১০ম থেকে ৪০ তম বিসিএস প্রিলির সকল বাংলা প্রশ্নের সমাধান


১ “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানটির প্রথম সুরকার কে?
উত্তরঃ আব্দুল লতিফ
২ “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” এর রচিয়তা -- উত্তর: মাহবুব আলম চৌধুরী
৩ ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
উত্তরঃ শুল্ক
৪ ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হল
উত্তরঃ অবচেতন
৫ ‘Wisdom’ শব্দের বাংলা অর্থ
উত্তরঃ প্রজ্ঞা
৬ ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে?
হূমায়ুন আজাদ
৭ ‘আমি কিংবদন্তির কথা বলছি’ এর রচয়িতা কে?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
৮ ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
উত্তরঃ ফকির গরীবুল্লাহ
৯ ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে?
উত্তরঃ শামসুর রাহমান
১০ ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান
১১ ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
উত্তরঃ যৌগিক স্বরধনি
১২ ‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
উত্তরঃ দেশি উপসর্গ
১৩ ‘কবর’ নাটক কার রচনা?
উত্তরঃ মুনীর চৌধুরী
১৪ ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
উত্তরঃ দীনেশরঞ্জন দাশ
১৫ ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা?
উত্তরঃ নাথধর্ম
১৬ ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী?
উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয়
১৭ ‘চাচা’ কাহিনীর লেখক কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী
১৮ ‘জলে-স্থলে’ কী সমাস?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
১৯ ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তরঃ আলালের ঘরের দুলাল।
২০ ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন
উত্তরঃ কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ।
২১ ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে’ অর্থ কী ?
উত্তরঃ ঠোটের পরশে পান লাল হইল।
২২ ‘তেল নুন লাকড়ি’ কার রচিত গ্রন্থ? প্র
উত্তরঃ মথ চোধুরী
২৩ ‘পালামৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা ?
উত্তরঃ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়
২৪ ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে?
উত্তরঃ দীনেশচন্দ্র সেন
২৫ ‘প্রভাত চিন্তা,নিভৃত চিন্তা’,’নিশীথ চিন্তা’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা
উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ
২৬ ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৭ ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ১৮৭২
২৮ ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
উত্তরঃ উদাসীন
২৯ ‘মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটি একটি
উত্তরঃ সরল বাক্য
৩০ ‘মােস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা
উত্তরঃ মাওলানা আকরাম খাঁ
৩১ ‘মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?
উত্তরঃ মাছ+উয়া(ও)
৩২ ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
উত্তরঃ কৃষ্ণকান্তের উইল
৩৩ ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ উপসর্গটি বাংলায় এসেছে
উত্তরঃ আরবি ভাষা থেকে
৩৪ ‘সব কটা জানালা খুলে দাও না” এর গীতিকার কে?
উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু
৩৫ ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ – কে বলেছেন?
উত্তরঃ চণ্ডীদাস
৩৬ ‘সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন
উত্তরঃ সিকান্দার আবু জাফর।
৩৭ ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ একযোগে
৩৮ ‘সােনালী কাবিন’ এর রচয়িতা কে?
উত্তরঃ আল মাহমুদ
৩৯ ‘সিরাজাম মুনীরা’ কাব্যের রচয়িতার নাম
উত্তরঃ ফররুখ আহমদ
৪০ “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।” রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ পূজা
৪১ “চাঁদের হাট’ অর্থ কী?
উত্তরঃ প্রিয়জন সমাগম
৪২ “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।” এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা উত্তরঃ শিখা
৪৩ “তুমি অধম, তাই বলে আমি উত্তম না হব কেন? ‘ এই প্রবাদটির রচয়িতা কে?
উত্তরঃ বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
৪৪ “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম” কে বলেছেন?
উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী
৪৫ “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৪৬ “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের?
উত্তরঃ কপালকুণ্ডলা
৪৭ “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন
৪৮ “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।” কার উক্তি?
উত্তরঃ মীর মশাররফ হোসেন
৪৯ “মোদের গরব মোদের আশা, আ মরি বাংলা ভাষা” রচয়িতা
উত্তরঃ অতুল প্রসাদ সেন
৫০ “সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত”এই উক্তিটি কার?
উত্তরঃ প্রমথ চেীধুরী
৫১ “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
৫২ ”মিলির হাতে স্টেনগান” গল্পটি কার লেখা?
