বিসিএস সহ যেকোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ শব্দার্থ পরিচিতি
- ___উত্তরদাতা
০২| "আওয়ামী" শব্দের অর্থ কী?
- ___আমজনতা
০৩| "মৌসুম" শব্দের অর্থ?
- ___ঋতু
০৪| "আতাতুর্ক" শব্দের অর্থ?
- ___জাতির জনক
০৫| "মোবাইল" শব্দের অর্থ?
- ___ভাম্যমান বা স্থানান্তরযোগ্যতা
০৬| "কাটরা" শব্দটি দ্বারা বুঝায়?
- ___বিশ্রামাগার
০৭| "রেনেসাঁ" শব্দের অর্থ কী?
- ___পুনর্জন্ম বা নবজাগরণ
০৮| "গ্লোবাল ভিলেজ" অর্থ?
- ___বিশ্বগ্রাম বা বিশ্বায়ন
০৯| "আগা খান" শব্দের অর্থ?
- ___সম্মানী শাসক
১০| শ্রীঘর শব্দের অর্থ?
- ___জেলখানা
১১| "মধুপ" শব্দের অর্থ কী?
- ___মধু পান করে যে ভ্রমর
১২| "সমুদ্র সফেন" মানে কী?
- ___ফেনাময় সমুদ্র
১৩| "ফালাসিফা" শব্দের অর্থ কী?
- ___দার্শনিক
১৪| "ফাজিল" শব্দের অর্থ কী?
- ___পণ্ডিত বা বিদ্বান
১৫| "মুসলিম বা মুসলমান" শব্দের অর্থ?
- ___আত্মসমর্পণকারী
১৬| "সাইক্লোন" শব্দের অর্থ কী?
- ___সাপের কুণ্ডলী/চাকা
১৭| "কৈবর্ত" শব্দের অর্থ?
- __জেলে/ধীবর বা মৎসজীবী
১৮| "ব্লাসফেমি" শব্দ দ্বারা বুঝায়?
- ___ধর্মীয় অবমাননা/ধর্মনিন্দা
১৯| "কনস্টানটিনোপল" শব্দের অর্থ?
- ___সম্রাট কনস্টান-টিয়াসের শহর
২০| "ককপিট" শব্দের অর্থ?
- __রণক্ষেত্র
২১| "বেসাতি" শব্দের অর্থ?
- __কেনাবেচা
২২| "গ্রিনপিস" হচ্ছে---?
- __নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারী পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
২৩| "কার্টাগেনা প্রটোকল" হচ্ছে?
- __কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
২৪| "ওয়াল্ড ওয়াচ" হচ্ছে?
- __ওয়াশিংটনভিত্তিক বিশ্ব পরিবেশ সংস্থা
২৫| "লোহিত ও দামিনী" শব্দের অর্থ?
- __লাল রং ও বিদ্যুৎ
২৬| "বাতিঘর" শব্দের অর্থ?
- __জাহাজের নাবিকদের দির্কনিদেশনা দেওয়ার জন্য প্রোজ্বলিত কুণ্ডলি।
২৭| "মান্দি ও চাকমা" শব্দের অর্থ কী?
- ___মানুষ
২৮| "SMOG" হচ্ছে...?2
- ___দূষিত বাতাস
২৯| "IUCN" শব্দটি দ্বারা বুঝায়?
- ___বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
৩০| "টর্নেডো" শব্দের অর্থ?
- ___বজ্রঝড়
৩১| "সুনামি" শব্দের অর্থ?
- ___বন্দরের ঢেউ
৩২| "সিডর" শব্দের অর্থ?
- ___চোখ
৩৩| "আইলা" শব্দের অর্থ?
- ___ডলফিন
৩৪| "রোয়ানু" শব্দের অর্থ?
- ___নারকেলের ছোবড়ার আঁশের দড়ি
৩৫| "মোরা" শব্দের অর্থ?
- ___সাগরের তারা
৩৬| "তিতলি" শব্দের অর্থ?
- ___প্রজাপতি
৩৭| "ওয়ার্ড/হুয়াওয়ে(মোবাইল)" শব্দের অর্থ?
- ___ফুল
৩৮| "ম্যালেরিয়া" শব্দের অর্থ কী?
- ___খারাপ বাতাস
৩৯| "ইনসোমনিয়া" একটি?
- ___নিদ্রাহীনজনিত রোগ
৪০| "কসমিক ইয়ার" বলতে বুঝায়?
- ___ছায়া পথে নিজ অক্ষে আবর্তনকাল
৪১| "উদীচী" শব্দের অর্থ?
- __উত্তর দিক
৪২| "আরব" শব্দের অর্থ?
- __বৃক্ষলতাহীন মরুভূমি
৪৩| "হায়ারোগ্লিফিক" শব্দের অর্থ?
- __পবিত্রলিপি
৪৪| "প্যাপিরাস" শব্দের অর্থ?
