গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর উপর


১. উত্তম ইট তৈরির প্রভাব বিস্তারকারী বিষয়- ৫টি।
২. ইট তৈরির ধাপ- ৫টি।
৩. ইট কাটা পদ্ধতি- ২টি।
৪. ইট পােড়ানাে ও শুকানাের সময় সংকুচিত হয়- প্রায় ১০%।
৫. পি.ডব্লিউ.ডি-এর মতে হাতে তৈরি ইটের সাইজ- ৯.৫"x৪.৫”x২.৭৫” ।
৬. বাংলাদেশে তৈরি ইটের ওজন-৩.৭৫ কেজি।
৭. উত্তম ইট প্রতি বর্গমিটারে ভাঙ্গে ৪০০ থেকে ৭০০ টন চাপে।
৮. সিলিকা ইটের তাপ সহ্য ক্ষমতা-২০০০° সেঃ।
৯. উত্তম ইট ২৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখলে পানি শােষণ করে তার ওজনের- ১/৬ অংশ।
১০. পাের্টল্যান্ড সিমেন্টে পানি সিমেন্ট অনুপাত- ০.৮।
১১. কংক্রিটে সিমেন্ট ব্যবহৃত হয়- জোড়ক পদার্থ হিসেবে।
১২. ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে- প্রায় ৯ গ্যালন।
১৩. সিমেন্টের ল্যাব টেস্ট করা হয়- ৫টি।
১৪. কারুকার্যে ব্যবহৃত পাথর- গ্রানাইট।
১৫. ভালাে পাথর আদ্রতামুক্ত করার জন্য খােলা বাতাসে রাখতে হয় নির্মাণ কাজের- ৫ থেকে ১২ মাস আগে।
১৬. মােজাইকের মেঝে ঘষে পরিষ্কার করা হয়- শান পাথর দিয়ে।
১৭. মােজাইক পাথর একটি কৃত্রিম পাথর।
১৮. ইটের উপাদানে সিলিকার পরিমান- ৫৫%।
১৯. ইটের উপাদানে এ্যলুমিনা- ৩০%।
২০. ইটের উপাদানে আয়রন অক্সাইড- ৮%।
২১. ইটের উপাদানে ম্যাগনেসিয়া- ৫%।।
২২. ইটের উপাদানে চুনের পরিমাণ- ১%।
২৩. মাত্রাতিরিক্ত সিলিকা ইটকে- দূর্বল ও ভঙ্গুর করে।
২৪. ইটের কাদায় ম্যাগনেসিয়ার কাজ- সংকোচন প্রতিহত করা।
২৫. সর্বোচ্চ মজবুতির জন্য প্রতি ব্যাগ সিমেন্টে পানির প্রয়ােজন- ৪.৫ গ্যালন।
২৬. ইট পােড়ানাে হয়- ১০০০ থেকে ১২০০° সেঃ তাপমাত্রায়।
২৭. পাের্টল্যান্ড সিমেন্টে লাইম- ৬৩%।
২৮. পাের্টল্যান্ড সিমেন্টে সিলিকা- ২২%।
২৯. সমুদ্র এলাকায় নির্মাণ কাজের সিমেন্ট- ক্লে সিমেন্ট।
৩০. গাছের বাড়ন্তের মাত্রা অধিক- বসন্ত কালে।
৩১. গাছ কাটার উত্তম সময়- শীতকাল।
৩২. দেশীয় কাঠের মধ্যে সর্বোত্তম কাঠ- সেগুন।
৩৩. সেগুন গাছে ছত্রাক আক্রান্ত করে না- রঞ্জক জাতীয় তেল থাকার জন্য ।
৩৪. সুগন্ধি কাঠের মধ্যে অন্যতম- চন্দন কাঠ।
৩৫. সরল বর্গীয় বৃক্ষ- কড়ই।
৩৬. চিরহরিৎ বৃক্ষ- তাল।
৩৭. সাধারন পাের্টল্যান্ড সিমেন্টের ফাইনাল সেটিং টাইম- ৩০ মিনিট থেকে ১০ ঘণ্টা।
৩৮. সাধারন পাের্টল্যান্ড সিমেন্টের প্রাথমিক সেটিং টাইম- ৫ মিনিট থেকে ৩০ মিনিট।
৩৯. যমুনা সেতু নির্মাণে ব্যবহৃত হয়েছে- সিলেট বালি।
৪০. সিলেট বালির এফ. এম- ২.৫০।
৪১. মিহি বালিতে ১০% পানি দিলে আয়তন স্ফিতি হয়- ৪০%।
৪২. All purpose wood নামে আখ্যায়িত- কাঁঠাল।
৪৩. কাঠ সদৃশ সামগ্রী- লেমিনেটেড বাের্ড।
৪৪. পূর্ণ নির্মিত কাঠ- হার্ডবাের্ড।
৪৫. সুন্দরী কাঠের উচ্ছিষ্ট থেকে তৈরী বাের্ডের নাম- সানবাের্ড।
৪৬. পাটখড়ি থেকে তৈরী- পারটেক্স ।
৪৭. কাঠে কার্বনের পরিমাণ- ৪৯% ।
৪৮. ন্যুনতম ৬০ সে.মি. কাঠের বেড়কে বলা হয়- টিম্বার ।
৪৯. কাঁচ তৈরীর প্রধান উপাদান- বালি।
৫০. আদ্রতারােধী স্তরে ব্যবহৃত হয়- বিটুমিন।
৫১. Toxic গুণ সম্পন্ন- টার।।
৫২. টারকে পাতন করে যে তলানী পাওয়া যায় তার নাম- পিচ।
৫৩. পেইন্টের মূল উপাদান- হােয়াইট লেড।
৫৪. গতি মন্থর সিমেন্ট এডমিক্সার- লিগনােসালফোনিক এসিড।
৫৫. গতি বর্ধক সিমেন্ট এডমিক্সার- ক্যালসিয়াম ক্লোরাইড।
৬. গতি বর্ধক এডমিক্সার লােহার- ক্ষতি করে।
৫৭. শব্দ শােষক সামগ্রী- উড পার্টিক্যাল বাের্ড।
৫৮. শব্দ অন্তরক সামগ্রী- নিচ্ছিদ্র দেয়াল।
৫৯. Ordinary Portland cement এর Final setting time- ১০ ঘণ্টা।
৬০. Ordinary Portland cement এর Initial Setting time- ৩০ মিনিট।
৬১. পেইন্টের দ্রাবক- তারপিন তেল।
৬২. রঙ লেপনকালে গাঢ় রং ব্যবহার করলে যে ত্রুটি দেখা যায়- ক্রলিং।
৬৩. রঙ লেপনকালে পৃষ্ঠের সর্বত্র রং না লাগলে যে ত্রুটি সৃষ্টি হয়- রানিং।
৬৪. চুনকামের উপাদান- ৫টি।
৬৫. ডিস্টেম্পারের উপাদান- ৪টি।
৬৬. ডিস্টেম্পারের মূল উপাদান- হােয়াটিং।
৬৭. ডিস্টেম্পারের বাইন্ডার- গ্লু
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url