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস
৫৩ Ballad কি?
উত্তরঃ গাথা
৫৪ Consumer goods এর উপযুক্ত বাংলা পরিভাষা কী ?
উত্তরঃ ভোগ্যপণ্য
৫৫ Excise duty পরিভাষা কোনটি
উত্তরঃ আবগারি শুল্ক
৫৬ Intellectual’ শব্দের বাংলা অর্থ
উত্তরঃ বুদ্ধিজীবী
৫৭ Null and void এর পরিভাষা
উত্তরঃ বাতিল
৫৮ Ode কী?
উত্তরঃ খন্ড কবিতা
৫৯ The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন?
উত্তরঃ ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
৬০ অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল
উত্তরঃ সমক্ষ
৬১ অগ্নিবাণী কাব্যের প্রথম কবিতা কোনটি?
উত্তরঃ প্রলয়োল্লাস
৬২ ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
উত্তরঃ নঞর্থক
৬৩ ‘অনলপ্রবাহ’ রচনা করেন
উত্তরঃ সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি
৬৪ ‘অপ’ কী ধরনের উপসর্গ ?
উত্তরঃ সংস্কৃত
৬৫ অপলাপ শব্দের অর্থ কী?
উত্তরঃ অস্বীকার
৬৬ অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল
উত্তরঃ অন্ত্যমিল নেই
৬৭ অর্ধচন্দ্র’ এর অর্থ
উত্তরঃ গলাধাক্কা দেওয়া
৬৮ অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
৬৯ আকাশে তার আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
উত্তরঃ অধিকরণ কারকে সপ্তমী।
৭০ আগ্নিবীণা কাব্য গ্রন্থে সংকলিত প্রথম কবিতা
উত্তরঃ প্রলয়োল্লাস
৭১ আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
উত্তরঃ নীরদচন্দ্র চৌধুরী
৭২ ‘আধ্যাত্মিক। ‘উপন্যাসের লেখক কে?
উত্তরঃ প্যারীচাঁদ মিএ
৭৩ আনারস এবং চাবি শব্দ বাংলা ভাষা গ্রহন করেছে
উত্তরঃ পর্তুগীজ ভাষা হতে
৭৪ আনোয়ারা গ্রন্থটি কার রচনা?
উত্তরঃ নজিবর রহমান
৭৫ আন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?
উত্তরঃ ১৯৯৯
৭৬ আবোল তাবোল’ কার লেখা?
উত্তরঃ সুকুমার রায়
৭৭ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা
উত্তরঃ আবুল মনসুর আহমদ
৭৮ আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
উত্তরঃ আব্দুল গাফফার চৌধুরী
৭৯ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি সুরকার কে?
উত্তরঃ আলতাফ মাহামুদ
৮০ আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়
উত্তরঃ ভারতচন্দ্র রায়।
৮১ আমার সন্তান যেন থাকে দুধেভাতে এ প্রার্থণাটি করেছে
উত্তরঃ ঈশ্বরী পাটনী
৮২ আমি কিংবদন্তীর কথা বলছি কার লেখা ?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
৮৩ আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
উত্তরঃ দ্বন্দ্ব সমাস
৮৪ ইউসুফ জোলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর
৮৫ ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।
উত্তরঃ ঐচ্ছিক
৮৬ ইয়ং বেঙ্গল কি?
ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক
৮৭ ইয়ং বেঙ্গল ‘ গোষ্ঠীর মুখপত্ররুপে কোন পত্রিকা প্রকাশিত হয় ?
উত্তরঃ জ্ঞানা্ঙ্কুর
৮৮ ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য?
উত্তরঃ সাত সাগরের মাঝি-ফররুক আহমদ
৮৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ?
উত্তরঃ কমেডি অব এররস
৯০ উৎকর্ষতা কী কারণে অশুদ্ধ?
উত্তরঃ প্রত্যয়জনিত
৯১ উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ রশীদ করিম
৯২ উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস
৯৩ উপরোধ’ শব্দের অর্থ কি?
উত্তরঃ অনুরোধ
৯৪ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য
উত্তরঃ উপসর্গ থাকে সামনে, প্রত্যায় থাকে পেছনে
৯৫ উভয়কূল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
উত্তরঃ সাপও মরে লাঠি ও ভাঙ্গে
৯৬ এ মাটি সোনার বাড়া’এ উদ্ধিতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ বিশেষনের অতিশায়ন
৯৭ এ যে আমাদের চেনা লোক বাক্যে চেনা কোন পদ ?
উত্তরঃ বিশেষণ
৯৮ এক কথায় প্রকাশ কর: ‘যা বলা হয় নি
উত্তরঃ অনুক্ত
৯৯ একখানি ছোট খেত আমি একলা – রবীঠাকুরের কোন কবিতার অন্তর্গত ?
