটার 

(ঘ) ১-৫ মিটার

উত্তরঃ (খ) ১-৩ মিটার


৩৯। কোর ওয়াল কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


৪০। মাটির বাঁধের সর্বোচ্চ উচ্চতা?

(ক) 15 মিটার 

(খ) 20 মিটার

(গ) 25 মিটার

(ঘ) 30 মিটার

উত্তরঃ (ঘ) 30 মিটার


৪১। স্পিলওয়ে কত প্রকার?

(ক) ৩ প্রকার

(খ) ৪ প্রকার

(গ) ৫ প্রকার

(ঘ) ৬ প্রকার

উত্তরঃ (ঘ) ৬ প্রকার


৪২। পলি অপসারণের পদ্ধতি কয়টি?

(ক) ৩টি

(খ) ৪ টি

(গ) ৫ টি

(ঘ) ৬ টি

উত্তরঃ (ঘ) ৬ টি


৪৩। ফিশ লাডারে পানির বেগ কত?

(ক)1m/s

(খ) 2m/s

(গ) 3 m/s

(ঘ) 4m/s

উত্তরঃ (গ) 3m/s


৪৪। বাংলাদেশের সমভূমিতে ঢাল আছে?

(ক) উত্তরমুখী 

(খ) দক্ষিণমুখী

(গ) পূর্বমুখী 

(ঘ) পশ্চিমমুখী

উত্তরঃ (খ) দক্ষিণমুখী


৪৫। বাংলাদেশে বহুল প্রচলিত সেচ পদ্ধতি?

(ক) সেওতি

(খ) দোন

(গ) কপিকল

(ঘ) কূপ

উত্তরঃ (খ) দোন


৪৬। শস্য উৎপাদনের জন্য মোট পানির পরিমাণ কাকে বলা হয়?

(ক) বেস পিরিয়ড

(খ) ক্রপস পিরিয়ড

(গ) ডিউটি 

(ঘ) ডেল্টা

উত্তরঃ (ঘ) ডেল্টা


৪৭। ডেল্টা=?

(ক) 8.64B/D

(খ) 8.64B / B 

(গ) 8.64D/B

(ঘ) 8.64/D

উত্তরঃ (ক) 8.64B/D


৪৮। বাঁধের সর্বোচ্চ বন্যাতলকে কি বলে?

(ক) HFL

(খ) Free bord

(গ) Up steam

(ঘ) Down steam

উত্তরঃ (ক) HFL


৪৯। বৃষ্টি মান যন্ত্র প্রধানত কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (খ) ২ প্রকার


৫০। স্বয়ংক্রিয় বৃষ্টি মান যন্ত্র কত প্রকার?

(ক) ১ প্রকার

(খ) ২ প্রকার

(গ) ৩ প্রকার

(ঘ) ৪ প্রকার

উত্তরঃ (গ) ৩ প্রকার


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url