- __পেপার বা কাগজ
৪৫| "মহেনঞ্জোদারো" কথাটির অর্থ?
- __মরা মানুষের ঢিবি
৪৬| "চর্যাপদ" শব্দের অর্থ?
- __আচরণ
- __নোট রমজান
৪৭| "চর্যাচর্যবিনিশ্চয়" শব্দের অর্থ?
- __কোনটি আচরণীয় কোনটি নয়
৪৮| "ভুসুকু" শব্দ দ্বারা বুঝায়?
- __ভুক্তি সুক্তি কুঠিরে
৪৯| "স্ক্যান্ডিনেভিয়া" হচ্ছে?
- __ইউরোপ মহাদেশের উত্তরাঞ্চলের এলাকা
৫০| "পোর্টো গ্র্যান্ডে" হচ্ছে?
- __পর্তুগিজদের দেওয়া চট্টগ্রাম বন্দরের নাম
৫১| "পোর্টো নোভো" হচ্ছে?
- __বেনিনের রাজধানী
৫২| "হার্মাদ" হচ্ছে?
- __পর্তুগিজ জলদস্যু
৫৩| "উপমান" শব্দের অর্থ?
- __তুলনীয় বস্তু
৫৪| "ঈশান" শব্দের অর্থ?
- __উত্তর-পূর্বকোণ
৫৫| "ইন্তিফাদা" কী?
- __ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিপ্লব
৫৬| "ওয়াফা" কী?
- __ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা
৫৭| "ইন্টারফ্যাক্স" কী?
- __রাশিয়ার বার্তা সংস্থা
৫৮| "ফেয়ার ফ্যাক্স" কী?
- __যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা
৫৯| "মোসাদ" কী?
- __ইসরাইলের গোয়েন্দা সংস্থা
৬০| "ফালুন গং" কী?
- __চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন
৬১| "উইঘর" কী?
- __চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম সম্প্রদায়
৬২| "সানা" কী?
- __সিরিয়ার সংবাদ সংস্থা
৬৩| "আতাতুর্ক" শব্দের অর্থ?2
- __জাতির জনক
৬৪| "আনাতোলিয়া" কী?
- __তুরস্কের একটি মালভূমি বা প্রাচীন সভ্যতার কেন্দ্র
৬৫| "ভিক্টোরিয়া ক্রস" কী?
- __যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাপ
৬৬| "স্ফিংস" কী?
- __মিশরের পিরামিডের মূর্তি
৬৭| "বাল্টু" কী?
- __দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ আদিবাসীদের একত্রে বলা হয় বাল্টু
৬৮| "নিপ্পন"শব্দের অর্থ?
- __সূর্যের উৎস
৬৯| "ভাইরাস" শব্দের অর্থ কী?
- __বিষ
৭০| "ব্ল্যাক সেপ্টেম্বর" কী?
- __১৯৭০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
৭১| "Water Aid" কী?
- __বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে এমন সংস্থা
৭২| "At arms leanth" phrase এর অর্থ?
- __নিরাপদ দূরত্ব
৭৩| "Cought on" phrase এর অর্থ?
- __আক্রান্ত হওয়া
৭৪| "নেপিয়ার" কী?
- __এক জাতীয় ঘাস
৭৫| "সোয়াম্প ফরেস্ট" কী?
- __স্বাদু পানির জলাবন(রাতারগুল)
৭৬| "শারম-আল-শেখ" কী?
- __মিশরের অবকাশ কেন্দ্রের নাম
৭৭| "স্টিংগার" কী?
- __বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
৭৮| "START-1 ও START-2" কী?
- __কৌশলগত অস্ত্র সীমিতকরণ ও পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাস করা
৭৯| "বলকান" শব্দের অর্থ কী?
- __সারি পর্বত
৮০| "আরব বসন্ত" কী?
- __আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
৮১| "শেনজেন চুক্তি"কী?
- __ইউরোপীয় সদস্যভুক্ত দেশে অবাধ চলাচল চুক্তি
৮২| "র্যাফলেশিয়া" কী?
- __পৃথিবীর বৃহত্তম ফুল
৮৩| "কালো সোনা বা ব্ল্যাক গোল্ড" কী?
- __তেজস্ক্রিয় বালু
৮৪| "সাদা সোনা বা হোয়াইট গোল্ড" কী?
- __চিংড়ি
৮৫| "টাইডাল বন" কী?
- __জোয়ার-ভাটার বন
৮৬| "ম্যানগ্রোভ" কী?
- __লুনাপানি বা কাঁদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ।
৮৭| "জুমচাষ" কী?
- __স্থান পরিবর্তন করে চাষ
৮৮| "ইত্তেফাক" শব্দের অর্থ?
- __সম্প্রীতি
৮৯| "দারফুন" কী?
- __সুদানের একটি অঞ্চল
৯০| "ভেটো"শব্দের অর্থ?
- __আমি মানি না