উত্তরঃ সোনার তরি
১০০ একাত্তরের চিটি কোন জাতিয় রচনা?
উত্তরঃ মুক্তিযোদ্ধাদের পত্রসংকলন
১০১ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কী?
উত্তরঃ সৌভাগ্যের বিষয়।
১০২ ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
উত্তরঃ হাসান হাফিজুর রহমান।
১০৩ এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা ?
উত্তরঃ কবিগান
১০৪ কখনো উপন্যাস লেখেননি
উত্তরঃ সুধীন্দ্রনাথ দত্ত
১০৫ কত খ্রিস্রাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’ পদক লাভ করে?
উত্তরঃ ( ১৯২৩ – ৮০)
১০৬ কপাল কুন্ডলা কোন প্রকৃতির রচনা?
উত্তরঃ রোমান্সমূলক উপন্যাস
১০৭ কবর নাটকটির লেখক
উত্তরঃ মুনির চৌধুরী
১০৮ কবি আলাওলের জন্মস্থান কোনটি?
উত্তরঃ চট্রগ্রামের জোবরা
১০৯ কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরকে।
১১০ কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল?
উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ
১১১ কবি গানের প্রথম কবি
উত্তরঃ গোঁজলা পুট
১১২ কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?
উত্তরঃ ১৯০৩-১৯৭৬ ইং
১১৩ কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
উত্তরঃ আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে
১১৪ কর্মে যার ক্লান্তি নেই’ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
উত্তরঃ অক্লান্ত কর্মী
১১৫ কল্লোল প্রকাশিত হয়
উত্তরঃ ১৯২৩
১১৬ ‘কাঁঠালপাড়া\’য় জন্মগ্রহণ করে কোন লেখক ?
বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
১১৭ কাক ভূষণ্ডির অর্থ কী?
উত্তরঃ দীর্ঘায়ু ব্যক্তি
১১৮ কাজী ইমদাদুল হকের ‘আব্দুল্লাহ’ উপন্যাসের উপজীব্য কী?
উত্তরঃ তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
১১৯ কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
আনন্দময়ীর আগমনে।
১২০ কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা?
উত্তরঃ পত্রিকা
১২১ কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
উত্তরঃ বাউণ্ডুলের আত্মকাহিনী।
১২২ কার মাথায় হাত বুলিয়েছে। এখানে মাথা শব্দের অর্থ
উত্তরঃ ফাঁকি দেওয়া
১২৩ কার সম্পাদনায় সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
১২৪ কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
উত্তরঃ উপন্যাস
১২৫ কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?
উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন
১২৬ কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক
উত্তরঃ রামরাম বসু।
১২৭ কে সর্বপ্রথম বাংলা টাহপ সংযোগে বাংলা ব্যাকরন মুদ্রন করেন?
উত্তরঃ ব্রাসি হ্যালহেড।
১২৮ কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতো জাত ভিন্ন বলায়’ এ পঙক্তিটি নিচের একজনের লেখা
উত্তরঃ লালন শাহ্
১২৯ ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’ কার লেখা?
উত্তরঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার।
১৩০ কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন ?
উত্তরঃ ভুসুকুপা
১৩১ কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে।
১৩২ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ আনন্দময়ীর আগমনে
১৩৩ কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৩৪ কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?
উত্তরঃ নীলদর্পণ
১৩৫ কোন নেতা ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব দেন?
উত্তরঃ হাজী শরিয়তউল্লাহ।
১৩৬ কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল
১৩৭ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী পালিত হয়?
উত্তরঃ ১৯৬১ সালে
১৩৮ কোনটি ‘কোলন’
উত্তরঃ :
১৩৯ কোনটি বাক্যের গুণ নয়?
উত্তরঃ আসক্তি
১৪০ কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্র কাব্য ?
উত্তরঃ বীরাঙ্গনা
১৪১ কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?
উত্তরঃ মনীষা মঞ্জুষা
১৪২ কোনটি হযরত মুহাম্মদ (স) এর জীবনী গ্রন্থ?
উত্তরঃ মরুভাস্কর
১৪৩ কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উত্তরঃ ১৭৫৩ সালে
১৪৪ ক্রিয়া পদের মুল অংশকে বলা হয়
উত্তরঃ ধাতু
১৪৫ ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
১৪৬ ক্রিয়াপদের মূল অংশকে বলে
উত্তরঃ ধাতু।
১৪৭ ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন
উত্তরঃ ক্ষমার্হ
১৪৮ ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ বর্ধমান
১৪৯ গাছপাথর’ বাগধারাটির অর্থ হিসাব-
উত্তরঃ নিকাশ
১৫০ গীতাঞ্জলীর ইংরেজী অনুবাদ সম্পাদনা করেন
উত্তরঃ W B Yeats
১৫১ গৃহী এর বিপরীত শব্দ
উত্তরঃ সন্ন্যাসী
১৫২ গোঁফ খেজুরে’ এ বাগধারাটির অর্থ কী?
উত্তরঃ নিতান্ত অলস
১৫৩ ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
১৫৪ চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
১৫৫ চন্দ্রাবতী
উত্তরঃ কাব্য
১৫৬ নেপালের রাজগ্রন্থশালা থেকে ১৫৭চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তরঃ মাত্রাবৃত্ত
১৫৮ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
উত্তরঃ মনসামঙ্গল
১৫৯ চাঁদমুখ এর ব্যাসবাক্য হল
উত্তরঃ চাঁদের মত মুখ
১৬০ চাচা কাহিনীর লেখক কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলি।
১৬১ চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
উত্তরঃ সংস্কৃত +আরবি
১৬২ জঙ্গম এর বিপরীত শব্দ কী?
উত্তরঃ স্থবির
১৬৩ জজ সাহেব কোন ধরনের সমাস?
উত্তরঃ কর্মধারয় সমাস।
১৬৪ জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ?
উত্তরঃ জন+এক
১৬৫ জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?
উত্তরঃ সারেং বৌ
১৬৬ জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?
উত্তরঃ রাখালী
১৬৭ জসীমউদ্দিনের কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
উত্তরঃ কল্লোল
১৬৮ জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
উত্তরঃ বরিশাল জেলা
১৬৯ জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না
উত্তরঃ প্রমথ চৌধুরী
১৭০ জ্যোৎস্নারাত কোন সমাসের দুষ্টান্ত ?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয়
১৭১ টা,টি,খানা ইত্যাদি পদাশ্রিত
উত্তরঃ নিদের্শক
১৭২ ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য
উত্তরঃ জীবনানুভূতির গভীরতায়
১৭৩ ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?
উত্তরঃ আলালের ঘরের দুলাল
১৭৪ ‘ঠাকুরমার ঝুলি ‘কী জাতীয় রচনার সংকলন ?
উত্তরঃ রুপকথা
১৭৫ ঠোঁটকাটা’ বলতে কী বোঝায়?
উত্তরঃ স্পষ্টভাষী
১৭৬ ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত
উত্তরঃ ভাষাতত্ত্ববিদ
১৭৭ ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম
উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
১৭৮ ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
উত্তরঃ ক্রান্তি
১৭৯ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ
উত্তরঃ তোষামুদে
১৮০ ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?
উত্তরঃ তৎসম
১৮১ তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী?
উত্তরঃ সাধু রীতি
১৮২ তত্ত্ববােধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়
উত্তরঃ ১৮৪৩ সালে
১৮৩ তত্ত্ববােধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত।
১৮৪ তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা’কে রচনা করেন?
উত্তরঃ গিরিশচন্দ্র সেন
১৮৫ তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ
উত্তরঃ শৈত্য
১৮৬ ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটি কোন ধরনের বাক্য?
উত্তরঃ যৌগিক বাক্য।
১৮৭ তামোর সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি’ রবিন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
উত্তরঃ শেষলেখা
১৮৮ তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা?
উত্তরঃ শামসুর রাহমান
১৮৯ তুমি আসবে বলে হে স্বাধীনতা, সখিনা বিবির কপাল ভাঙল এটি কোন বাক্য?
উত্তরঃ মিশ্র বা জটিল
১৯০ তুমি এতক্ষন কি করেছো’ এই বাক্যে ‘কি’ কোন পদ?
উত্তরঃ সর্বনাম
১৯১ তুমি না বলেছিলে আগামীকাল আসবে? এখানে না এর ব্যবহার কী অর্থে?
উত্তরঃ হ্যাঁ-বাচক
১৯২ তোহফা কাব্যটি কে রচনা করেন ?
উত্তরঃ লাওল
১৯৩ দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভুক্ত?
উত্তরঃ সিন্ধুহিন্দোল
১৯৪ দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস ?
উত্তরঃ মানিক বন্দোপাধ্যায়
১৯৫ দুধেভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা
উত্তরঃ আখতারুজ্জামান ইলিয়াস।
১৯৬ দেয়াল রচনাটি কার?
উত্তরঃ হুমায়ূন আহমেদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url